শাহজাদপুর সংবাদ ডটকম ডেক্সঃ- পাখির নিরাপদ আবাসস্থল তৈরীর জন্য উপজেলা পরিষদ চত্তরের গাছের ডালে ডালে কলস বাঁধার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে “বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান” শ্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ।“দি বার্ড সেফটি হাউজ” এর উদ্যোগে গত ২৩ অক্টোবর শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরের গাছে গাছে কলস বেঁধে পাখির নিরাপদ আশ্রয় গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও “দি বার্ড সেফটি হাউজ” এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মামুন বিশ্বাস একসাথে গাছের ডালে কলস বেঁধে শ্লোগানের সাথে সংহতি জ্ঞাপন করেছেন। গত ১৬ অক্টোবর মামুন বিশ্বাসের নিজ গ্রাম উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাজ্ঞনে “বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান” –শ্লোগানে- প্রকৃতি ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় উপস্থিত পাখি প্রেমী প্রায় ৫ সহচ্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে– জাতিসংঘের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ পদক-“চাম্পিয়ান অব দ্যা আর্থ” পুরস্কার গ্রহণ করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে-বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও কলামিষ্ট এবং শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক আবুল বাশারের পাখি নিয়ে লেখা একটি প্রবন্ধ পুস্তিকা উৎসর্গ করা হয়। ঐ সভার আয়োজক ও প্রবন্ধ পুস্তিকা প্রকাশনার উদ্যোক্তা ছিল “দি বার্ড সেফটি হাউজ”। সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন ও প্রবন্ধ পুস্তিকা- প্রধানমন্ত্রীর প্রতি উৎসর্গ করেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, যুগ্ম সচিব আফজাল হোসেন, উপজেলা নির্বাহী আফিসার শামীম আহমেদ সহ সরকারের উচ্চ-পদস্থ অন্যান্য কর্মকর্তরা। এর আলোকে উপজেলার সর্বত্র পাখির নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদের এ সংহতি জ্ঞাপন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে- জনাব শামীম আহমেদ বলেন, মানুষের জীবনে বেঁচে থাকা এবং প্রকৃতি পরিবেশ রক্ষার বেশ কয়েকটি অপরিহার্য অনুসঙ্গের মধ্যে পাখি একটি প্রধান অনুসঙ্গ। পাখি ছাড়া আমাদের জীবন অচল। পাখির সাথে রয়েছে গাছের সম্পর্ক, পানির সম্পর্ক। গাছের ছেড়ে দেয়া অক্সিজেন যেমন মানুষের স্বাশ-প্রষ্বাশ প্রক্রিয়াকে সচল রাখে, আবার পানি ছাড়া মানুষের বেঁচে থাকাটা অকল্পনীয়। আর এ দুটোর সঙ্গেই রয়েছে পাখির নিবির সম্পর্ক। একে অপরের পরিপূরুক ও প্রতিক। এর একটি বিলুপ্ত হলে অন্যটির বিলুপ্ততা বুঝতে কোন অসুবিধা হবার কথা নয়। আমরা ইতোমধ্যেই উপলদ্ধি করতে পেরেছি যে, আমাদের দেশের বেশ কয়েকটি জাত-প্রজাতির পাখির বিলুপ্তি ঘটেছে, অন্যরাও বিলুপ্ত হতে চলেছে। এর সঙ্গে আমরা হারাতে বসেছি নদী-নালা, খাল-বিল, গাছ-গাছালি। পাখি, পানি, গাছ এ তিনটি অনুসঙ্গ ছাড়া মানুষের জীবন অচল। সুতরাং আমাদের বাঁচা ও আগামি প্রজন্মকে বাঁচিয়ে রাখার স্বার্থেই পাখির জাত-প্রজাতিকে রক্ষা করতে হবে। পাখি আমাদের অকৃত্রিম বন্ধু। তাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিগত দু’বছর ধরে “দি বার্ড সেফটি হাউজ” পাখির আবাসস্থল গড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন এ কার্যক্রমর সাথে আছে, থাকবে। আগামি দিনে সমগ্র উপজেলাব্যাপি এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। পাখির সংখ্যা বৃদ্ধি হলে আমাদের প্রকৃতি পরিবেশ সুন্দর হবে। আমরা সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকতে পারবো। তিনি আরো বলেন, এবিষয়ে এলাকাবাসীকে জ্ঞান স্বচেতন করার জন্য আগামিতে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করবে। তিনি এলাকার পাখি রক্ষায় পাখি শিকারীদের বিরুদ্ধে- বণ্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন প্রয়োগ করার কথাও ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী
আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...
মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর
আব্দুল মতিন ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবুলিয়া গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।... ডেস্ক নিউজ: আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের পরই প্রার্থীর সমর্থক ও দলীয় কর্ম... পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...জাতীয়
সিরাজগঞ্জের ভাষা সৈনিক আবদুল মতিন স্মরণে
রাজনীতি
সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু
নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প
সম্পাদকীয়
এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি
লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...