শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মো:মামুন বিশ্বাস,শাহজাদপুর: শাহজাদপুর আগনুকালী পাখির অভ্যায়শ্রমে এসেছিলাম পাখির সন্ধানে । সাত আট টা পেঁচার একটি ঝাঁক দেখা পেলাম । কিন্তু ভালো ছবি তোলার দূরত্বে যেতে পারছিলাম না। কয়েকটি গাছে অবস্থান নিলাম তবু ভাল ছবি তুলতে পারছিলাম না । অতঃপর একটি গাছের আড়াল থেকে থেকে বেশ কিছু পেঁচার ছবি তুললাম। পঁচা আমাদের দেশের একটি অতিপরিচিত পাখির নাম। পেঁচা চেনে না, এমন মানুষের সংখ্যা কম। দেশের সব অঞ্চলে কম-বেশি পেঁচার দেখা মেলে। পেঁচাকে কুসংস্কারবশত অনেকে অশুভ পাখি মনে করে থাকেন। বস্তুুত এটি একটি উপকারী পাখি। পরিবেশের ভারসাম্য রায় পেঁচার ভূমিকা অনেক। এদের দিনের আলোতে খুব বেশি একটা দেখা যায় না। বেশির ভাগক্ষেত্রে উঁচু মগডালে বা ঘনপাতার আড়ালে লুকিয়ে থাকে। নিশাচর পাখি হওয়ায় শিকারের জন্য রাতের বেলায় ঘুরে বেড়ায় স্বাধীনভাবে। পৃথিবীতে প্রায় ১৭০ প্রজাতির পেঁচা রয়েছে।

আমাদের দেশে কয়েক প্রজাতির পেঁচা চোখে পড়ে। এদের মধ্যে হুতুমপেঁচা, লক্ষ্মীপেঁচা, নিমপোখ পেঁচা, ভুতুমপেঁচা ইত্যাদি। পেঁচা নির্জন স্থানে থাকতে পছন্দ করে। লক্ষ্মীপেঁচা ছাড়া অন্য প্রজাতির পেঁচা লোকারণ্যে দেখা যায় না। কৃষিপ্রধান এলাকায় বসবাস করে থাকে লক্ষ্মীপেঁচা। এরা বিভিন্ন প্রাণীর শিকার হয়ে থাকে। হুতুমপেঁচা ও ভুতুমপেঁচা দেখতে প্রায় একই রকম। শুধু গায়ের রঙের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে।

পেঁচার প্রজনন সময় এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত। একটি স্ত্রী পেঁচা দুই থেকে পাঁচটি ডিম দেয়। আর ১২ থেকে ১৪ দিন ডিমে তা দেয়ার পর বাচ্চা ফোটে। এরা মরা বাঁশ বা গাছের মাথায় বসতে পছন্দ করে। আর দিনের বেলা এরা গভীর জঙ্গলে লুকিয়ে থাকে। এরা মানুষের কোনো তি করে না; বরং ফসল বিনষ্টকারী প্রাণী ইঁদুরসহ অন্যান্য প্রাণী শিকার করে থাকে। এ ছাড়া সাপ, ব্যাঙ ও কীটপতঙ্গ শিকার করে। পেঁচার দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি খুবই প্রখর। শত্রুর আক্রমণের আগেই এরা টের পেয়ে যায়। আর মানুষের দৃষ্টিশক্তির চেয়ে এদের দৃষ্টিশক্তি অনেক বেশি। পূর্ণচন্দ্রলোকে মানুষ যেমন দেখতে পায়, তদ্রুপ পেঁচা রাতের আঁধারে সেইরূপ দেখতে পায়। পেঁচার চোখ অন্যান্য পাখির মতো মাথার পাশে বসানো থাকে না, এদের চোখ অনেকটা মানুষের মতো সামনের দিকে। নিমখোর পেঁচা দেখতে একটু লম্বাটে। এরা নিমের গাছের গোটা খেয়ে থাকে সাধারণত। রাতের বেলা এরা নিম নিম করে ডাকলে অনেকে ভয়ে আঁতকে ওঠেন। নিমখোর প্যাঁচার ডাকাডাকি নাকি মানুষের মৃত্যু ডেকে আনে। অনেকে আবার বিশ্বাস করে থাকেন, মানুষের মৃত্যুর খবর আগাম জানিয়ে দেয় এই নিমখোর প্যাঁচা। গরমকালে রাতের বেলা এদের দেখা মেলে। বছরের অন্য সময় এরা গা-ঢাকা দিয়ে থাকে।

ছোখ-বড় পেঁচা দিনের আলো সইতে পারে না। রাতের পাখি বলে পেঁচার খেতাব রয়েছে এদের। এরা দিনের বেলা অনেক সময় কাক ও চিলের শিকার হয়ে থাকে। আগের তুলনায় আমাদের দেশের পেঁচার সংখ্যা কমে যাচ্ছে। খাদ্যসঙ্কটের পাশাপাশি নানা প্রতিকূলতায় দিন দিন আমাদের দেশ থেকে পেঁচা হারিয়ে যাচ্ছে। জানা-অজানা কারণে আমাদের দেশে পেঁচার সংখ্যা কমছে। এদের বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব।

সম্পর্কিত সংবাদ

করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু ৭

দিনের বিশেষ নিউজ

করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু ৭

দেশে ২৪ ঘণ্টায় ৭০৯ জনের দেহে নভেল করোনাভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু...

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

অপরাধ

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধসমৃদ্...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

খেলাধুলা

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে আরভিন বলেন, ‘আমাদের উচিত হবে পুরো বিষয়টিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এরপর নিজেদের প্রক্র...

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

বাংলাদেশ

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার...