শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

নজরুল ইসলাম গতকাল সকাল আটটায় রওনা দিয়ে বাড়ি পৌঁছান রাত নয়টার দিকে। রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে

রাজধানীর বিমানবন্দরের হাজিক্যাম্প এলাকার ভাড়া বাসায় থাকেন নজরুল ইসলাম (৫৫)। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায়। ঢাকায় চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে। ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণায় তাঁকে ১০ দিনের ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাই অন্য সবার মতো তিনিও ছুটছেন বাড়ির দিকে।

মঙ্গলবার সকাল ৮টা। হাতে ১০ কেজি ওজনের একটি ব্যাগ নিয়ে রাস্তায় বের হন নজরুল ইসলাম। কিন্তু সড়কে কোনো যানবাহন নেই। দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে একটি রিকশা পেলেন। ৩০ টাকা ভাড়া দিয়ে গেলেন বিমানবন্দর স্টেশন পর্যন্ত। এরপর আবার অপেক্ষা করতে থাকেন যানবাহনের জন্য।

নজরুল ইসলামের ধারণা ছিল, অন্তত মহাসড়কে গেলে বাড়ি যাওয়ার কোনো না কোনো গাড়ি পাবেন। তিনি এই উদ্দেশ্য নিয়েই এসেছেন বিমানবন্দর স্টেশন পর্যন্ত। কিন্তু এখান থেকেও দূরপাল্লার কোনো গাড়ি নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা শেষে স্থানীয় একজনের পরামর্শে আরও ৬০ টাকা রিকশা ভাড়া খরচ করে গেলেন রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে। এরপর সেখানে অপেক্ষা করতে থাকেন গাড়ির জন্য।

সকাল তখন ১০টা। আবদুল্লাহপুরের মোড়ে তখন হাজারো মানুষের জটলা। কারও হাতে ব্যাগ, কারও কোলে শিশু, আবার কারও মাথায় বস্তা। সবাই অপেক্ষা করছেন যানবাহনের জন্য। কিন্তু তেমন কোনো যানবাহন নেই। মাঝেমধ্যে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। তাঁদের মধ্যে নজরুল ইসলামও একজন।

ভাড়ায় না বনায় ও অটোরিকশায় উঠতে না পেরে অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন নজরুল ইসলাম। গ্রামের বাড়ি যাবেন, নাকি আবার বাসায় ফিরবেন—এ নিয়ে ভাবতে ভাবতে অনেকটা চিন্তায় পড়ে যান তিনি। কিন্তু বাসায় গেলে বাসা থেকে বের হতে পারবেন না বা ভোগান্তি আরও বাড়বে, এই ভেবে সিদ্ধান্ত নিলেন বাড়িই যাবেন। এরপর আবদুল্লাহপুর থেকে একটি অটোরিকশায় করে আরও ২০০ টাকা খরচ করে যান গাজীপুর চৌরাস্তা পর্যন্ত।

গাজীপুর চৌরাস্তাতে একই অবস্থা। অনেক যাত্রী। কোনো যানবাহন নেই। এর মধ্যে কোনো একটা অটোরিকশা আসতে দেখলেই ছুটছেন লোকজন, এখানেও যাত্রীদের হুড়োহুড়ি। এরপর এখানেও প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করে অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় যান গাজীপুরের চান্দুরা এলাকা পর্যন্ত। এরপর সেখানে অপেক্ষা করতে থাকেন পরবর্তী গাড়ির জন্য।

চান্দুরে যেতে যেতে ঘড়িতে সময় প্রায় বেলা আড়াইটা। তখন বেশ বৃষ্টি। নজরুল ইসলাম আরও কয়েকজন যাত্রীর সঙ্গে অপেক্ষা করছেন পাশের একটি চায়ের দোকানে। কিন্তু এটা মহাসড়ক, সিরাজগঞ্জ যেতে এখান থেকে আর কোনো অটোরিকশা বা অন্য কোনো ধীরগতির যান চলবে না, তাই নজরুল পড়েছেন বেকায়দায়। এরপর অনেকটা হতাশ হয়ে সময় পার করতে থাকেন চায়ের দোকানে।

বিকেল চারটার দিকে নজরুল ইসলামের মতো আরও অনেক যাত্রীই জড়ো হয়েছেন সেখানে। তাঁদের কেউ বগুড়া, কেউ রাজশাহী, কেউবা যাবেন দিনাজপুর। গাড়ি না থাকায় তাঁদেরও হাল একই। উপায় না পেয়ে তাঁরা সবাই মিলে সড়কে থাকা একটি ট্রাক দাঁড় করান। এরপর সবাই মিলে ট্রাকটি ভাড়া করে রওনা দেন যাঁর যাঁর বাড়ির উদ্দেশে। এর মধ্যে নজরুল সিরাজগঞ্জ পর্যন্ত ভাড়া দেন ৩০০ টাকা।

রাত ৯টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে নজরুল ইসলাম জানান, তিনি একটু আগে বাড়ি ফিরেছেন। এই সময় পুরো যাত্রার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আজ বাড়ি আইতে খুব কষ্ট হইছে, খুব ঝুঁকি নিয়া আইছি। ৩০০ ট্যাহার ভাড়া ৮০০ ট্যাহা দিয়া আইছি। জীবনে এরম কষ্ট আর করি নাই।’

এত ঝুঁকির মধ্যেও বাড়ি গেলেন কেন, জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমার চাকরিটা খুব ছোট। বেতনও কম। তাই অল্প ভাড়ায় আরও কয়েকজনের সঙ্গে একটি মেসে থাকি। বিধিনিষেধের পর অন্যরা সবাই বাড়ি চলে গেছেন। মেস বন্ধ। একা থাকতে গেলে না খাইয়া থাকতে হইব। বাধ্য হইয়াই বাড়ি চইলা আইছি।’

সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

বাংলাদেশ

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...