অতিরিক্ত ভাড়া আদায় বেপরোয়া চলাচল ও যাত্রী হয়রানীর স্বীকার
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার থানারঘাট করতোয়া ব্রীজের পূর্বপাড় থেকে পূর্বাঞ্চলের খুকনি, কেজির মোড়, কৈজুরী, পোরজনা ও জামিরতা সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোটেম্পুর চালকদের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীরা তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এ সড়কগুলিতে চলাচলকারী ভুক্তভোগি যাত্রীদের কাছ থেকে জানা গেছে, করতোয়া ব্রীজের পূর্বপাড় থেকে খুকনির দূরত্ব ৬ কিলোমিটারের ভাড়া ৩০ টাকা, কেজিরমোড়ের দূরত্ব ১০ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা, কৈজুরীর দূরত্ব ৮ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা, পোরজনার দূরত্ব ৬ কিলোমিটারের ভাড়া ১০ টাকা এবং জামিরতার দূরত্ব ১০ কিলোমিটারের ভাড়া ২০ টাকা আদায় করা হচ্ছে। পোরজনা ও জামিরতার ভাড়া সহনীয় হলেও চালকেরা খুকনি,কেজিরমোড় ও কৈজুরী সড়কের ভাড়া যাত্রীদের কাছ থেকে অস্বাভাবিক হারে আদায় করছে । এছাড়া শাহজাদপুরের কাপড়ের হাটের ২ দিন শনিবার ও বুধবার এবং সন্ধ্যার পরে যাত্রীদের কাছ থেকে অধিকহারে ভাড়া আদায় করা হয়। এতে যাত্রীরা আর্থিক লোকসানের পাশাপাশি চালকদের হাতে নানাভাবে হয়রানির স্বীকার হচ্ছে। ভাড়া নিয়ে কোন যাত্রী কথা বললে চালকেরা জোট বেধে তাকে মারপিট করে হয়রানি করছে। ফলে এর প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছেনা । ২/১ জন যাত্রী সাহস করে এর প্রতিবাদ করলে উল্টো চালকদের হাতে লাঞ্ছিত ও মারপিটের স্বীকার হচ্ছে। অপরদিকে এসব সড়কের অধিকাংশ স্থানে পিচ,পাথর,খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এ সড়কের অবস্থা অত্যান্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ হলেও চালকদের উচ্চগতিতে বেপরোয়া চলাচলে এ সব সড়কে ঘটছে অহরহ দূর্ঘটনা। অপরদিকে সিএনজির চাকা স্প্রিরিং পাতি ও খুচরা যন্ত্রাংশ ভেঙ্গে নষ্ট হয়ে ২/১ বছরের মধ্যেই এসব সিএনজি চলাচলের অনুপযোগী হয়ে পরছে। এতে সিএনজি মালিকদেরও চরম লোকসান গুনতে হচ্ছে। খোজ নিয়ে জানা গেছে থানারঘাট করতোয়া ব্রীজ থেকে এ সব সড়কে প্রতিদিন ২৫০ টি সিএনজি চালিত অটোটেম্পু চলাচল করে থাকে। এ সব সিএনজি’র ৬০ ভাগ চালকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। এরা শুধু মাত্র শ্রমিক সমিতির সদস্য হয়ে সম্পূর্ণ অবৈধভাবে এসব টেম্পু চালাচ্ছে। এদের মধ্যে অনেক মালিক নিজেই টেম্পু চালানোর ফলে তারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজনই বোধ করছেন না। ফলে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালকেরা এসব সড়কে অহরহ চলাচল করছে। খোজ নিয়ে জানা গেছে লাইসেন্স বিহীন চালকের অধিকাংশই এক সময় থানারঘাট খেয়া ঘাটের নৌকার মাঝি, ট্রাক্টর, ট্রলি, নছিমন, করিমন চালক ও ভবঘুরে ও বখাটে বেকার যুবক ছিলেন।এসব সড়কে সিএনজি টেম্পু চলাচল শুরু হওয়ার সুবাদে কোনরূপ প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এসব সিএনজি টেম্পুর চালক হয়ে গেছেন। ফলে এর বেপরোয়া ও সংঘবদ্ধ ভাবে এরা যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হয়রানী করায় শাহজাদপুর উপজেলার পূর্বাঞ্চলের খুকনি,কৈজুরী,সোনাতনী,জালালপুর,পোরজনা ও গালা ইউনিয়ন এবং বেলকুচি ও চৌহলি উপজেলার ২ লাখ মানুষ এ সব লাইসেন্স বিহীন চালকদের হাতে জিম্মি হয়ে পরেছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে এর প্রতিকারের জোর দাবি জানিয়েছেন। এছাড়া এসব সিএনজি চালক করতোয়া সেতুর উপর সিএনজি টেম্পু অবৈধভাবে দ্বার করিয়ে রাখায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অপরদিকে সেতুর পূর্বপাড়ের সড়ক জুড়ে টেম্পু এলোমেলো ভাবে রাখায় প্রায়ই যানজোটের সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনা ঘটে। এর কোন প্রতিকার না থাকায় এলাকাবাসী এ সড়ক দিয়ে চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুরের পরিবহন শ্রমিক সংগঠনের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান,লাইসেন্স বিহীন চালকদের অনেকেরই লাইসেন্সের জন্য আবেদন করা আছে। বাকীরাও অচিরেই আবেদন করবেন। যাত্রী হয়রানির বিষয়ে তিনি বলেন,এ ব্যাপারে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপর দিকে শাহজাদপুর অটোটেম্পুর মালিক সমিতির সভাপতি ইলিমগীর মাসুদ জেম ও সাধারণ সম্পাদক পান্না লোদী এ ব্যাপারে বলেন,যাত্রী হয়রানী ও উচ্চ হারে ভাড়া রোধে তারা অচিরেই পদক্ষেপ নিবেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও শাহজাদপুর অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা বলেন,অচিরেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উচ্চ হারে ভাড়া আদায় ও যাত্রী হয়রানী রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সম্পর্কিত সংবাদ
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত
শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...
অপরাধ
শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার
শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা