বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
05 শাহজাদপুর সংবাদ ডটকমঃ রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 'আমীর হোটেল'। ৫ সেপ্টেম্বর রাতে সেখানে চলছিল ধনাঢ্য এক ব্যবসায়ীর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানস্থল আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর। ভদ্রবেশী খোঁচা খোঁচা দাড়িতে স্মার্ট এক যুবক অনুষ্ঠানস্থলে হাজির। হাতে তার ফুলের তোড়া। প্রবেশপথে নিরাপত্তাকর্মীদের পরিচয় দেন ওই ব্যবসায়ীর কন্যার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানস্থলে। এরপর জন্মদিনের নাচ-গানেও অংশ নেন তিনি। হঠাৎ করেই লাপাত্তা সেই বন্ধু। পরে হিসাব মিলিয়ে দেখা যায়, একটি দামি গহনার বাক্স উধাও! কোনোভাবে হিসাব মেলাতে পারছিলেন না আয়োজকরা। কে গায়েব করতে পারে গহনার বাক্স। এরপর বিষয়টি গড়ায় থানা পুলিশ পর্যন্ত। প্রথমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। অতিথির তালিকা নেওয়া হয়। সবার ছবি দেখে শেষ পর্যন্ত স্মার্ট ওই যুবককে অনুষ্ঠান আয়োজনকারীদের কাছে একেবারেই অচেনা মনে হয়। সন্দেহের তীর তাকে ঘিরেই। অনেক অনুসন্ধানের পর বেরিয়ে এলো সেই সত্যি ওই যুবকই বন্ধুবেশে অনুষ্ঠানস্থলে ঢুকে গহনার দামি বাক্স নিয়ে উধাও। শুধু জন্মদিনের ওই অনুষ্ঠানেই নয়, অভিজাত এলাকার কমিউনিটি সেন্টার, তারকা হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিভিন্ন বিয়ে-বৌভাতেও অতিথি পরিচয়ে হাজির হয় ওই যুবক। এসব অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণও পাঠাতে হয় না। নিজ দায়িত্বেই চলে যান অনুষ্ঠানে। হৈচৈ আর আনন্দ আড্ডায় কখনও বনে যান মেয়েপক্ষের ঘনিষ্ঠ স্বজন, কখনও হয়ে যান বরের ঘনিষ্ঠ বন্ধু-স্বজন। পেট ভরে খান। সুযোগ বুঝে অনুষ্ঠানের গিফট টেবিলে থাকা দামি গহনার বাক্স নিয়ে কেটে পড়েন। কখনও বরের হাতঘড়ি, দামি মোবাইল সেট, কনের হাতের হীরার আংটি, ব্রেসলেট আর মোবাইল ফোনটিও নিজের করে নেন এই স্বজন।পারিবারিক অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়ের বেশে এই যুবক একজন প্রতারক এবং নব্য অপরাধী চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের বেশ কয়েকজন স্মার্ট সদস্যও রয়েছে। যারা অনুষ্ঠানস্থলে অতিথি হয়ে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, গহনার বাক্স, মোবাইল ফোন সেট আর নগদ টাকা লুট করে চম্পট দেয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, এ চক্রটি রাজধানীর নতুন অপরাধী গ্রুপ। রাজধানীতে নানা ধরনের চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ ঘটলেও সম্প্রতি নতুন কৌশলে সংঘটিত এ অপরাধের সঙ্গে একেবারেই নতুন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিজাত এলাকায় নতুন এ অপরাধ সংঘটিত হওয়ায় এ নিয়ে বিব্রত অবস্থায় পড়ে অনুষ্ঠান আয়োজক বর আর কনেপক্ষ। অপরাধ সংঘটনের পর অপরাধী চক্রটিকে দু'পক্ষের আত্মীয় হিসেবে ঠেলাঠেলিতে তিক্ততার সৃষ্টি হয় নতুন বন্ধনে আবদ্ধ হওয়া স্বজনদের মধ্যেও। সম্প্রতি গুলশানের একাধিক অনুষ্ঠানস্থল থেকে সিসি ক্যামেরায় ধারণ করা সেই প্রতারকের ছবিও সংগ্রহ করেছে পুলিশ। এসব ছবির একটিতে দেখা যায়, অতিথি সেজে প্রতারণা করতে গিয়ে একবার ধরাও পড়েছিল সে। এরপরও থেমে থাকেনি প্রতারক চক্রটি। আরও কয়েকটি অনুষ্ঠানে অতিথি সেজে স্বর্ণালঙ্কার লুট করে। ঢাকা মহানগর পুলিশ এ চক্রটিকে ধরতে সম্প্রতি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। ওই প্রতারককে দেখার সঙ্গে সঙ্গে আটক বা খবর দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধও করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত নতুন অপরাধের এ চক্রটি ধরা পড়েনি।গুলশান থানার ওসি রফিকুল ইসলাম মিডিয়াকে বলেন, নতুন এ অপরাধী চক্রটি বিয়ে বা বৌভাত অনুষ্ঠানে কখনও বরপক্ষ আবার কখনও কনেপক্ষের হয়ে ঢুকে যায়। বিনীতভাবে বরপক্ষের কাছে নিজেদের পরিচয় দেয় কনেপক্ষের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে। কনেপক্ষের কাছে পরিচিত হয় বরপক্ষের আত্মীয় হিসেবে। অনুষ্ঠানস্থলে আগ বাড়িয়ে টুকটাক কিছু দায়িত্বও পালন করে। তাদের দৌড়ঝাঁপ আর স্বজনসুলভ আচরণে বোঝাই যায় না এরা প্রতারক চক্রের সদস্য। ওসি জানান, ৫ সেপ্টেম্বর গুলশানের একটি আবাসিক হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে নজরে আসে এ চক্রটি। ওইদিন ওই প্রতারক বন্ধু সেজে অনুষ্ঠানস্থলে ঢুকে দামি গহনার বাক্স ছিনিয়ে নেয়। ওই ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর থেকেই প্রতারক চক্রটিকে গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে।

