রবিবার, ২০ এপ্রিল ২০২৫
07.03.2015 শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার তালগাছি পশুহাটের পূর্বপাশে অবস্থিত জালাল উদ্দিনের সুতা রং, ডাইং ও প্রসেস মিলের কোন শোধনাগার না থাকায় কেমিক্যালের বর্জ্য সরাসরি করতোয়া নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। এতে করতোয়া নদীর পানি কালচে বর্ণধারন করে বিষাক্ত হয়ে উঠেছে। ফলে করতোয়া নদীর ওই অংশের অর্ধকিলোমিটার জুড়ে মাছ ও জলজ প্রাণী মরে শুন্য হয়ে পড়েছে। নদীর ওই অংশের পানি যারা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার ও  গোসল করছে তাদের শরীরে দেখা নিয়েছে নানা ধরনের চর্মরোগ সহ জটিল ব্যধি। শনিবার দুপুরে এই প্রসেস মিল এলাকা ঘুরে দেখা গেছে, সুতা ডাইং ও প্রসেসের কাজে ব্যবহৃত কষ্টিক,নাইট্রিক,সোডা, ব্লিচিং ও কেমিক্যাল জেল মিশ্রিত বর্জ্য পানি এবং সুতা রং করার পর বিভিন্ন রংয়ের পানি করতোয়া নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। এতে নদীর ওই অংশের পানি কালচে বর্ণ ধারন করেছে। এছাড়া পানি পচে বিষাক্ত হয়ে উঠেছে । এসময় নদীতে গোসলরত বেশ কয়েকজন জানায়,গোসলের পর তাদের শরীরে জ্বালা পোড়া করে এবং চুলকায়। তারপরেও নিরুপায় হয়েই এ পানিতে গোসল সহ অন্যান্য কাজ করতে বাধ্য হচ্ছে। এ ডাইং ও প্রসেস মিল ঘুরে দেখা যায়, এতে কোন কেমিক্যালের বর্জ্যর শোধনাগার নেই। এমন কি এসব বর্জ্য নিষ্কাশনের জন্য কোন সংরক্ষিত হাউজও নেই। ব্রয়লার ও রংয়ের মেশিন থেকে সরাসরি কেমিক্যালের বর্জ্য নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। মিলটির বর্জ্য নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কেমিক্যালের বিষাক্ত পানি পড়ে মাটি ও ঘাস পুড়ে তামাটে বর্ণ ধারন করেছে। কেমিক্যালের ধোয়ায় কারখানা ও আশপাশের টিন মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। বাতাসারে সাথে কেমিক্যালের বর্জ্য মিশে এ এলাকার পরিবেশও দূূষিত হয়ে পড়েছে। এ ব্যাপারে মিলটির মালিকদাবীদার জালাল উদ্দিনের কাছে প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেন, এ মিলের মালিক একাধিক প্রভাবশালী ব্যক্তি হওয়ায় প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমোদন নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে নির্ভিঘ্নে এ ব্যবসা চালিয়ে গেলেও তাদের কোন সমস্যা হচ্ছে না। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাঙ্গন

কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর

রাজনীতি

আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

বিনোদন

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...