রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তারা হারিয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, “তখন আমাদের কিছুই থাকবে না।
শনিবার রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
মোহাম্মদ নাসিম বলেন, “শেখ হাসিনা না থাকলে জামায়াত-শিবিরের রাজত্ব কায়েম হবে। জামায়াত মুখোশধারী সন্ত্রাসী। তিনি বলেন, “শেখ হাসিনা না থাকলে আমরা হারিয়ে যাব। আমাদের কিছুই থাকবে না।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “আপনি পাঁচ বছর ধরে আন্দোলন করছেন। জামায়াতের কথায় আন্দোলন করে যাচ্ছেন। কী করেছেন। একটা হুংকার দিলেই তো আপনাদের খুঁজে পাওয়া যায় না।
নাসিম বলেন, “বেগম খালেদা জিয়া নির্বাচনের যে ট্রেন মিস করেছেন, তা ২০১৯ সালের আগে আর থামবে না। তাই রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত জোটকে প্রতিহত করা হবে।
গণফোরামের সভাপতি ড. কামালকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আপনি সংবিধান লিখেছেন। পাঁচ বছরের আগে আপনি নির্বাচন চাচ্ছেন। সংবিধানের কোথায় লেখা আছে যে পাঁচ বছরের আগে নির্বাচন করতে হবে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে গ্রহণযোগ্যতা পাবে না, তা কে বলেছে?
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান এমপি।
শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধরী এমপি প্রমুখ।
অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে মহানগরীর পাঁচটি সাংগঠনিক থানা ও ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডে মোট ৩৯৫ জন কাউন্সিলর রয়েছেন। এ কাউন্সিলররাই নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
                                        
                                        
                    সম্পর্কিত সংবাদ
                    ৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
                    আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
                    ৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : ‘অতীতেও আমরা শাহজাদপুরের শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে নানা বিপদ-আপদ, সং... আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
                
                    স্বাস্থ্য 
                    ৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
                    
                
                    জানা-অজানা 
                    ‘করোনা প্রতিরোধে শাহজাদপুরবাসী সরকারি নির্দেশনা মেনে চলবে বলে বিশ্বাস করি!’  - হাসিবুর রহমান স্বপন এমপি
                    
                    দিনের বিশেষ নিউজ 
                    বিষ্ময়কর এক ফল 'চালতা'
                    
