মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের প্রত্যন্ত এক পল্লী আগনুকালী গ্রামের সফল ও দেশের একমাত্র মডেল পাখির অভ্যয়শ্রমের মালিক মামুন বিশ্বাস প্রত্যন্ত এক গাঁওগেরামে থেকে দেশের পরিবেশের জন্য রীতিমতো উজ্জ্বল ও অনুপম নজির স্থাপন করেছেন। তিনি তার বুদ্ধিমত্তা আর নিয়মিত সঠিক তদারকীর ফলে তার মডেল পাখির অভ্যয়শ্রমে মাটির কলসে পাখি বাসা বেধেছেন। তার অভ্যয়শ্রমের পাখির বাচ্ছা উৎপন্নের পাশাপাশি পাখি দিয়ে পোকা দমন যাহা কৃষিপ্রধান এ দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ । মাটির কলসে পাখির অভ্যয়শ্রম তৈরী করে দেশবাসীর জন্য অত্যন্ত ভালো একটি সংবাদ নিয়ে এসেছেন। বিশেষজ্ঞ মহলের মতে,‘সরকারি ভাবে প্রতিটি গ্রামে পাখির অভ্যয়শ্রম তৈরি করতে প্রয়োজনীয় অর্থ ঋণসহায়তাসহ ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচী গ্রহন করা হলে রাতারাতি পাল্টে যাবে দেশের পরিবেশ অর্থনীতির চিত্র। মামুন বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ মাসে ৮০০ গাছে এ রকম মাটির কলস ও চড়ুই পাখির জন্য বাঁশের চোঙা বেঁধে দিয়েছেন তাঁরা। শুরু হয়েছে প্রজনন-প্রক্রিয়াও। গ্রামটি যেন এখন পাখিদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। পাখিপ্রেমিক মামুন বিশ্বাসের চেষ্টায় এ গ্রামে ধীরে ধীরে গড়ে উঠছে পাখির অভয়াশ্রম। নিজ অর্থায়নে তিনি পাখিদের জন্য ঘরসংসার গড়ে দিচ্ছেন। মামুনের এই কাজে তাঁকে সহায়তা করছেন বন্ধু ইমন, সবুজ,শাহীন, সুজন, নবী, আজিজুল। মামুনের এমন ব্যতিক্রমী কাজে মুগ্ধ গ্রামবাসীসহ আশপাশের লোকজন। গতকাল বিকেলে মামুন বিশ্বাসের পাখির অভ্যয়শ্রম দি র্বাড সেফটি হাউজ পরিদর্শনকালে আলাপহয় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সাথে। আলাপকালে তিনি এ প্রতিনিধিকে জানান,‘কৃষিপ্রধান এ দেশের জন্য এবং কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য ফসলী জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাষকের ব্যবহার কমিয়ে এনে পাখি দিয়ে পোকা দমনের জন্য কৃষকদের উদ্ধুদ্ধ করে তুলতে হবে। পাঁচটি মাটির কলস দিয়ে শুরু করে তিনি এখন পরিবেশের জন্য একজন সফল উদ্যোক্তা। সফল হবেন, এমন কোনো লক্ষ্য নির্ধারণ করে পাখির জন্য কাজ শুরু করেননি মামুন। ১০-১২-২০১৪ সালে কথা সে সময়গুলোর কথা উঠতেই মামুন বিশ্বাসের চেহারায় দৃঢ়তা। বললেন, ‘দিনে ১২ ঘণ্টা করে কাজ করতাম। সকাল আটটায় কাজ শুরু হতো, ফিরতাম সন্ধ্যায় ৬টার দিকে। কোনো দিন কাজে অবহেলা করিনি। শুরুতে অনেক দূর যেতে হবে এমন লক্ষ্য ছিল না, তবে যখন পাখিকে ভালোবেসে ফেললাম, তখন স্থির করলাম একটা পর্যায়ে যেতে হবে।’ মামুন আরও জানান, পাখি সংরক্ষণ, প্রজনন ও নিরাপদ বাসস্থান গড়ে তোলার লক্ষ্যে ‘দি বার্ড সেফটি হাউজ’ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। মানুষকে সচেতন করতে এলাকায় লাগানো হয়েছে বেশ শত শত ব্যানার।চলে স্কুলে স্কুলে সচেতন মূলক সভা সেমিনার আর পাখি শিকারীদের ধরা । সব সময় সবাই সজাগ থাকে কেউ যেন পাখি শিকার করতে না পারে। পৃষ্ঠপোষকতা পেলে শাহজাদপুর উপজেলাজুড়ে পাখির নিরাপদ বাসস্থান গড়ে তুলবেন বলে তিনি জানান। রাজশাহী বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগের বন কর্মকর্তা বলেন, আগনুকালী গ্রাম নদীর পাশে। ওই গ্রামটি পাখির জন্য অত্যন্ত উপযোগী। পাখির জন্য অভয়াশ্রম সৃষ্টির এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এ বিষয়ে তাঁদের উৎসাহিত করা হচ্ছে। মামুনের এই কাজে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন তাঁর বাবা মাহবুবুল হোসেন ও বড় ভাই মুক্তা বিশ্বাস।পাখিপ্রেমিক মামুন বিশ্বাস একজন ব্যবসায়ী। পাশাপাশি শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...