রবিবার, ১৯ মে ২০২৪
500x350_a579b6fe059e8cea9bcd06089fe08979_Halim (1) শাহজাদপুর সংবাদ ডটকম, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অনেকে তারেক রহমানকে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সন্তান বলে পরিচিত করলেও আমি তাকে একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মনে করি। সম্প্রতি লন্ডনে তিনি রাষ্ট্রনায়কের মতোই বক্তব্য দিয়েছেন।” শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘উন্নয়ন ভাবনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, “একজন রাষ্ট্রনায়কের যেভাবে কথা বলা উচিত তিনি (তারেক) সে কথাই বলেছেন। যেই সমাজটিতে হত্যা, গুম ও মানুষের চরিত্রহনন ছাড়া কিছু নেই তখন তার এই বক্তব্যে স্বস্তির হাওয়া বইছে। তাই অনেকে তারেক রহমানকে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সন্তান বলে পরিচিত করলেও আমি তাকে একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মনে করি।” তারেক রহমানের বক্তব্য নিয়ে সরকারি দলের নেতাদের প্রতিক্রিয়ার জবাবে ফখরুল বলেন, “তিনি (তারেক) তার বক্তব্যে সত্য কথা বলেছেন। সে কারণেই সরকারের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতাদের গায়ে জ্বালা ধরেছে।” তিনি বলেন, “৭০ সালে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের সব দায়িত্ব আওয়ামী লীগের হাতে দিয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সেই দলের নেতারা কেউ পালিয়ে ভারতে গিয়েছিলেন আবার কেউ আত্মগোপন করেছিলেন। আর যেই মানুষটি জীবন বাজি রেখে, পরিবার পরিজন যুদ্ধ করেছিলেন সেই জিয়াউর রহমানকে তারা (আওয়ামী লীগ)খলনায়ক, খুনি, এমনকি পাকিস্তানের চর বলতে দ্বিধাবোধ করছে না।এই হলো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি।” “আর শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা পেয়েছি জরুরী আইন, বাকশাল।আর তারেক রহমান এই সত্য কথা বলায় আওয়ামী লীগ নেতাদের গায়ে জ্বালা ধরেছে।” যোগ করেন ফখরুল। যুক্তি দিয়ে তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে সরকারি দলের নেতারা অশালীন ভাষায় কথা বলছে বলেও দাবি করেন তিনি। সরকার পতন ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই এমন মন্তব্য করে ফখরুল বলেন, “আমাদের সামনে আন্দোলন আর আন্দোলন। আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সবার অংশগ্রহনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসুফ হায়দার বলেন, “তারেক রহমান তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলেছেন।তাতে সরকারি দলের নেতাদের গাত্রদাহ হওয়ায় তারা আবোল তাবোল কথা বলছেন।” তারেকের বক্তব্যে ভুল থাকলে তথ্য দিয়ে তা খণ্ডন করার আহ্বান জানান। ঢাবির শিক্ষক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, “দেশ ও জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তারেক রহমান বক্তব্য দিয়েছেন। অথচ যারা বাংলাদেশের বর্তমান হর্তাকর্তা আছেন, যারা নিজেদের কখনো বিধাতাও ভাবেন তাদের মধ্যে দেশের প্রতি কমিটমেন্ট নেই। যারা তাদের ক্ষমতায় বসিয়েছে তাদের প্রতি কমিটমেন্ট আছে।” ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল তার বক্তব্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে অন্যায়ভাবে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্পদ।কারণ তিনি একটা কথা বললে আমাদের যে পরিমাণ ভোট বাড়ে তা সংগ্রহ করা আমাদের জন্য কষ্টকর।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আমীর হোসেন ভুঁইয়া, ব্যারিস্টার কায়সার কামাল, কৃষিবীদ শামীমুর রহমান, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/29.08.2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হোসেন আলী-আলেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা

শাহজাদপুরে হোসেন আলী-আলেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জ শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে আলোকদিয়ার উদয়ন সংঘের আয়োজনে মরহুম আলহাজ্ব হোসেন আলী-আলেয়া স্মৃতির স্বরণে ফুটবল টুর...

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অপরাধ

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাউটতলা গ্রামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে কাজীপুর থানার পুল...

শাহজাদপুরে নিষিদ্ধ থ্রি-হুইলার-বাস সংঘর্ষে মা-মেয়ে নিহত! আহত ৫

শাহজাদপুর

শাহজাদপুরে নিষিদ্ধ থ্রি-হুইলার-বাস সংঘর্ষে মা-মেয়ে নিহত! আহত ৫

সিরাজগঞ্জ শাহজাদপুরে নিষিদ্ধ থ্রি-হুইলার-বাস সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবা...

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরুঃ সভাপতি চয়ন ইসলাম ও সহ-সভাপতি শহিদুল আলম সাচ্চু

জাতীয়

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরুঃ সভাপতি চয়ন ইসলাম ও সহ-সভাপতি শহিদুল আলম সাচ্চু

নিজস্ব প্রতিবেদক : আজ জাতীয় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের সমন্বয়ে নবগঠিত স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ...

স্বস্ত্রীক মিল্কভিটার চেয়ারম্যানকে বনশাই বৃক্ষ দিলেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা

ফটোগ্যালারী

স্বস্ত্রীক মিল্কভিটার চেয়ারম্যানকে বনশাই বৃক্ষ দিলেন সবুজ বিপ্লবের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল (সোমবার) রাতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর বাঘাবাড়ী...