রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক : মাত্র ৬ মাস পূর্বে চলচিত্রাঙ্গণে প্রবেশ করে সিনেমা, মিউজিক ভিডিও, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, সিঙ্গেল নাটক, শর্টফিল্মসহ দেশের চলচিত্রাঙ্গণের সকল শাখায় নিখুতভাবে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেয়ার স্বীকৃতি স্বরূপ বহুমূখী প্রতিভাসম্পন্ন অভিনেতা, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সন্তান, ‘জাগো বাংলা আইপি টিভি’র ডিরেক্টর, ‘প্রিয় বাংলাদেশ’ এর যুগ্ম-সম্পাদক, টিএস নুর প্রোডাকশনের চেয়ারম্যান, রেড ফক্স মাল্টিমিডিয়ার এমডি, ‘সহচর শিল্পগোষ্ঠী ও সামাজিক সংগঠন’ এর সভাপতি, মেধাবী তরুণ অভিনেতা আলী নুর জয়কে বেগম রোকেয়া সম্মাননা পদক-২০১৭ প্রদান করা হয়েছে। গত রোববার বিকেলে ঢাকার জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতীমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি তরুণ অভিনেতা আলী নুর জয়ের হাতে এ পদক তুলে দেন । অরাজনৈতিক ‘সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার সঙ্গীত’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, বিশিষ্ট নাট্য পরিচালক লিপু খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মুক্তকথা’র সম্পাদক কবি শাহীন রেজা, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, সাবেক সিনিয়র জেল সুপর, বীরমুক্তিযোদ্ধা ফরমান আলী, সাবেক সিআইপি রফিকুল ইসলাম বাবু, শিক্ষানুরাগী মিজানুর রহমান বিটু, ইনডেক্স মিডিয়ার চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ। পদকপ্রাপ্ত অভিনেতা আলী নুর জয় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সদর ইউপি’র খালিয়াপাড়া মহল্লার মো: নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলী নুর জয় চলচিত্রাঙ্গণে প্রবেশ করে অতি স্বল্প সময়ের মধ্যেই স্বকীয় মেধা আর মননশীলতাকে পূর্ণরূপে কাজে লাগিয়ে মাত্র ৬ মাসে সফলতার সাথে ১টি পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, ৬টি মিউজিক্যাল ভিডিও, ১টি ধারাবাহিক নাটক, ৩টি টেলিফ্লিম, ৮টি সিঙ্গেল নাটক, ৭টি শর্টফিল্পে তরুণ অভিনেতা হিসেবে অভিনয় করে সুস্থ্য ধারার বিনোদন পিয়াসু দর্শকদের অন্তরে ঠাঁই করে নিতে সক্ষম হয়েছেন। অতি স্বল্প সময় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তাকে বেগম রোকেয়া সম্মাননা পদক-২০১৭ প্রদান করা হয়। এদিকে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সন্তান আলী নুর জয়ের ওই ঈর্ষণীয় সাফলে জেলার সাংস্কৃতিক সংগঠনসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন ও অভিনয়ে আরও উত্তরোত্তর সফলতা কামনা করেছেন। অপরদিকে, অতি স্বল্প সময়ে ইর্ষণীয় সাফল্যের বিষয়ে জানতে চাওয়া হলে তরুণ অভিনেতা আলী নুর জয় এ প্রতিবেদককে জানিয়েছেন, ‘সুস্থ্য ধারার চলচিত্রপিয়াসু দর্শকদের বিনোদনের ঘাঁটতি পূরণের লক্ষ্যেই মূলত চলচিত্রাঙ্গণে প্রবেশ করেছি। এ জন্য বিনোদনপ্রেমী দর্শকদের দেয়া উৎসাহ আমার কাজে বিশেষ অনুপ্রেরণা যুগিয়েছে। ভবিষ্যতে আরও ভালো ও সর্বজন গ্রহণীয় ধরনের সিনেমা, মিউজিক্যাল ভিডিও, ধারাবাহিক নাটক, টেলিফ্লিম, সিঙ্গেল নাটক,শর্টফ্লিমে অভিনয়ের মাধ্যমে সুস্থ্য ধারার বিনোদনপ্রেমী দর্শকদের কাঙ্খিত বিনোদন চাহিদা পূরণের চেষ্টা করবো। এ জন্য সকলের দোয়া, ভালোবাসা সর্বদা কামনা করি।’ তরুণ মেধাবী ওই অভিনেতাকে বেগম রোকেয়া সম্মাননা পদক-২০১৭ প্রদান করায় সংশ্লিষ্ট সংগঠনের কর্ণধার ও অভিনেতা আলী নুর জয়কে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংগঠন ও জেলার বিভিন্ন শ্রেণিপেশার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

জাতীয়

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...