

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা ও বালিয়াটা গ্রামের দু’দল গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে এক শালিশ বৈঠক কে কেন্দ্র করে ১ ঘন্টা ব্যাপি এ হামলা সংঘর্ষ চলাকালে দুই পুলিশ, নারী ও বৃদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ সংঘর্ষের সময় জগতলা গ্রাম রণক্ষেত্রে পরিনত হয়। উভয় পক্ষই দেশীয় অস্ত্র-সস্ত্র, রামদা, লাঠি, ফালা, হলঙ্গা, টেটা নিয়ে এ সংঘর্ষে ঝাপিয়ে পরে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার এক দল পুলিশ ১ রাউন্ড গুলি ছুড়ে ও মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় কনস্টেবল এনামুল হক ও আক্কাস আলী ইটের আঘাতে আহত হয়। এ সংঘর্ষের আহত গ্রামবাসীদের মধ্যে জামাল উদ্দিন, কামাল উদ্দিন, বাবলু মিয়া,আলমগীর হোসেন, সাহেব আলী, কালু মিয়া, ইদ্রিস আলী, আব্দুল কায়েম, শীতল শেখ, আলামিন হোসেন, রফিক, লাল চাঁন, পলাশ, ছাত্তার, মাজেদা খাতুন, আনজু খাতুন, রজিনা খাতুন, আল্লাদী খাতুন, রোকেয়া খাতুন, নাছির উদ্দিন, আমজাদ হোসেন, সুজন মিয়া, শহিদুল ইসলাম, নূর ইসলাম, আবতাব হোসেন, চাঁন সরদার, ঠান্ডু মিয়া, লিটন, আকবার আলী, মনিরুল ইসলাম, ফকির চাঁন, কোরবান আলী, মোশারফ হোসেন কে শাহজাদপুর, বেড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় পাওনা টাকা ও নৌকা চালনা নিয়ে এ দুই গ্রামবাসীর মধ্যে কিছু দিন ধরে বিবাদ চলে আসছিল। এ ঘটনা মিমাংশার উদ্দেশ্যে এ দিন সকালে এক শালিশ বৈঠক বসে। এ শালিশের রায় মন মত না হওয়ায় গ্রাম প্রধানদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় গ্রামবাসীর মধ্যে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও এসআই ফরিদুল ইসলাম বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। আর যাতে সংঘর্ষ না হতে পারে সে জন্য ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে হামলা সংঘর্ষের আশংকায় নারী ও শিশুরা আতংকে রয়েছে।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা
ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

রাজনীতি
শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

ধর্ম
ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?
শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

আইন-অপরাধ
১৯০ বিঘা খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত ১০
শাহজাদপুরে খাস খতিয়ানের ১শ' ৯০ বিঘা জমির দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ মদিন মোল্লা (৫৫) নামের ১ জন নিহত ও উভয়