শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
Jahan 04-05-2015-2শাহজাদপুর প্রতিনিধিঃ গত ১২ এপ্রিল রোববার যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা ও পূরবী থিয়েটারের ১০ সদস্য ৩ দিন ব্যাপী রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত বাংলা লোকনাট্য উৎসবের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল- বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, আলোচনা সভা, গম্ভীরা, বাউল গান, যাত্রাপালা, লোকগান পরিবেশন করা হয়। ৩ দিন ব্যাপী এ লোকনাট্য উৎসেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী বিশিষ্ঠ অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। নওগার আত্রাই-রাণীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। নাট্য ব্যক্তিত্ত্ব নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কাজী সাঈদ হোসেন দুলাল, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আব্দুল হান্নান প্রমূখ। এ অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর জেলার প্রায় ১৯ টি সংগঠন লোকনাট্য, বাউল গান, গম্ভীরা, লাঠি খেলা, যাত্রাপালাসহ নানা লোকজ অনুষ্ঠান পরিবেশন করে। পুঠিয়া রাজবাড়ী হলরুমে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা, পূরবী থিয়েটার ও পুঠিয়ার চন্দ্রাবতী থিয়েটার যৌথভাবে বাউল সঙ্গীত পরিবেশন করে।এতে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিল মোঃ মুমীদুজ্জামান জাহান, তাকিবুন নাহার তাকি, মেহেদী হাসান হিমু, মিজানুর রহমান, নাছির উদ্দিন, আল আমিন হোসেন, মিঠু, আল মামুন, টিটু, আব্দুর রাজ্জাক, সুরত আলী, আব্দুর রউফ, শিশির, সনি, সুশান্ত, শুভ, সোহেল, তুষার, মামুন, রুদ্র, বিপ্লব, এনামুল, হিমেল, অসীম, আলীম, ইসহাক, বিপুল, রথিন, অজিত, ফিরোজ, সাইদুল, জিল্লু, আজিজুল প্রমূখ। বাউল গান পরিবেশন করেন মিঠুন, আল মামুন, তাকিবুন নাহার, হিমু, আব্দুর রাজ্জাক প্রমূখ। সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ মুমীদুজ্জামান জাহান ও ইসরাফিল আলম এমপির নের্তৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পুঠিয়া রাজবাড়ী উপজেলা চত্বর ও মহাসড়ক প্রদক্ষিন করে। এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ও নাট্য শিল্পীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। এ সময় সমস্ত শহর উৎসব মুখর হয়ে ওঠে। শাহজাদপুর স্বজনদের এ অনুষ্ঠানে অংশগ্রহনে সহযোগিতা করেন শাহজাদপুরের একমাত্র অন লাইন পত্রিকা শাহজাদপুর সংবাদ ডট কম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

অপরাধ

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে দুটি টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণলংক...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

চাপা তীব্র ঝূঁকিপূর্ণ ফুটপাতবিহীন ৩০ টি পুরানো সেঁতু যাত্রীদের জন্য মৃত্যফাঁদ!

জীবনজাপন

চাপা তীব্র ঝূঁকিপূর্ণ ফুটপাতবিহীন ৩০ টি পুরানো সেঁতু যাত্রীদের জন্য মৃত্যফাঁদ!

শামছুর রহমান শিশির : শাহজাদপুর-রংপুর-সৈয়দপুর সড়ক মহাসড়কের ৩০টি পুরোনো ফুটপাতবিহীন চাপা তীব্র ঝুঁকিপূর্ণ সেঁতু যাত্রীদের...