শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্ন্যান্স প্রজেক্টের (এলজিএসপি-৩) ২ অর্থবছরে মৌলিক থোক (বিবিজি) বরাদ্দকৃত ৩০ লাখ ১৫ হাজার ৮’শ ৪৪ টাকা জালালপুর ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্ট (সোনালী ব্যাংক, শাহজাদপুর শাখা, চলতি হিসাব নং- ৪২১৩৫৩৩০০৮৯৫৫ ) থেকে গায়েবের ঘটনা ঘটেছে। এ ঘটনা ফাঁস হলে সিরাজগঞ্জ এলজিএসপি-৩ এর ড্রিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) মোহাম্মদ আখতারুজ্জামান ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ায় তিনি বাদী হয়ে জালালপুর ইউপির সাবেক সচিব এস এম জিয়াউল করিম (৪১) ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদসহ সোনালী ব্যাংক শাহজাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার এমদাদুল হাসান জুয়েল, ইউপি সচিব শুভজিৎ রায় ও মহিলা ইউপি সদস্য সাহেলা বেগমকে স্বাক্ষী করা হয়েছে। আইনজীবীর মতে, ‘ইউপি চেয়ারম্যান, সচিব ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যের যৌথ স্বাক্ষরে পরিচালিত জালালপুর ইউপির ব্যাংক হিসাব থেকে গত দেড় বছরের বিভিন্ন সময়ে ১’শ ২৯ টি যৌথ স্বাক্ষরিত চেকের মাধ্যমে ৩০ লক্ষাধিক সরকারি টাকা আত্মসাতের ঘটনায় চেকে স্বাক্ষরকারী ইউপি চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্য কোন ভাবেই এ চুরির দায় এড়াতে পারেন না।’ থানায় দায়েরকৃত এজাহারসূত্রে প্রকাশ, ‘গত ১৭ সেপ্টম্বর দুপুরে বাদী মোহাম্মদ আখতারুজ্জামান জালালপুর ইউনিয়ন পরিষদ নিয়মিত পরিদর্শনকালে ক্যাশবই যাচাইকালে হিসাবে অসঙ্গতি দেখতে পেয়ে সোনালী ব্যাংক শাহজাদপুর শাখায় খোঁজ নিয়ে জানতে পারেন উক্ত ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে মোট বরাদ্দের ৩০ লাখ ১৫ হাজার ৮’শ ৪৪ টাকার মধ্যে মাত্র ৮ টাকা জমা রয়েছে। গত ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ এ দুই অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে দুই কিস্তিতে মৌলিক থোক বরাদ্দকৃত ১৫ লাখ একান্ন হাজার ৮’শ ৮২ টাকা ও ১৪ লাখ ৬৩ হাজার ৯’শ বাষট্টি টাকাসহ সর্বমোট টাকা ৩০ লাখ ১৫ হাজার ৮’শ ৪৪ টাকা সাবেক সচিব এস এম জিয়াউল করিম অজ্ঞাত লোকদের সহায়তায় গত ২০১৯ সালের ৭ মার্চ থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে জালালপুর ইউপির ব্যাংক একাউন্টের ১’শ ২৯ টি চেকের মাধ্যমে উত্তোলন করে সোনালী ব্যাংক শাহজাদপুর শাখায় সাবেক সচিবের নিজ নামীয় সঞ্চয়ী হিসাবে (নং-৪২১৩৪৩৪১৩৩৯০১) স্থানান্তর করে আত্মসাৎ করেছেন। বিষয়টি তাৎক্ষণিক ভাবে বাদী মোহাম্মদ আখতারুজ্জামান স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালককে (যুগ্ম সচিব) মোবাইল ফোনে অবহিত করেন। সেইসাথে তদন্তকাজ শেষ করে ঘটনার সাথে জড়িত ইউপি সচিব ও অজ্ঞাতদের কাছ থেকে জরুরি ভিত্তিতে তছরূপকৃত সরকারি অর্থ উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়াও বাদী এজাহারের অনুলিপি স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালকে (যুগ্ম সচিব), সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করেন।’ এ বিষয়ে জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জানান,‘আমার স্বাক্ষর জাল করে সাবেক সচিব টাকাগুলো তার নিজ ব্যাংক একাউন্টে স্থানান্তর করে আত্মসাত করেছেন।’ গতকাল রোববার দুপুরে এ বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,‘জাল স্বাক্ষরের কোন আলামত পাওয়া যায়নি। জাল স্বাক্ষরের মাধ্যমে টাকা উত্তোলনের কোন সুযোগ নেই। সংশ্লিষ্টদের স্বাক্ষর যাচাই করে নিশ্চিত হবার পরই টাকা প্রদান করা হয়েছে।’ এদিকে, প্রায় দেড় বছর সময় ধরে জালালপুর ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন ও আত্মসাতের বিষয়টি জানাজানি হলে ইউনিয়নবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানিয়েছেন তারা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...