মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী মেয়র হালিমুল হক মিরুর ভাই হাসিবুল হক মিন্টুর 'সেনাপতি' নিস্তার বাহিনীর প্রধান চরমপস্থি নেতা নিজাম নিস্তার বন্দুকযুদ্ধে নিহত হয়েছে । বেড়া উপজেলার ঢালারচরে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে পাবনার ঢালারচরে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়ে পুলিশ বলছে, সে চরমপন্থি নিস্তার বাহিনীর প্রধান। তার নাম নিজাম নিস্তার।পুলিশের ভাষ্য, চরমপন্থীদের দুটি দলের মধ্যে গতকাল রাতে সংঘর্ষ ও গোলাগুলির খবর পায় পুলিশ। এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষকে হটিয়ে দিতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও চরমপন্থীদের দুটি দলের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে নিস্তারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম নিস্তার ওরফে নিজাম (৪০)। তার বাড়ি পাবনা সদর উপজেলায়। নিহত নিজাম নিস্তার পাবনা সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর কুখ্যাত সন্ত্রাসী নিজাম নিস্তারের অত্যাচার থেকে পরিত্রাণ চেয়ে সংবাদ সম্মেলন করেছিলো কাথুলিয়া গ্রামবাসী। এদিন পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নিস্তারের অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জেরে গত ২৫ সেপ্টেম্বর কাথুলিয়া গ্রামের কোহিল হোসেন নামে এক যুবককে অপহরণ করে গুম করে নিজাম নিস্তার। এ ঘটনায় নিস্তারের শাস্তি দাবি করে থানায় মামলা করলে ক্ষুব্ধ হয় নিস্তার। তার হুমকি ধামকির পরেও এলাকাবাসী মামলা তুলে না নিলে গত ৮ নভেম্বর রাতে নিস্তারের নের্তৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল কাথুলিয়া গ্রামে হামলা চালিয়ে প্রায় ২০ টি বাড়িতে লুটপাট চালায়। বেদম মারধর করে নারী, শিশু, বৃদ্ধসহ প্রায় ৩০ জনকে। এ ঘটনার পর থেকে চরম নিরপত্তাহীনতায় ভুগছিলেন তারা। প্রসঙ্গত; পাবনার ঢালারচরে আলোচিত তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামী নিজাম নিস্তারের বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ প্রায় ২৫টি মামলা ছিল।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

অর্থ-বাণিজ্য

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...

শাহজাদপুরে দূর্ঘটনায় নিহত পরিবারে ৪০ হাজার টাকার চেক বিতরণ