শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের বড়ালনদী তীরে বিসিআইসির প্রায় ৪৫ হাজার মেট্টিকটন ইউরিয়া সার উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১৪ টি বাফার গুদামে সরবরাহের জন্য স্তুপ করে রাখা হয়েছে। লাগাতার হরতাল অবরোধে সারবাহী একাধিক ট্রাকে দূর্বৃত্তদের পেট্রোলবোমা হামলার ঘটনায় নিরাপত্তার অভাবে সার পরিবহনে ড্রাইভার-হেলপারদের মধ্যে অনিহা সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কিছু সংখ্যক ট্রাক চললেও অধিকাংশ ড্রাইভার-হেলপার ট্রাক চালাতে রাজি হচ্ছেনা । এ কারনে বাঘাবাড়ী বন্দর এলাকায় ও বড়ালনদী তীরে সারের এ বিশাল স্তুপ সৃষ্টি হয়েছে। চলতি সেচ মৌসুমের ইরি-বোরো আবাদে উত্তরবঙ্গের ১৬ জেলার কৃষকদের সারের চাহিদা পূরণে চট্টগ্রাম থেকে নৌ পথে জাহাজযোগে বিদেশ থেকে আমদানীকৃত ও কাপকো’র ইউরিয়া সার বাঘাবাড়ী বন্দরে স্তুপ করে রাখা হয়। এরপর এখানথেকে ট্রাকযোগে উত্তরবঙ্গের ১৪ টি বাফার গুদামে সরবরাহ দেওয়া হয়। সেখান থেকে ডিলারদের মাধ্যমে এ সার কৃষকদের কাছে পৌছে দেওয়া হয়। কিন্তু ২০ দলীয়জোটের লাগাতার হরতাল অবরোধে ট্রাক স্বল্পতার কারনে বাঘাবাড়ী নৌবন্দরে সারের এ বিশাল স্তুপ সৃষ্টি হয়েছে বলে বাঘাবাড়ী বন্দরে কর্মরত বিসিআইসি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। এতে উত্তরবঙ্গের ১৬ জোলায় সার সরবরাহ বিঘ্নিত ঘটছে। অনেক স্থানে সার সরবরাহ না থাকার অজুহাতে অসাধু ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বস্তা প্রতি ৩০০/৪০০ টাকা বেশী দরে বিক্রি করছে। এতে কৃষকরা আর্থিক সংকটে পড়েছে। অর্থের জোগান দিতে না পাড়ায় অধিকাংশ কৃষক তাদের জমিতে ইরি-বোরোর চারা রোপন করতে পারছে না। ফলে উত্তরবঙ্গে এ বছর ইরি-বোরোর আবাদের লক্ষমাত্রা অর্জন না হওয়ার আশংকা দেখা দিয়েছে। শাহজাদপুর উপজেলার জয়পুরা গ্রামের আবু তালেব,গোপালপুর গ্রামের শাহজাহান আলী, গোপিনাথপুরের সুধীর সরকার জানান, গত কয়েকদিন ঘুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০/৪০০ টাকা বেশি দিয়ে কিছু সার কিনেছেন। এখনো তাদের আরও সারের প্রয়োজন হলেও অর্থাভাবে সার কিনতে না পাড়ায় অর্ধেক জমি অনাবাদি রয়েছে। এ সপ্তাহের মধ্যে চারা রোপন করতে না পারলে তাদের চরম ক্ষতির সম্মখিন হতে হবে। এ ব্যাপারে বিসিআইসির উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে সার মনিটরিং অফিসার শামীম আকতার বলেন, এ প্রতিকূল অবস্থার মধ্যেও প্রতি বছরের ন্যায় এবারেও সার সরবরাহ অব্যাহত রয়েছে। এ কয়েকদিন ৬০ থেকে ৭০ টি ট্রাকযোগে ৮০০ থেকে ১ হাজার মেট্টিকটন ইউরিয়া সার বাঘাবাড়ী বন্দর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় সরবরাহ করা হচ্ছে। গত ৩/৪ দিনধরে প্রতিদিন ৫ হাজার মেট্টিকটন সার উত্তরবঙ্গে সরবরাহ করা হচ্ছে। ফলে সারের কোথাও কোন সংকট নেই। বাঘাবাড়ী বন্দরে সার স্তুপ রাখার ব্যাপারে তিনি বলেন, এটি স্বাভাবিক প্রক্রিয়া। এক আসছে এক যাচ্ছে এটা কোন সমস্যা নয়। তিনি আরও বলেন, এখন ট্রাকেরও কোন স্বল্পতা নেই। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেন, কোথাও কোন সার সংকট নেই । কোথাও উচ্চ মূল্যে সার বিক্রির কোন অভিযোগ নেই। এমন অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাঘাবাড়ী বন্দর থেকে উত্তরবঙ্গগামী সারবাহী ট্রাক ড্রাইভার আমিরুল ইসলাম, কাদের মিয়া, আব্দুল জব্বার ও রোকন দৌলা জানান, পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই ট্রাক চালাচ্ছি। বেশ কিছুদিন বসে থাকায় সংসারে অভাব অনটন দেখা দিয়েছে। তাই বাধ্য হয়েই ট্রাক নিয়ে বের হয়েছি। তারা আরও জানান, সার নিয়ে যাওয়ার সময় পুলিশ প্রহরার ব্যবস্থা থাকলেও ফিরতি সময়ে পুুলিশ প্রহরার ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ফিরতে হচ্ছে । তারা ফিরতি পথেও পুলিশ প্রহরার দাবি জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত
অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...
আন্তর্জাতিক
কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
সম্পাদকীয়
সব কাপুরুষের দল
মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। ব...
তথ্য-প্রযুক্তি
টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সাবসক্রিপশন মডেল চালুর কথা ভাবছে টুইটার। এতে ব্যবহারকারীকে নির্দিষ্...
তথ্য-প্রযুক্তি
চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’
তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিন...
