বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের প্রত্যন্ত এক পল্লী আগনুকালী গ্রামের সফল ও দেশের একমাত্র মডেল পাখির অভ্যয়শ্রমের মালিক মামুন বিশ্বাস প্রত্যন্ত এক গাঁওগেরামে থেকে দেশের পরিবেশের জন্য রীতিমতো উজ্জ্বল ও অনুপম নজির স্থাপন করেছেন। তিনি তার বুদ্ধিমত্তা আর নিয়মিত সঠিক তদারকীর ফলে তার মডেল পাখির অভ্যয়শ্রমে মাটির কলসে পাখি বাসা বেধেছেন। তার অভ্যয়শ্রমের পাখির বাচ্ছা উৎপন্নের পাশাপাশি পাখি দিয়ে পোকা দমন যাহা কৃষিপ্রধান এ দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ । মাটির কলসে পাখির অভ্যয়শ্রম তৈরী করে দেশবাসীর জন্য অত্যন্ত ভালো একটি সংবাদ নিয়ে এসেছেন। বিশেষজ্ঞ মহলের মতে,‘সরকারি ভাবে প্রতিটি গ্রামে পাখির অভ্যয়শ্রম তৈরি করতে প্রয়োজনীয় অর্থ ঋণসহায়তাসহ ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচী গ্রহন করা হলে রাতারাতি পাল্টে যাবে দেশের পরিবেশ অর্থনীতির চিত্র। মামুন বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ মাসে ৮০০ গাছে এ রকম মাটির কলস ও চড়ুই পাখির জন্য বাঁশের চোঙা বেঁধে দিয়েছেন তাঁরা। শুরু হয়েছে প্রজনন-প্রক্রিয়াও। গ্রামটি যেন এখন পাখিদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। পাখিপ্রেমিক মামুন বিশ্বাসের চেষ্টায় এ গ্রামে ধীরে ধীরে গড়ে উঠছে পাখির অভয়াশ্রম। নিজ অর্থায়নে তিনি পাখিদের জন্য ঘরসংসার গড়ে দিচ্ছেন। মামুনের এই কাজে তাঁকে সহায়তা করছেন বন্ধু ইমন, সবুজ,শাহীন, সুজন, নবী, আজিজুল। মামুনের এমন ব্যতিক্রমী কাজে মুগ্ধ গ্রামবাসীসহ আশপাশের লোকজন। গতকাল বিকেলে মামুন বিশ্বাসের পাখির অভ্যয়শ্রম দি র্বাড সেফটি হাউজ পরিদর্শনকালে আলাপহয় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সাথে। আলাপকালে তিনি এ প্রতিনিধিকে জানান,‘কৃষিপ্রধান এ দেশের জন্য এবং কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য ফসলী জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাষকের ব্যবহার কমিয়ে এনে পাখি দিয়ে পোকা দমনের জন্য কৃষকদের উদ্ধুদ্ধ করে তুলতে হবে। পাঁচটি মাটির কলস দিয়ে শুরু করে তিনি এখন পরিবেশের জন্য একজন সফল উদ্যোক্তা। সফল হবেন, এমন কোনো লক্ষ্য নির্ধারণ করে পাখির জন্য কাজ শুরু করেননি মামুন। ১০-১২-২০১৪ সালে কথা সে সময়গুলোর কথা উঠতেই মামুন বিশ্বাসের চেহারায় দৃঢ়তা। বললেন, ‘দিনে ১২ ঘণ্টা করে কাজ করতাম। সকাল আটটায় কাজ শুরু হতো, ফিরতাম সন্ধ্যায় ৬টার দিকে। কোনো দিন কাজে অবহেলা করিনি। শুরুতে অনেক দূর যেতে হবে এমন লক্ষ্য ছিল না, তবে যখন পাখিকে ভালোবেসে ফেললাম, তখন স্থির করলাম একটা পর্যায়ে যেতে হবে।’ মামুন আরও জানান, পাখি সংরক্ষণ, প্রজনন ও নিরাপদ বাসস্থান গড়ে তোলার লক্ষ্যে ‘দি বার্ড সেফটি হাউজ’ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। মানুষকে সচেতন করতে এলাকায় লাগানো হয়েছে বেশ শত শত ব্যানার।চলে স্কুলে স্কুলে সচেতন মূলক সভা সেমিনার আর পাখি শিকারীদের ধরা । সব সময় সবাই সজাগ থাকে কেউ যেন পাখি শিকার করতে না পারে। পৃষ্ঠপোষকতা পেলে শাহজাদপুর উপজেলাজুড়ে পাখির নিরাপদ বাসস্থান গড়ে তুলবেন বলে তিনি জানান। রাজশাহী বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগের বন কর্মকর্তা বলেন, আগনুকালী গ্রাম নদীর পাশে। ওই গ্রামটি পাখির জন্য অত্যন্ত উপযোগী। পাখির জন্য অভয়াশ্রম সৃষ্টির এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এ বিষয়ে তাঁদের উৎসাহিত করা হচ্ছে। মামুনের এই কাজে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন তাঁর বাবা মাহবুবুল হোসেন ও বড় ভাই মুক্তা বিশ্বাস।পাখিপ্রেমিক মামুন বিশ্বাস একজন ব্যবসায়ী। পাশাপাশি শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

সম্পর্কিত সংবাদ

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

শাহজাদপুরে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ! নিহত ১

অপরাধ

শাহজাদপুরে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ! নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাস খতিয়ানের ১৯০ বিঘা জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্...

শাহজাদপুরে টেম্পু-ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত

শাহজাদপুরে টেম্পু-ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত

নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার মাদলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার সকালে সিএনজি টেম্পুর সাথে তেলবাহি ট্যাংক...

শাহজাদপুর ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিং বডির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শাহজাদপুর ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিং বডির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মোঃ শফিকুল ইসলাম ফারুক,শাহজাদপুর শাহজাদপুর উপজেলার ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে গভনিং বড...