বাঘাবাড়ী থেকে ঢাকায় দুধ সরবরাহ ১ দিন বন্ধঃ বিভিন্ন স্থানে তরলদুধের কৃত্রিম সংকট।
শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার সকাল থেকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার চাকুরী চ্যুত কর্মচারীদের চাকুরীতে পূনর্বহালের দাবীতে অনির্দিষ্টকালের আন্দোলন স্থগিত করা হয়েছে। সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা তাদের ফিরিয়ে দিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা এ আন্দোলন স্থগিত ঘোষনা করে। ৩১ আগস্ট রোববার থেকে মিল্কভিটার চাকুরীচ্যূতরা চাকুরী পূনর্বহালের দাবীতে অনির্দিষ্টকালের জন্য বাঘাবাড়ী মিল্কভিটা কারখানায় এ আন্দোলন শুরু করে। এ দিন তারা বাঘাবাড়ী মিল্কভিটা গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এছাড়া মিল্কভিটার তরল দুধ পরিবহনকারী ট্যাংকলীর ঢাকায় গমনে বাধা প্রদান করে। ফলে এদিন শাহজাদপুর থেকে ঢাকায় মিল্কভিটার তরল দুধ সরবরাহ বন্ধ থাকে। এতে মিল্কভিটার প্রায় সাড়ে তিন লাখ লিটার তরল দুধ নিয়ে ১৬ টি গাড়ী বাঘাবাড়ীতে আটকা পড়ে। এ দিন তরল দুধ সরবরাহ বন্ধ থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জরুরী শিশু খাদ্য তরল দুধের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। এই বিপুল পরিমান দুধ সরবরাহ দিতে না পেরে বাঘাবাড়ী মিল্কভিটা কর্তৃপক্ষ চরম বেকায়দায় পরে। আন্দোলনকারীরা এ দিন মিল্কাভটার দুধ সরবরাহ বন্ধ করে দিলেও কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ করে নি। ফলে দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী কৃষকেরা বিনা বাধায় এদিন মিল্কভিটায় দুধ সরবরাহ করে। ফলে বাঘাবাড়ী মিল্কভিটার তরলদুধের ধারনক্ষমতা পূর্ণ হওয়ায় অতিরিক্ত দুধ ফেরত দিতে বাধ্য হয়। ফেরতকৃত দুধ নিয়ে কৃষকেরা এ দিন চরম বিপাকে পরে। তারা বিভিন্ন হাট-বাজার ও পথে-ঘাটে ফেরি করে কম দামে দুধ বিক্রি করে। ফলে কৃষকেরা ৫০ টাকা লিটারের দুধ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে বাধ্য হয়। বিষয়টি সমবায় মন্ত্রনালয় পর্যন্ত গড়ালে সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা তাৎক্ষনিকভাবে আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের চাকুরীতে পূনর্বহালের বিষয়ে দ্রুত আলোচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা এ আন্দোলন স্থগিত করে। আন্দোলনকারীরা জানায়, বিগত তত্বাবধায়ক সরকারের আমলে অতিরিক্তি ও অবৈধ নিয়োগের অজুহাতে মিল্কভিটার বিভিন্ন কারখানায় ৪০০ জন কর্মচারীকে চাকুরীচ্যূত করা হয়। পরবর্তী সময়ে চাকুরীচ্যূতদের অসহায় অবস্থা বিবেচনা করে এদের পূনর্বহালের সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক ধাপে ধাপে ২৭১ জনকে চাকুরীতে পূনর্বহাল করা হয়। বাকী ১২৯ জন চাকুরী ফেরত পাওয়ার উদ্দেশ্যে তদবির শুরু করে। এর মধ্যে বাঘাবাড়ী কারখানার ৬০ জন কর্মচারী স্থানীয় প্রভাবশালী এক নেতার মাধ্যমে জনপ্রতি ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৭২ লক্ষ টাকা মিল্কভিটা চেয়ারম্যান হাসিব খান তরুনকে উৎকোচ প্রদান করে। এরপরেও তাদের চাকুরী ফিরিয়ে না দেওয়ায় গত ১৯ আগষ্ট তারা প্রথম দফা বাঘাবাড়ী মিল্কভিটা চত্বরে আন্দোলন শুরু করে। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে মিল্কভিটা কর্তৃপক্ষ চাকুরী ফিরিয়ে দিতে ৩০ আগষ্ট পর্যন্ত সময় নেয়। গত শনিবার এ সময় পার হয়ে গেলেও চাকুরী ফিরে না পাওয়ায় তারা গত ৩১ আগস্ট রোবাবার সকাল থেকে দ্বিতীয় দফা এই লাগাতার আন্দোলন কর্মসূচী শুরু করে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান তরুনের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে বাঘাবাড়ী মিল্কভিটা কারখানা ম্যানেজার ডাঃ ইদ্রিস আলীর কাছে মোবাইল ফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, উৎকোচ প্রদানের বিষয়টি তার জানা নেই। এটা কতটুকু সত্য তাও তিনি কিছু বলতে পারবেন না বলে জানান। এ আন্দোলন চলা কালে বিক্ষোভকারীরা মিল্কভিটা গেটে অবস্থান নিয়ে এক সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম স্বপন। বক্তব্য রাখেন, শাহ আলম, সাইদুর রহমান বাবলু, আজমত আলী, জহুরুল ইসলাম, মোক্তার হোসেন প্রমূখ। বক্তারা অবিলম্বে তাদের চাকুরীতে পূনর্বহালের জোর দাবী জানান। # মোঃ মুমীদুজ্জামান জাহান শাহজাদপুর প্রতিনিধি তারিখঃ ০১-০৯-২০১৪ ইং।সম্পর্কিত সংবাদ
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা
এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...
বাংলাদেশ
১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু
মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
শাহজাদপুর
শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...
জাতীয়
করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৬ জন, নতুন শনাক্ত ৯৩০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্...