শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
07 শাহজাদপুর সংবাদ ডটকমঃ ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিয়েছেন ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি তার হবু স্ত্রীর নাম-ধাম না বললেও শ্বশুরালয় যে কুমিল্লা, তা জানাতে ভোলেননি। এরপরই কুমিল্লায় শোরগোল শুরু হয়। হবু স্ত্রীর খোঁজ-খবরে ব্যস্ত হয়ে পড়ে গণমাধ্যমকর্মীরা। অবশেষে কুমিল্লার চান্দিনায় মন্ত্রীর শ্বশুরালয়ের সন্ধান পাওয়া গেছে। একই সঙ্গে তার হবু স্ত্রী সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মীরাখোলা গ্রামে রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ে করতে যাচ্ছেন। তার হবু স্ত্রী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। মন্ত্রীর হবু স্ত্রীর চাচাতো ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবদুল মবিন মুন্সীসহ একাধিক সূত্রে জানা গেছে, রেলমন্ত্রী মীরাখোলা গ্রামের মুন্সী বাড়ির মরহুম আবদুল হামিদ উল্লাহ মুন্সীর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। কনের নাম হনুফা আক্তার রিক্তা। তার বয়স ৩২। মরহুম আবদুল হামিদ উল্লাহ মুন্সীর দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে রিক্তা সবার ছোট। রিক্তা এলাকা থেকে ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পাস করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। একই সঙ্গে তিনি এলএলবি পড়াশোনাও শেষ করে বর্তমানে ঢাকা শিক্ষাবোর্ডে চাকরি করছেন বলে জানা গেছে। রিক্তার বড় ভাই নাছির উদ্দিন মুন্সী দুবাই প্রবাসী। ছোট ভাই আলাউদ্দিন মুন্সী সম্প্রতি মালদ্বীপ থেকে দেশে এসেছেন। বড় বোন শাহানারা আক্তার গৃহিনী। বিয়ে হয়েছে চান্দিনার গল্লাই মুন্সী বাড়িতে। তার স্বামী পুলিশে চাকরি করেন। মেজো বোন হাজেরা আক্তার গৃহিনী। বিয়ে হয়েছে একই গ্রাম মীরাখোলা। তার স্বামী এলাকায় সম্ভ্রান্ত গৃহস্থ বলে পরিচিত। সেজো বোন শিরিন আক্তার। বিয়ে হয়েছে বুড়িচং উপজেলার কাবিলা গ্রামের এক প্রবাসীর সঙ্গে। আর চতুর্থ বোন মুক্তা আক্তারের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী নবাবপুর গ্রামের এক প্রবাসীর সঙ্গে। কনের ভাই আলাউদ্দিনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মুন্সী বাড়ির প্রতিবেশীরা এখানেই রেলমন্ত্রী বিয়ে করছেন বলে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানায়, প্রায় তিন বছর আগে হনুফা আক্তার রিক্তা মীরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে চাকরির বিষয়ে সুপারিশের জন্য রেলমন্ত্রী (তৎকালীন হুইপ) মুজিবুল হকের কাছে যান। এরপর থেকে তারা পরিচিত হন এবং মন্ত্রীর সঙ্গে রিক্তার এই সম্পর্ক এখন অব্দি রয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বিয়ের খবর শুনে জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, মন্ত্রী মহোদয় একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। খবরে আমরা আনন্দিত। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রেলমন্ত্রীর বিয়ে নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, রেলমন্ত্রী মুজিবুল হক মন্ত্রিপাড়ায় বাসা বরাদ্দের আবেদন করেছেন মূলত স্থায়ীভাবে সংসার করার জন্য। বৈঠকে মন্ত্রীদের পক্ষ থেকে রেলমন্ত্রীকে বলা হয়- বিয়ে উপলক্ষে এক বা দুদিনের অনুষ্ঠান করলে হবে না। কমপক্ষে চারদিনের অনুষ্ঠান করতে হবে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের এই প্রসঙ্গে যোগ দেন। তিনি বলেন, এতদিন ট্রেনের ইঞ্জিন ছিল। এবার ইঞ্জিনের সঙ্গে বগিও যুক্ত হচ্ছে। এতে মন্ত্রিসভায় উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। পরের দিন মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে রেলমন্ত্রী মুজিবুল হক নিজ মুখে বিয়ের ঘোষণা দেন। তিনি বলেন, ইনশাল্লাহ, বিয়ে করতে যাচ্ছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের অনুষ্ঠান ঢাকা ও কুমিল্লায় হবে। তিনি জানান, কন্যা মাস্টার্স শেষ করেছেন। আইনে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। দেখতে ফর্সা। বাড়ি কুমিল্লায়। তিন বছর ধরে তারা পরিচিত। হবু বউয়ের পরিচয় সম্পর্কে তিনি বলেন, ‘গ্রামের সহজ-সরল সাদা-সিধে মেয়ে, ধীরে ধীরে সব জানতে পারবেন। মাস্টার্স পাস করে আইনেও পড়েছেন, তো বয়স বুঝতেই পারছেন।’ তিনি আরো বলেন, ‘পাত্রী পরহেজগার, বোরকা ছাড়া চলে না। ভাল পরিবারের মেয়ে। তার বাড়ি কুমিল্লায়। এর বেশি বলা যাবে না।’ এর আগে চলতি বছরের ৩ মার্চ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদ অধিবেশনে স্বতন্ত্র এমপি হাজি মো. সেলিম মুজিবুল হককে ‘চিরকুমার’ সম্বোধন করলে তিনি তাতে আপত্তি জানান। স্বতন্ত্র এমপিদের জোটের নেতা হাজি সেলিম (ঢাকা-৭) সংসদে সম্পূরক প্রশ্ন করার সময় কবি হেলাল হাফিজের একটি কবিতার লাইন ভুলভাবে আবৃত্তি করেন। কবিতার লাইন থেকে ‘যুদ্ধে যাওয়ার’ শব্দটি বাদ দিয়ে তিনি বলেন, ‘এখন যৌবন যার শ্রেষ্ঠ সময় তার।’ এরপর রেলমন্ত্রীর উদ্দেশে সেলিম বলেন, ‘তিনি চিরকুমার হিসেবেই বেশি পরিচিত।’ এরপর তিনি সম্পূরক প্রশ্নটি করেন। প্রশ্নের জবাব দিতে গিয়ে শুরুতেই রেলমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য প্রশ্ন উত্থাপনের আগে আমাকে চিরকুমার বলে উল্লেখ করেছেন। আমি মনে করি এটা বলা ঠিক হবে না, এটা আপাতত...।’ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে ১৯৪৭ সালের ৩১ মে জন্মগ্রহণ করেন মুজিবুল হক। তথ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৯৬৬ সালের ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মুজিবুল হক। ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মন্ত্রী হিসেবে শপথ নিয়ে ১৫ সেপ্টেম্বর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মুজিবুল হক। ২০১৩ সালের ২১ নভেম্বর পুনঃবণ্টনকৃত মন্ত্রিপরিষদে মুজিবুল রেলপথ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের এবারের মেয়াদেও গত ১২ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান কুমিল্লা-১১ আসনের এমপি।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/06/2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ...

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

অপরাধ

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে দুটি টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণলংক...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

শাহজাদপুরে ডি টি সি মাদকাসক্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে ডি টি সি মাদকাসক্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফারুক হাসান কাহার ঃ ডি টি সি মাদকাসক্তি নিরাময় কেন্দের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে...