শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ পাষান্ড স্বামীর অত্যাচারে জীবন দিতে হলো স্ত্রী সুমা খাতুনকে। সুমার বাবা মামলা করায় সে এখন জীবননাশের হুমকি মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অন্য দিকে আসামীরা এলাকায় বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এলাকাবাসি সুমা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের গাছচাপরীরচর গ্রামে। এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ জেলার বেলকুচির গাছচাপরীরচর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মোহাম্মদ আব্দুল্লার সাথে ক্ষিদ্রচাপরীরচর গ্রামের মোক্তেল সরকারের মেয়ে সুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে তাকে শারিরীক ও মানষিক ভাবে অত্যাচার করা হতো। বিয়ের ১৫ দিনের মাথায় সুমাকে নির্যাতনের একপর্যায়ে মারপিট ও শ্বাসরোধে হত্য করে ফেলে রেখে পালিয়ে যায় তার পাষন্ড স্বামী এমন অভিযোগ এলাকাবাসির ও নিহতের পরিবারের। সুমার বাবা মোক্তেল সরকার জানান, গত ৯ এপ্রিল সকালে লোক মারফৎ খবর পেয়ে সুমার মা সহ দুই চাচাকে সাথে নিয়ে মেয়ের শশুর বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই সুযোগে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আর্থিক সুবিধা পেয়ে ওই দিন বিকেলে সুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করে। হত্যার ঘটনাটি জানাজানি হলে পরের দিন বিষয়টি নিয়ে সারা এলাকায় আলোচনার ঝড় বইতে থাকে এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে একটি বিশাল মিছিল নিয়ে থানা ঘেরাও করে এলাকাবাসি। এদিকে ঘটনার দুই-তিন দিন পর আমি সুস্থ হয়ে উঠলে ১২ এপ্রিল মেয়ের জামাই আব্দুল্লাহ সহ সাত জনকে আসামী করে বেলকুচি থানায় হত্যা মামলা করা হয়। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, সুমার গলায়, পিঠে ও বুকে আঘাতের চিহৃ ছিল। তাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এলকার মাজেম সরকার ও ভুট্টো সহ কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, মোক্তেলের বাকরুদ্ধের সুযোগে আব্দুল্লাহর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে সুমার নিকটতম চাচা রক্তের সাথে চরম বেঈমানি করে লাশ দাফনের ব্যবস্থা করেছিল। ওই প্রভাবশালী এলাকার সাবেক চেয়ারম্যান। তারা আরো জানান, সে মোটা অঙ্কের বিনিময়ে “সাপের কামড়ে সুমার মৃত্যু হয়েছে প্রচার করে” অত্যান্ত কৌশলে হত্যাকারীদের পক্ষ অবলম্বন করায় ময়না তদন্ত ছাড়াই সুমার লাশ দাফন করা সম্ভব হয়। উল্লেখ্য: ১২ এপ্রিল বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়। ১৯ এপ্রিল বিজ্ঞ আদালতের অনুমতিক্রম একজন ম্যজিষ্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে সুমার অর্ধগলিত লাশ উত্তোলন করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে ২৫ আগষ্ট সিআইডি’র পুলিশ পরিদর্শক তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করেন। বাদী তা নারাজি করলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট ৭ অক্টেবর বেলকুচি থানা পুলিশকে পূণঃ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার ওসি (তদন্ত) আনোয়ারুল হক মোবাইল ফোনে বলেন, ১৫ দিন ধরে থানার বাহিরে আছি, বিষয়টি নিয়ে পরে কথা হবে। এদিকে দীর্ঘ দিনেও সুমা হত্যা মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে সুমার বাবা মোক্তেল সরকার সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, থানা পুলিশ তদন্ত করতে সময় ক্ষেপন করছেন, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না, উপরন্ত আসামীরা বাদীকে মামলা তুলে নিতে জীবননাশের হুমকি দিচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

পড়াশোনা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...

৩ দিনে যমুনার কড়াল গ্রাসে দেড় শতাধিক ঘরবাড়ি : জনমনে আতংক

সিরাজগঞ্জ জেলার সংবাদ

৩ দিনে যমুনার কড়াল গ্রাসে দেড় শতাধিক ঘরবাড়ি : জনমনে আতংক

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জে রাক্ষুসী যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বর্না মৌসুম শুরু না হতেই গত ৩দিন যাবৎ সিরাজগঞ্জ...

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

জাতীয়

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...