বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
Jahan 03-12-2014 মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর উপজেলার পুরান টেপরী গ্রামের হতদরিদ্র কৃষকেরা সব্জী চাষে বিপ্লব ঘটিয়েছে। সব্জী চাষ করে এ গ্রামের সবাই আর্থিক ভাবে সচ্ছল ও সাবলস্বী হয়ে উঠেছে। ফলে এখন তাদের ভাগ্য বদলে গেছে। অথচ গত ১০ বছর আগেও এ গ্রামের চাষীরা অভাব অনটনে অতিকষ্টে দিন যাপন করত। গতকাল বুধাবর সরেজমিন পুরান টেপরী গ্রাম ঘুরে দেখা যায় মাঠের পর মাঠ কৃষকেরা সব্জী চাষ করছে। এ গ্রামে এখন সারা বছর সব্জী আবাদ হয়ে থাকে। ধান, সরিষা, মাশকালাই সহ অন্যান্য ফসলের চেয়ে সব্জী চাষে এরা ২ থেকে ৩ গুন বেশি লাভবান হওয়ায় এরা এখন সবাই সব্জী চাষে ঝুকে পরেছে। ফলে এ গ্রামে সব্জী চাষে ব্যাপক বিপ্লব ঘটেছে। এ গ্রামের শাহাদৎ হোসেন জানান তিনি এ বছর ২ বিঘা জমিতে বেগুন ও কপি চাষ করছেন এতে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। উৎপাদিত কপি ও বেগুন বিক্রি করে লাভ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। এক সময় তার কিছ্ইু ছিল না। সব্জী চাষ করে তিনি এখন কয়েক বিঘা জমির মালিক। এ ছাড়া ১ মেয়ে ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখে ও শান্তিতে স্বচ্ছল ভাবে জীবন যাপন করছে। এ গ্রামের হেলাল মিয়া দেড় বিঘা জমিতে মিষ্টি কুমুড়, সোয়া বিঘা জমিতে বেগুন ও এক বিঘা জমিতে অন্যান্য শীতকালীন সব্জী আবাদ করছেন। এতে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। মিষ্টিুৃ কুমুড় বেগুন ও অন্যান্য সব্জী বিক্রি করে লাভ হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এ টাকায় তিনি এ বছর নতুন কিছু জমি কিনেছেন। এ ছাড়া তিনি সব্জী বিক্রির টাকায় ২ মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ১ মেয়ে ও ১ ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন। এ গ্রামের দুলাল মিয়া জানান তার দেড় বিঘা জমিতে বেগুন ও আড়াই বিঘা জমিতে করলা চাষ করছে। এতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। করলা, লাউ ও বেগুন বিক্রি করে লাভ হয়েছে আড়াই লক্ষ টাকা। এ টাকা দিয়ে দুলাল মিয়া ১ ছেলে ও ২ মেয়েকে লেখাপড়া শিখানোর পাশাপাশি ১ বিঘা জমি কিনেছেন। অথচ ১০ বছর আগে তাদের সংসারে চরম অভাব অনটন ছিল। সব্জী চাষ করে তাদের ভাগ্য বদলে যাওয়ায় তারা এখন সুখে শান্তিতে বসবাস করছে। সব্জি চাষী দুলাল মিয়া, আব্দুল মজিদ প্রাং, ভাষা মিয়া, নুর ইসলাম এরা সবাই জানান সব্জী চাষে কৃষি ব্যাংক থেকে ৩০ হাজার টাকা লোন তুলতে গেলে ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়। ফলে তারা ব্যাংক থেকে লোন তুলতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তারা আরও জানান সুদ মুক্ত ও সহজ শর্তে ব্যাংক থেকে লোন পাওয়া গেলে সব্জী চাষে তারা আরও ভাল করতে পারবেন। তারা শাওনÑভাদ্র মাসে এ লোন পেলে সুবিধা হয় বলে জানান। এ ব্যাপারে তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এদিকে পুরান টেপরী গ্রামবাসীর সব্জী চাষে সফলতা দেখে আশপাশের ১০ গ্রামের কৃষকেরা সব্জী চাষে ঝুকে পড়েছে। ফলে সরিষাকোল,মষিপুর, তালগাছি, কাশিনাথপুর ও গাড়াদহ এলাকায় সব্জীর পাইকেরী হাট চালু হয়েছে। এ হাট থেকে পাইকাররা সব্জী কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এখানকার সব্জী সরবরাহ করে আর্থিক ভাবে সচ্ছল হয়ে উঠেছেন।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...