বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে মোহাম্মদ মিজানুর রহমান (১৯) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে। এ ঘটনার আগে মৃত মিজানুর তার ফেসবুক অ্যাকাউন্টে শেষ একটি স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসটি পড়ে বোঝা গিয়েছে, যে বড় কষ্ট পেয়ে সে স্ট্যাটাসটি লিখে গিয়েছে। তার প্রেমিকার কথা তুলে ধরে সেখানে তার কষ্টের কথা বলেছে।

মিজানুরের বন্ধু মাহমুদুন্নবী জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেওয়া এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিজানুরের। প্রায় ছয় মাস আগে মেয়েটির বিয়ের প্রস্তাব আসে। তখন থেকেই দু’জনের সম্পর্কের অবনতি হতে থাকে। এরপর শুক্রবার মেয়েটির বিয়ে হয়ে যায়।

মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী জানান, এজিবি কলোনির ৪৮/৪/এফ-৪ নম্বর বাসার দোতলায় সাবলেট থাকতেন ১৯ বছর বয়সী মিজানুর। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। প্রেম সংক্রান্ত জটিলতার জের ধরে তিনি শুক্রবার রাতে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ‘এজিবি কলোনির একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন মিজানুর ও তার বন্ধু হিমেল। ঈদের ছুটি কাটাতে দু’জনে গ্রামের বাড়িতে যান। ঈদের পর মিজানুর ফিরলেও হিমেল ফিরে আসেননি। তাই নিজের ঘরে তিনি ছিলেন একা। মোবাইল ফোনের কললিস্ট অনুযায়ী রাত সাড়ে ১২টার পর তার সঙ্গে কারো যোগাযোগ হয়নি। পরে শনিবার সকালে বাড়ির মালিক মিজানুরের ঘরের জানালা দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এতে ধারণা করা যায়, গভীর রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেন।’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী মাহমুদন্নবী আরও বলেন, মিজানুর কাউকে কিছু বুঝতে দেয়নি।

ঈদের পর ২৩ জুলাই বাড়ি থেকে ফেরার পর মিজানুর ২৪ জুলাই রাত ১১ টা ১৭ মিনিটে তার ফেসবুকে লেখেন :

বন্ধুরা, মেয়েদের সঙ্গে প্রেম করো না। তারা ভাল ছেলে পেয়ে বিয়ে করে চলে যায়।

মিজানুরের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে বাংলা ভার্সনে ইংরেজি অক্ষরে তার শেষ স্ট্যাটাসে লেখা ছিল-

123

‘বন্ধুরা তোমাদের সকলের জন্য আমার এই স্ট্যাটাস… জানি আমাদের মধ্যে অনেকেই প্রেম করে… কিন্তু সবাই জানে না এর শেষ পরিণতি কি??? আমি জানি শুনবা তোমরা??? শোন আর না শোন আমি বলব… তোমার সাথে মেয়েটির সেই প্রেম চলছে… হঠাৎ যদি মেয়েটার ভালো একটি বিয়ে আসে, তখন সে তোমায় ভুলে যাবে… তুমি যদি কোন কিছু করতে চাও তখন সে সবাইকে হাসি মুখে বলবে, আমি এই ছেলেকে চিনি না… এইটা ২০০% সিওর… তোমরা কেউ ব্যপারটা জানো কি জানো না, আমি সেটা আজ জানলাম।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান। ভবিষ্যতে ঐতিহাসিক মসজিদ হতে পারে কালিয়া হরিপুর ইউনিয়নে অবস...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

অপরাধ

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধসমৃদ্...

ডিএসসিসির মেয়র ইশরাক, ইসির গেজেট জারি

বাংলাদেশ

ডিএসসিসির মেয়র ইশরাক, ইসির গেজেট জারি

আজ সেখান থেকে ইতিবাচক সম্মতি পেয়ে সিইসি তার কক্ষে অন্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে সভা করে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত ন...

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

খেলাধুলা

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে আরভিন বলেন, ‘আমাদের উচিত হবে পুরো বিষয়টিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এরপর নিজেদের প্রক্র...