শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিগত বছরগুলোর তুলনায় এবার নদীভাঙ্গণে ক্ষয়-ক্ষতির পরিমান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গণ কবলিত এলাকার অনেক মানুষকে নৌকায় করে তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে।

শামছুর রহমান শিশির: গত ২০ দিনে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনার ভয়াবহ ভাঙ্গণে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চল সোনাতনী ও কৈজুরী ইউনিয়নের প্রায় সহস্রাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে ঘরবাড়ি হারানো সহায় সম্বলহীন পরিবারের সংখ্যা উচ্চ মাত্রায় বৃদ্ধি পেয়েছে । ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের সদস্যরা বিভিন্ন উচু রাস্তা ও বাধেঁর পাশে খোঁলা আকাশের নীচে আশ্রয় নিয়ে মানবেতর দিনযাপন করছে। সরেজমিন পরিদর্শণে জানা গেছে, সোনাতনী ইউনিয়নের শ্রীপুর গ্রামের শতাধিক পরিবার, বানতিয়ার ২ শতাধিক, চামতাঁরা ৩ শতাধিক, ধীতপুর গ্রামের দেড় শতাধিক পরিবার এবং কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের শতাধিক পরিবার সরাসরি যমুনার ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ হয়েছে।  একদিকে বন্যা আর অন্যদিকে যমুনার ভয়াবহ ভাঙ্গণে তাদের অবর্ণনীয় দুর্ভোগ-দুর্গতি পোহাতে হচ্ছে। চামতাঁরা, শ্রীপুর, ধীতপুর গ্রামের হজরত আলী, চাঁন মিয়া ও আব্দুর রাজ্জাক মেম্বার জানান, ছোট চামতাঁরা ও বড় চামতাঁরা গ্রামে প্রায় ৩ হাজার ৫’শ ভোটার বসবাস করতো। ভয়াবহ ভাঙ্গণে এখন ওই গ্রাম দুটি যমুনা গর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্থ শত শত পরিবারের গ্রামের লোকজনেরা যমুনার ভাঙ্গণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে গেছে। বাপদাদার পৈতৃক ভিটা ছেড়ে যমুনার ভাঙ্গণের তাড়া খেয়ে অনেক পরিবারের লোকজনেরা এলাকা ছেড়ে কোথায় চলে গেছে তা বলতে পারছে না কেউ। সোনাতনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জানান, যমুনার ভয়াবহ ভাঙ্গণে ৬/৭ টি গ্রামের সিংহভাগ নদীগর্ভে বিলীন হয়েছে। কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গত ২০ দিনে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে এলাকায় ব্যাপক নদী ভাঙ্গণ শুরু হলে ভাঙ্গণ কবলিত এলাকাবাসী ঘর বাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব জানান, বন্যা পরবর্তীতে এবারের বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...