সম্পর্কিত সংবাদ

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

মাদকের অন্ধকার থেকে ৫ যুবকের  আলোর জীবনে পদার্পণ

স্বাস্থ্য

মাদকের অন্ধকার থেকে ৫ যুবকের আলোর জীবনে পদার্পণ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : ‘মাদক যখন সেবন করেছি, তখন মানুষ খুন করা ছাড়া এমন কোন অপরাধ নাই যা করতো নূন্যতম দ্বিধাবোধ ক...

‘অতীতে বঙ্গবন্ধুর নামে; এখন প্রধানমন্ত্রীর অবদানে ক্রিকেটের টাইগার হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসী চিনেছে’ - সাবেক এমপি চয়ন ইসলাম

খেলাধুলা

‘অতীতে বঙ্গবন্ধুর নামে; এখন প্রধানমন্ত্রীর অবদানে ক্রিকেটের টাইগার হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসী চিনেছে’ - সাবেক এমপি চয়ন ইসলাম

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর নামে বিশ্ববাসী চিনতো। কিন...

সাংবাদিক শিমুলের কবর জিয়ারতে আগামীকাল শাহজাদপুরে আসছেন পিআইবি’র চেয়ারম্যান গোলাম সারওয়ার

জাতীয়

সাংবাদিক শিমুলের কবর জিয়ারতে আগামীকাল শাহজাদপুরে আসছেন পিআইবি’র চেয়ারম্যান গোলাম সারওয়ার

আগামীকাল ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পা...

স্ত্রীর কারনে হার্ট অ্যাটাক বেশি হয় পুরুষদের

স্বাস্থ্য

স্ত্রীর কারনে হার্ট অ্যাটাক বেশি হয় পুরুষদের

নিউজ ডেস্ক: আজকের কম্পিটিশনের দুনিয়ায় স্ট্রেস একটি দৈনন্দিন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর...

সিরাজগঞ্জ জেলায় যৌন উত্তেজক সিরাপ বিক্রি হচ্ছে বিভিন্ন নাম দিয়ে  নেই কোন প্রশাসনের তৎপরতা

সিরাজগঞ্জ জেলায় যৌন উত্তেজক সিরাপ বিক্রি হচ্ছে বিভিন্ন নাম দিয়ে নেই কোন প্রশাসনের তৎপরতা

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে ছড়িয়ে পরেছে অনুমোদ...