রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে মোহাম্মদ মিজানুর রহমান (১৯) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে। এ ঘটনার আগে মৃত মিজানুর তার ফেসবুক অ্যাকাউন্টে শেষ একটি স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসটি পড়ে বোঝা গিয়েছে, যে বড় কষ্ট পেয়ে সে স্ট্যাটাসটি লিখে গিয়েছে। তার প্রেমিকার কথা তুলে ধরে সেখানে তার কষ্টের কথা বলেছে।
মিজানুরের বন্ধু মাহমুদুন্নবী জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেওয়া এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিজানুরের। প্রায় ছয় মাস আগে মেয়েটির বিয়ের প্রস্তাব আসে। তখন থেকেই দু’জনের সম্পর্কের অবনতি হতে থাকে। এরপর শুক্রবার মেয়েটির বিয়ে হয়ে যায়।
মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী জানান, এজিবি কলোনির ৪৮/৪/এফ-৪ নম্বর বাসার দোতলায় সাবলেট থাকতেন ১৯ বছর বয়সী মিজানুর। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। প্রেম সংক্রান্ত জটিলতার জের ধরে তিনি শুক্রবার রাতে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ‘এজিবি কলোনির একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন মিজানুর ও তার বন্ধু হিমেল। ঈদের ছুটি কাটাতে দু’জনে গ্রামের বাড়িতে যান। ঈদের পর মিজানুর ফিরলেও হিমেল ফিরে আসেননি। তাই নিজের ঘরে তিনি ছিলেন একা। মোবাইল ফোনের কললিস্ট অনুযায়ী রাত সাড়ে ১২টার পর তার সঙ্গে কারো যোগাযোগ হয়নি। পরে শনিবার সকালে বাড়ির মালিক মিজানুরের ঘরের জানালা দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এতে ধারণা করা যায়, গভীর রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেন।’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী মাহমুদন্নবী আরও বলেন, মিজানুর কাউকে কিছু বুঝতে দেয়নি।
ঈদের পর ২৩ জুলাই বাড়ি থেকে ফেরার পর মিজানুর ২৪ জুলাই রাত ১১ টা ১৭ মিনিটে তার ফেসবুকে লেখেন :
বন্ধুরা, মেয়েদের সঙ্গে প্রেম করো না। তারা ভাল ছেলে পেয়ে বিয়ে করে চলে যায়।
মিজানুরের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে বাংলা ভার্সনে ইংরেজি অক্ষরে তার শেষ স্ট্যাটাসে লেখা ছিল-
‘বন্ধুরা তোমাদের সকলের জন্য আমার এই স্ট্যাটাস… জানি আমাদের মধ্যে অনেকেই প্রেম করে… কিন্তু সবাই জানে না এর শেষ পরিণতি কি??? আমি জানি শুনবা তোমরা??? শোন আর না শোন আমি বলব… তোমার সাথে মেয়েটির সেই প্রেম চলছে… হঠাৎ যদি মেয়েটার ভালো একটি বিয়ে আসে, তখন সে তোমায় ভুলে যাবে… তুমি যদি কোন কিছু করতে চাও তখন সে সবাইকে হাসি মুখে বলবে, আমি এই ছেলেকে চিনি না… এইটা ২০০% সিওর… তোমরা কেউ ব্যপারটা জানো কি জানো না, আমি সেটা আজ জানলাম।’
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী
আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...
মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর
আব্দুল মতিন ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবুলিয়া গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।... পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ... ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...জাতীয়
সিরাজগঞ্জের ভাষা সৈনিক আবদুল মতিন স্মরণে
নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প
সম্পাদকীয়
এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি
লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...
শাহজাদপুর
শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের