বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
07.03.2015 শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার তালগাছি পশুহাটের পূর্বপাশে অবস্থিত জালাল উদ্দিনের সুতা রং, ডাইং ও প্রসেস মিলের কোন শোধনাগার না থাকায় কেমিক্যালের বর্জ্য সরাসরি করতোয়া নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। এতে করতোয়া নদীর পানি কালচে বর্ণধারন করে বিষাক্ত হয়ে উঠেছে। ফলে করতোয়া নদীর ওই অংশের অর্ধকিলোমিটার জুড়ে মাছ ও জলজ প্রাণী মরে শুন্য হয়ে পড়েছে। নদীর ওই অংশের পানি যারা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার ও  গোসল করছে তাদের শরীরে দেখা নিয়েছে নানা ধরনের চর্মরোগ সহ জটিল ব্যধি। শনিবার দুপুরে এই প্রসেস মিল এলাকা ঘুরে দেখা গেছে, সুতা ডাইং ও প্রসেসের কাজে ব্যবহৃত কষ্টিক,নাইট্রিক,সোডা, ব্লিচিং ও কেমিক্যাল জেল মিশ্রিত বর্জ্য পানি এবং সুতা রং করার পর বিভিন্ন রংয়ের পানি করতোয়া নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। এতে নদীর ওই অংশের পানি কালচে বর্ণ ধারন করেছে। এছাড়া পানি পচে বিষাক্ত হয়ে উঠেছে । এসময় নদীতে গোসলরত বেশ কয়েকজন জানায়,গোসলের পর তাদের শরীরে জ্বালা পোড়া করে এবং চুলকায়। তারপরেও নিরুপায় হয়েই এ পানিতে গোসল সহ অন্যান্য কাজ করতে বাধ্য হচ্ছে। এ ডাইং ও প্রসেস মিল ঘুরে দেখা যায়, এতে কোন কেমিক্যালের বর্জ্যর শোধনাগার নেই। এমন কি এসব বর্জ্য নিষ্কাশনের জন্য কোন সংরক্ষিত হাউজও নেই। ব্রয়লার ও রংয়ের মেশিন থেকে সরাসরি কেমিক্যালের বর্জ্য নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। মিলটির বর্জ্য নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কেমিক্যালের বিষাক্ত পানি পড়ে মাটি ও ঘাস পুড়ে তামাটে বর্ণ ধারন করেছে। কেমিক্যালের ধোয়ায় কারখানা ও আশপাশের টিন মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। বাতাসারে সাথে কেমিক্যালের বর্জ্য মিশে এ এলাকার পরিবেশও দূূষিত হয়ে পড়েছে। এ ব্যাপারে মিলটির মালিকদাবীদার জালাল উদ্দিনের কাছে প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেন, এ মিলের মালিক একাধিক প্রভাবশালী ব্যক্তি হওয়ায় প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমোদন নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে নির্ভিঘ্নে এ ব্যবসা চালিয়ে গেলেও তাদের কোন সমস্যা হচ্ছে না। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা বানভাসী ৫০ জনকে অর্থ সহায়তা দিলেন

বন্যা

শাহজাদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা বানভাসী ৫০ জনকে অর্থ সহায়তা দিলেন

শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের উদ্যোগে গতকাল সোমবার শাহজাদপুর...

শাহজাদপুরে আবারো ১৩ অ্যানথ্রাক্স রোগী সনাক্তঃ এলাকায় আতংক

স্বাস্থ্য

শাহজাদপুরে আবারো ১৩ অ্যানথ্রাক্স রোগী সনাক্তঃ এলাকায় আতংক

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে মানব দেহে আবারো ভয়ংকর প্রাণী রোগ অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে।...

বর্ষা বরণে করতোয়া-ফুলজোড় নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

উল্লাপাড়া

বর্ষা বরণে করতোয়া-ফুলজোড় নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

তানিম তূর্যঃ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে 'তেঁতুলিয়া...