বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
11 শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিশ্ববাজারে দেশের পণ্য রপ্তানি চলতি অর্থবছরের শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় মাসেই ঘুরে দাঁড়িয়েছে। বেড়েছে পণ্য রপ্তানি, বেড়েছে আয়ও। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ২৯৮ কোটি ২৭ লাখ ডলার। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৩৭ শতাংশ কম ছিল। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ২১৬ কোটি ডলার। আগের বছরের একই মাসে আয় হয়েছিল ২০১ কোটি ৩৪ লাখ ডলার। রপ্তানি আয় বেড়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ প্রাথমিক ধাক্কা সামলে রপ্তানি আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। তবে ইপিবি আগস্ট মাসের রপ্তানির যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তা অবশ্য অর্জিত হয়নি। রপ্তানি কম হয়েছে ১৭ দশমিক ৪৬ শতাংশ। আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬১ কোটি ৬১ লাখ ডলার। বছরের পর বছর দেশের রপ্তানি আয়ের নেতৃত্ব দিচ্ছে তৈরি পোশাকশিল্প। এ ধারা অব্যাহত আছে চলতি অর্থবছরের দ্বিতীয় মাসেও। ইপিবির তথ্যে দেখা যাচ্ছে, জুলাই ও আগস্ট—এই দুই মাসে পণ্য রপ্তানি থেকে যত আয় হয়েছে, তার ৮২ শতাংশই এসেছে পোশাক খাত থেকে। ইপিবি বলছে, দুই মাসে মোট রপ্তানি আয় যেখানে ৫১৪ কোটি ২২ লাখ ডলার, সেখানে পোশাকই রপ্তানি হয়েছে ৪২৩ কোটি ১৪ লাখ ডলারের। এর মধ্যে নিট পোশাক ২২০ কোটি ৬৩ লাখ এবং ওভেন পোশাক ২০২ কোটি ৫৪ লাখ ডলারের রপ্তানি হয়েছে। নিট পোশাকের রপ্তানি আগের বছরের চেয়ে বেড়েছে প্রায় ৫ শতাংশ। গত বছরের জুলাই-আগস্টে নিট পোশাক রপ্তানি হয়েছিল ২১০ কোটি ১৯ লাখ ডলারের। তবে ওভেন পোশাকের রপ্তানি কমেছে দেড় শতাংশ। আগের বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ২০৫ কোটি ৮৪ লাখ ডলার। ওভেন পোশাকে রপ্তানি আয় কমে যাওয়া সম্পর্কে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘ছয় মাস আগে আমরা বলেছিলাম যে পোশাকের রপ্তানির কাজ কমে যাচ্ছে। তারই প্রভাব এখন রপ্তানির আয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের যে বাজার ছিল, তার কিছুটা ভিয়েতনামে চলে গেছে।’ পোশাক খাতে কর্মপরিবেশ নিশ্চিত করতে কারখানাগুলো নতুনভাবে গোছানো হচ্ছে। এর ওপর ভিত্তি করে শিগগিরই দেশের পোশাক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন বিজিএমইএর এই নেতা। ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই-আগস্ট সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, চিংড়ি, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক পণ্য এবং কার্পেট রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। চামড়াজাত পণ্যে ৪৯ শতাংশ, পাদুকায় ৩২ শতাংশ, ওষুধে ২৪ দশমিক ৫৬ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৩৫ দশমিক ৮১ শতাংশ, চিংড়িতে ৬ শতাংশ, হিমায়িত খাদ্যে ৩ দশমিক ৫৯ শতাংশ, সিরামিক পণ্যে ১৭ শতাংশ এবং কার্পেটে ৭৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে এ সময়ে পাট ও পাটজাত পণ্য, কাঁচা ও প্রস্তুত চামড়া, বিশেষায়িত বস্ত্র (টেরিটাওয়েল, বিশেষ ওভেন কাপড়), প্রকৌশল পণ্য এবং আসবাবের রপ্তানি বেশ কমে গেছে। সার্বিকভাবে পাট ও পাটজাত পণ্যে ১১ দশমিক ২৭ শতাংশ, টেরিটাওয়েলে ৪৬ শতাংশ, আসবাবে ১৭ শতাংশ রপ্তানি কমেছে।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পড়াশোনা

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...

যমুনার পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে, বিপাকে বানভাসিরা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

যমুনার পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে, বিপাকে বানভাসিরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও তিস্তা...

১ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভূয়া এজেন্ট উধাও

১ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভূয়া এজেন্ট উধাও

স্টাফ রিপোর্টারঃ শাহজাদপুর উপজেলাসহ পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৩৯ জন হজ্জ যাত্রীর ১ কোটি ৫...

বেলকুচি সহ সিরাজগঞ্জে ঈদ মার্কেট জমে উঠেছে

অর্থ-বাণিজ্য

বেলকুচি সহ সিরাজগঞ্জে ঈদ মার্কেট জমে উঠেছে

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ষ্টার জলসার অভিনেতা ও ভারতের প্রধানমন্ত্রীর নামে পোশাক বিক্রি হচ্ছে এবারের ঈদে...