ডেক্স নিউজঃ আজ রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়শাল ও কামালপুর গ্রামবাসীর মধ্যে ৪ ঘন্টাব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও গুলবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। এ হামলা-সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৭ বাড়ি, ৫ দোকান ভাংচুর, লুটপাট ও ৩টি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শাহজাদপুর ও এনায়েতপুর থানা পুলিশ ১৭ রাউন্ড শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এ সংঘর্ষ চলাকালে শাহজাদপুর-খুকনি সড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এবং ঘোড়শাল চৌরাস্তা মোড়েরর দোকানপাঠ বন্ধ হয়ে যায়। নিহত ব্যক্তি হলো ঘোড়শাল গ্রামের মৃত জেনাত প্রামানিকের ছেলে আশরাফ প্রামানিক (৪০)। আহতরা হলো মোহাম্মাদ আলী (৫৫), ইদ্রিস আলী (৪৫), আলহাজ আলী (২৫), আব্দুল খালেক (২৫), বাবু মিয়া (১৮), মুসলিম আলী (৬০), আব্দুল আলীম (২৭), বাবুল আক্তার (২৫), ছোবাহান আলী (৪০), আব্দুল গণি (৩৫), ফরহাদ আলী (১৭), মুসা (১৮), ইউসুফ (২৪), আলহাজ মিয়া (৩৫), মনসুর আলী (২০), উজ্জল (৩৫), মতিজুল (৩৫), তারিকল ইসলাম (৪৫), আলহাজ মেকার (২৬), আবু মুছা (৪০), জালালপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রহম আলী (৪৫) প্রমুখ। এর মধ্যে ইদ্রিস আলী ও মুসলিম আলী গুলিবিদ্ধ হয়ে এবং অন্যান্যরা ধারালো অস্ত্র, লাঠি ও ইটের আঘাতে আহত হয়েছে। শাহজাদপুর, এনায়েতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায় গত শনিবার ঘোড়শাল চৌরাস্তা মোড়ের ১ টি দোকান থেকে কালপুর গ্রামের ১ যুবক ৩ টি আইসক্রীম ক্রয় করে। এ আইসক্রীম নষ্ট বলে দাবী করে দাম পরিশোধে অস্বীকৃতি জানালে দোকানদার ও ৩ যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ রোববার সকাল ৯ টার দিকে কামালপুর গ্রামের ৩ শ্রমিক কাজে যাওয়ার সময় ঘোড়শাল গ্রামের লোকজন তাদের পথরোধ করে মারপিট করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে উভয় গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু দেশীয় অস্ত্র-সস্ত্র, লাঠি, ফালা, হলঙ্গা, রামদা, হাসুয়া নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, বাড়ীঘর, দোকানপাঠ ভাংচুর, লুটপাট ও খড়ের গাদায় অগ্নি-সংযোগ করে। এ সময় ঘোড়শাল গ্রাম, কামালপুর গ্রাম ও শাহজাদপুর-খুকনী সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের তান্ডবে শাহজাদপুর-খুকনি সড়কে যান চলাচল ২ ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে শাহজাদপুর ও এনায়েতপুর থানাপুলিশ রাবার বুলেট ও টিয়ার শের নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশের গুলিতে ২ জন আহত হয়। আহতদের এনায়েতপুর, বেলকুচি ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ হামলা চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আশরাফ প্রামানিককে সিএনজি যোগে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিস্থি নিয়ন্ত্রনে রাখতে ঘোড়শাল বাজার এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী
আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...
মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর
আব্দুল মতিন ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবুলিয়া গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।... ডেস্ক নিউজ: আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের পরই প্রার্থীর সমর্থক ও দলীয় কর্ম... পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...জাতীয়
সিরাজগঞ্জের ভাষা সৈনিক আবদুল মতিন স্মরণে
রাজনীতি
সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু
নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প
সম্পাদকীয়
এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি
লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...