রবিবার, ০৫ মে ২০২৪

শাহজাদপুরে বিভিন্ন নদী-বিলে নৌকায় পিকনিক ও বিনোদনের নামে অসামাজিক কার্যকলাপ

K-01

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার যমুনা, করতোয়া,বড়াল, হুরাসাগর নদী ও বিলের পানিতে নৌ ভ্রমন ও পিকনিকের নামে এবং বিভিন্ন গ্রামের বাড়ীতে বিনোদনের নামে চলছে অশ্লীল নগ্ননৃত্য জুয়া, মাদক সেবন ও দেহ ব্যবসা। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নিরব ভুমিকা পালন করায় অনেকটা প্রকাশ্যেই চলছে এ অবৈধ কারবার। এর মধ্যে যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, এনায়েতপুর স্পার, জালালপুর চর, কৈজুরি, জামিরতা, জগতলা,কাশিপুর, মার্জান, ধীতপুর, ভেড়াকোলা হয়ে বেড়া উপজেলার পেচাকোলা ও কৈটোলা পাম্প পর্যন্ত, বড়াল নদীর চয়রা থেকে বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকা হয়ে রাউতারা স্লুইচ গেট, সেলন্দা, ডেমরা ও ফরিদপুর পর্যন্ত, করতোয়া নদীর উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রীজ থেকে শুরু হয়ে নেওরগাছা, সোনতলা, গাড়াদহ, তালগাছি, মাকড়কোলা, নরিনা, বাচামারা, চরনাড়–য়া, দরগারচর, মসজিদঘাট, থানারঘাট, রুপপুর, মাদলা, আলোকদিয়ার, শেলাচাপরী, রতনকান্দি, আহম্মদপুর ও বাঘাবাড়ী নৌ-বন্দর পর্যন্ত এবং রেশমবাড়ী, ভাইমারা,আঙ্গারু, চুলধরি, বৃআঙ্গারু, চিথুলিয়া, চরাচিথুলিয়া, পোতাজিয়া, রাউতারার বিলে সুসজ্জিত ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় বাদ্যযন্ত্রী সমেত অশ্লীল, নগ্ন ও উলঙ্গ নৃত্য প্রদানকারী ভাড়াটে বিনোদন সুন্দরীদের নিয়ে পিকনিকের নামে দিনভর ঘুরে বেড়ানোর পর সন্ধ্যা নামতেই চলন্ত ঐসব নৌকায় শুরু হয় মাদক সেবন, দেহ-ব্যবসা, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর। এসময় নৌকার ইঞ্জিনের গতি কমিয়ে দিয়ে গভীর রাত পর্যন্ত মাঝ নদীতে চলে এসব অপকর্ম। এতে শাহজাদপুর উপজেলাসহ উল্লাপাড়া, বেলকুচি,কামারখন্দ, চৌহালি, বেড়া, ফরিদপুর,ভাঙ্গুড়া, চাটমোহর ও সাথিয়া উপজেলার স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র, তাত শ্রমিক, রিক্সা- সিএনজি শ্রমিক ও বিভিন্ন কলকারখানার শ্রমিকসহ সম্ভ্রান্ত পরিবারের কিশোর, তরুন ও যুবকেরা এ নেশায় পড়ে ক্রমশ ধংস হয়ে যাচ্ছে। ফলে এসব এলাকায় অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব কাজের অর্থ যোগাতে অনেকে আবার চুরি, ছিনতাইসহ নানা অপরাধমুলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। এতে অভিভাবকেরা তাদের আদরের সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়েছে। একাধিক সঙ্গবদ্ধ প্রভাবশালী চক্র এ পেশার সাথে যুক্ত হয়ে রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে যাচ্ছে। এ কারণে তারা অর্থের বিনিময়ে প্রশাসন, ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে এ অবৈধ ব্যবসা জোরদর্পে চালিয়ে যাচ্ছে। ফলে এলাকাবাসী ও অভিভাবকেরা ক্ষমতাধর প্রভাবশালীদের হাতে লাঞ্ছিত ও প্রাণ হারানোর ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। ফলে এ অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত ব্যক্তিরা আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে। এর প্রতিকারে এলাকাবাসী শাহজাদপুর থানা পুলিশে গোপন সংবাদ দিলে গতকাল মঙ্গলবার ভোর রাতে শাহজাদপুর উপজেলার তালগাছি বাজাঘাটি গ্রামের এই অবৈধ ব্যবসায়ী আশরাফ আলী খানের বাড়ীতে অভিযান চালিয়ে নগ্ননৃত্য ও দেহ ব্যবসার সাথে যুক্ত ১১ জন কিশোরী, তরুণী ও যুবতীকে গ্রেফতার করেছে। এ ছাড়া এ ব্যবসার সাথে জড়িত আশরাফ আলীসহ ৫ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলো নওগাঁর পাচিপুর গ্রামের রাবেয়া বেগম (৩২), গাজীপুরের বাইপাইল এলাকার পুতুল (২০), মানিকগঞ্জের ঘিওরের পয়েলা গ্রামের শান্তনা (৩৫), খুলনার বাইয়াখালীর জুতি রায় (২০), ঢাকার আমবাগানের মেঘলা (৩০), বগুড়ার আদমদিঘীর পাইনাদী গ্রামের মালা খাতুন (২০), না.গঞ্জের আদমজির মিনারা (২০), পুরান ঢাকার লালবাগের প্রিয়াঙ্কা (২০), সিরাজগঞ্জের সলঙ্গার শল্লি গ্রামের রতœা (২৫), বি. বাড়ীয়ার কালিগঞ্জের প্রিয়া (২২), তালগাছি বাজাঘটি গ্রামের আশরাফ আলী খান, নওগার আজিজুল, মানিকগঞ্জের শেখ আকাশ, টাঙ্গাইলের নজরুল ও মাগুড়ার আব্দুল মান্নান শেখ। অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার দায়ে এদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, তাদের এ অভিযান অব্যহত থাকবে। তারা পর্যায়ক্রমে এই অসামাজিক কাজের সাথে যুক্ত সকলকে গ্রেফতার করে এলাকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক চিন্তাশীল ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃতদের কঠোর শাস্তি দেওয়া হলে এলাকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তা না হলে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে অথবা সামান্য সাজা ও জরিমানা দিয়ে বেরিয়ে এসে এরা পুনরায় একাজ চালিয়ে যাবে। এতে এলাকার এ অবস্থার কোন পরিবর্তন ঘটবে না। তারা এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

অর্থ-বাণিজ্য

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

শামছুর রহমান শিশির : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ দেশের তাঁতসমৃদ্ধ এলাকার তাঁত...

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

বগুড়াসহ এ অঞ্চলের মানুষদের বহুল প্রতিক্ষিত বগুড়া- সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সম...

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শুক্রবার শাহজাদপুর পৌরসভা ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদের উদ্যোগে ইফত...