শনিবার, ০৪ মে ২০২৪

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মহাসড়কের পাশে কোরবানির পশুর কোনো হাট বসতে দেওয়া হবে না। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে কোরবানির হাট বসিয়ে যানজট সৃষ্টি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনা প্রবণ চারটি স্থানে সড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি চলাচলের ওপর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ফিটনেস বিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহনের জন্য নামানো হলে পরিবহন শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ২২টি মহাসড়কে তিন চাকার গাড়ী চলাচল বন্ধ ঘোষণার পর সড়ক দুর্ঘটনা কমে এসেছে। মনে রাখতে হবে, আগে হলো জীবন, তারপর জীবিকা। কিন্তু এ বিষয়ে মানুষের আবেগ রয়েছে। তারা ভাবছেন, তিন চাকার গাড়ী বন্ধ থাকলে গরিব চালকেরা জীবিকা নির্বাহ করবেন কিভাবে। এই আবেগ ভুলে যেতে হবে, কারণ জীবনের আগে জীবিকা নয়। জীবনকে জিম্মি রেখে জীবিকা নির্বাহ করতে দেওয়া হবে না। চন্দ্রা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দুর্ঘটনা ও যানজট প্রবণ। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চন্দ্রায় বাইলেন ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডিভাইডার স্থাপনের কাজ ১৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। উল্লেখ্য, দেশের অন্যতম সড়ক দুর্ঘটনা প্রবন এলাকা হিসেবে পরিচিত বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনা রোধে ৭ আগস্ট থেকে দুর্ঘটনা প্রবণ চারটি স্থানে সড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, সেতু বিভাগ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী এর আগে মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন এবং সঠিক কাগজপত্রসহ চালানো গাড়িচালকদের ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

খেলাধুলা

আইপিএলের ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড মুহিতের

মুুহিতের রেকর্ড খরুচে বোলিংয়ের ম্যাচে ৪ উইকেটে ২২৪ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৪ রানে হারে...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

সুরা আল ইমরানের বিষয়বস্তু

ধর্ম

সুরা আল ইমরানের বিষয়বস্তু

সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্...

উল্লাপাড়ায় ধানখেতে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় ধানখেতে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নয়জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে...