শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ষ্টার জলসার অভিনেতা ও ভারতের প্রধানমন্ত্রীর নামে পোশাক বিক্রি হচ্ছে এবারের ঈদে সবচেয়ে বেশী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা একটি তাঁত শিল্প ও কুটির শিল্প এলাকা হিসাবে বাংলাদেশের পরিচিত। এখানে নানান ধরণের শাড়ী, লুঙ্গী, ধুতি, পাঞ্চাবী বিদেশে রপ্তানী হচ্ছে। তবু নিজ এলাকার কাপড় বিদেশে রপ্তানী করে হলেও ঈদ উপলক্ষ্যে বাহিরে পোশাক পড়ার একটা মজাই আলাদা। ঈদ উপলক্ষ্যে এবার বেশ কিছু পোশাকের নাম ভারতের ষ্টার জলসার নাটকের নাট্য অভিনেতাদের নামে এবং ভারতের প্রধান মন্ত্রীর নামে পোশাক বের হয়েছে। কিরণমালা ধারাবাহিক নাটকের অভিনেতা কিরণমালার সুচারু অভিনয়ের জন্য পোশাকের নামকরণ করা হয়েছে কিরণমালা থ্রী পিচ, যা মেয়েরা ক্রয় করছে দেদারচ্ছে। ভারতে প্রধানমন্ত্রী ঈদের পূর্বেই বাংলাদেশ সফর করেছেন। সেক্ষেত্রে তার নামও বাদ পরেনি পোশাকের ক্ষেত্রে। সিরাজগঞ্জ, শাহজাদপুর, এনায়েতপুর, সলঙ্গা, তাড়াশ, রায়গঞ্জ ও বেলকুচিতে ঢাকা থেকে এসেই ঈদ পোশাক ক্রয় করার জন্য এসেছে। ঢাকার চাইতে এখানের প্রতি পোশাকে প্রায় ৫শত টাকা থেকে ১ হাজার টাকা কমবেশী। প্রতিটি পোশাকের দোকানের সকাল থেকে রাত্রি ১২ টা পর্যন্ত বিক্রি হচ্ছে, আবার কেউ দেখতেও পোশাক গুলো দেখতেও আসছে। অন্য দিকে আলো ঝলমলে আলো জালিয়েছে বেশ কিছু মার্কেটে। সিরাজগঞ্জ জেলার পোশাক মার্কেট গুলো এবার জমে উঠেছে, নারী পুরুষ সবাই কেনা কাটায় ব্যস্ত হয়ে পড়েছেভ। সিরাজগঞ্জ সহ উপজেলা অঞ্চলে দেকা যায় রাত্রের দৃশ্যপট ঝলমলে আলোকিত মার্কেট গুলো। আলতাফ মার্কেট, জলসা সুপার মার্কেট, জহুরা মার্কেট এ কাপড় বেচা কেনা হয় সবচেয়ে বেশী। এ তিনটি মার্কেটের মধ্যে জলসা সুপার মার্কেট শাড়ী বেচা কেনা হয়। আলতাফ মার্কেট ও শাউন প্লাজা চলে ছোট বড় চেলে মেয়েদের পোশাক বেচা কেনা। শাওন প্লাজায়মার্কেটে উৎসব ফ্যাশন, বৈশাখী ফ্যাশন, অন্যন্য ফ্যাশন, হাজী ফ্যাশন, সরকার ফ্যাশনের দেখা যায় পোশাকের বাহার এবং বেচা কেনার ভীড়। ঈদের সেরা পোশাক গুলো সামনে ঝুলিয়ে রেখেছে এবং পোশাক নাম শোনা যায় উৎসব ফ্যাশনের মালিক নন্দলাল রাজবংশী ও বৈশাখী ফ্যাশনের মালিক শামীমের কাছ থেকে। মেয়েরা এবার আকর্ষণীয় পোশাক হিসাবে নির্ধারণ করেছে কিরণ মালা থ্রী পিচ বিক্রি হচ্ছে ১৮০০ টাকা, বাচ্চাদের প্যান্ট এবং শার্ট, থ্রী পিচ ফ্লোরটাস বিক্রি হচ্ছে ২২০০ টাকা, ছেলেদের জন্য পাঞ্জাবী ও ছোট বাচ্চাদের পোশাক নরেন্দ্রমোদি বিক্রি হচ্ছে ২১০০ টাকা, ছেলেদের জন্য বিন্দাজ বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা, বাচ্চাদের জন্য কাবলী ড্রেস ১৬৫০ টাকা, অংকুশ বিক্রি হচ্ছে ১২৫০ টাকা, টপস সেট ১৬৫০ টাকা, মেয়ে ও বাচ্চাদের জন্য রাজকুমারী বিক্রি হচ্ছে ৫৫০-১৫৫০ টাকা, বাংলা লিংক পোশাক বিক্রি হচ্ছে ১৬৫০ টাকা, ফ্লোর টাস বড়দের জন্য ১৫০০ টাকা ৪৫০০ টাকা বিক্রি হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

বাংলাদেশ

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...