শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শামছুর রহমান শিশির : শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেছেন, ‘তথ্য প্রযুক্তির যুগে অস্ত্র দিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয়। অপরাধ সংগঠিত হবার আগেই যদি পূর্বাভাস পাওয়া যায় তাহলে পুলিশের পক্ষে তা দমন সহজতর ও সম্ভব হয়। আপনারা যেহেতু তথ্য নিয়েই কাজ করেন, সেহেতু শাহজাদপুরে বিদ্যমান নানা অপরাধমূলক কর্মকান্ড দমনে ও অপরাধের আগাম তথ্য পুলিশকে জানালে তা ঘটার আগেই বন্ধে সচেষ্ট থাকবো। বিশেষত মাদকের সাথে যত বড় প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেনো; মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। শাহজাদপুরে মাদকের জিরো টলারেন্সের লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। শাহজাদপুরের সার্বিক আইন শৃংখ্যলা পরিস্থিতি আরও উন্নতি ঘটাতে আপনাদের কাছ থেকে তথ্য প্রাপ্তিসহ সর্বদা সার্বিক সহযোগীতা প্রত্যাশা করছি।’ গতকাল ( বুধবার ) রাত সাড়ে ৭ টায় শাহজাদপুর থানার সার্ভিস ডেলিভারি সেন্টার ও অভ্যর্থনা কক্ষে (গোলঘর) অনুষ্ঠিত থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকের মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান। এ মতবিনিময় সভায় শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানসহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা ও পুলিশ পরিদর্শক অপারেশন ও কমিউনিটি পুলিশিং আসলাম হোসেনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক ও ‘সাপ্তাহিক জনতার মশাল’ পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি (দৈনিক মানবকন্ঠ), নির্বাহী সদস্য ও ‘সাপ্তাহিক জনতার মশাল’ পত্রিকার নির্বাহী সম্পাদক এ্যাড. কবীর আজমল বিপুল, সহ-সভাপতি আবুল কাশেম (দৈনিক নয়াদিগন্ত), নির্বাহী সদস্য মুমীদুজ্জামান জাহান ( দৈনিক যুগান্তর, বিজয় টিভি), নির্বাহী সদস্য মুস্তাক আহমেদ (দৈনিক সংবাদ প্রতিদিন ও সম্পাদক- সাপ্তাহিক প্রান্তিক সংবাদ), সহ-সভাপতি মোঃ আসলাম আলী (দৈনিক আমার দেশ), সহ-সভাপতি এমএ জাফর লিটন ( দৈনিক যায়যায় দিন ও সম্পাদক- সাপ্তাহিক উত্তর দিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন (দৈনিক দিনকাল), দফতর ও পাঠাগার সম্পাদক হাসানুজ্জামান তুহিন ( দৈনিক প্রতিদিনের সংবাদ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জহুরুল ইসলাম ( দৈনিক আমার সংবাদ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত টিটো ( দৈনিক এশিয়ার বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুর রহমান শিশির (ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সাপ্তাহিক জনতার মশাল, সাব-এডিটর শাহজাদপুর সংবাদ ডটকম, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ কন্ড, স্বাধীন কথা ডটকম), সদস্য মাসুদ মোশাররফ ( দৈনিক আজকালের খবর), রাজিব আহমেদ রাসেল (নতুন সময় টিভি), ফারুক হাসান কাহার ( ডেইলি বাংলাদেশ ও দৈনিক মত প্রকাশ ), এমএ হান্নান শেখ ( সাপ্তাহিক জনতার মশাল ও নিউজ পাবনা ডটকম), জেলহক হোসাইন ( দৈনিক ভোরের ডাক), নিজাম উদ্দিন ( দৈনিক কালের খবর), মাহফুজ রহমান মিলন (দৈনিক ঢাকার ডাক), আমিনুল ইসলাম (দৈনিক খোলা কাগজ) ও গোলাম সরোয়ার ( দৈনিক সকলের খবর) প্রমূখ। এ মতবিনিময় সভায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু বলেন, ‘থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা এবং পুলিশ পরিদর্শক ও কমিউনিটি পুলিশিং অফিসার আসলাম হোসেন সংবাদ সংক্রান্ত তথ্য প্রদানে আন্তরিক ও যতœশীল। থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য আদান-প্রদান ও সমম্বয়ে বিশেষ ভূমিকা রাখবেন। নিরীহ কোন মানুষ যেনো পুলিশী হয়রানীর শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করবেন। মাদক, জুয়াসহ এলাকার নানা অপরাধমূলক কর্মকান্ড দমনে ও শাহজাদপুরের সার্বিক আইন শৃংখ্যলা পরিস্থিতির অধিকতর উন্নয়ন ঘটতে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ থানা পুলিশকে সব ধরনের সহযোগীতা প্রদান করবে।’ শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত’র সাংবাদিক আবুল কাশেম বক্তব্য প্রদানকালে বলেন, ‘শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে পুলিশী সেবা প্রত্যাশী শতকরা ৯৮ ভাগ মানুষই নিরীহ। অসহায় এসব মানুষের সমস্যাগুলো নবাগত অফিসার ইনচার্জ মহোদয় নিজে শুনে তাদের কাঙ্খিত পুলিশী সেবা প্রদান করার জোর দাবি জানাচ্ছি।’ শাহজাদপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর ও বিজয় টিভি’র প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান বলেন, ‘অনেক সময় থানা থেকে তথ্য সরবরাহে গড়িমসি করা হয়। ফলে সঠিক সংবাদ প্রকাশ বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। যথাসময়ে তথ্য প্রাপ্তির বিষয়ে যেনো কোন গ্যাপ সৃষ্টি না হয়- নবাগত অফিসার ইনচার্জ এ বিষয়ে লক্ষ রাখবেন বলে প্রত্যাশা করি।’ শাহজাদপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক সংবাদ প্রতিদিন ও সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ বক্তব্যে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’-এ প্রতিপাদ্য বিষয়টি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানকে নিয়ে শাহজাদপুরে স্টাবলিষ্ট করতে চাই। এছাড়া অপরাধমুক্ত শান্তির শাহজাদপুর গড়তে শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগীতা প্রদান করবে।’ শাহজাদপুর প্রেস ক্লাবের দফতর ও পাঠাগার সম্পাদক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন বলেন, ‘সর্বদা নানা প্রতিকূলতা ও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে সৃষ্ট বাধাঁ, প্রতিবন্ধকতা ও নিরাপত্বার বিষয়ে পুলিশ প্রশাসন সব সময়ই সাংবাদিকদের সাথেপাশে থাকবেন- নবাগত অফিসার ইনচার্জের কাছে এ প্রত্যাশা করি। সেইসাথে তথ্য প্রাপ্তি ও শাহজাদপুরবাসী যেনো শান্তিতে থাকতে পারে-সে বিষয়টি নবাগত অফিসার ইনচার্জ নিশ্চিত করবেন বলেও আমরা আশাবাদী।’ অপরদিকে, সাংবাদিকদের নিরাপত্বা, তথ্যা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, অপরাধ দমনে সামাজিক সচেতনতা সৃষ্টিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.) শাহ হাবিবুল্লাহ (রহ.) মাজারে ভক্তদের ভীড়

জাতীয়

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.) শাহ হাবিবুল্লাহ (রহ.) মাজারে ভক্তদের ভীড়

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাহজা...

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

বিনোদন

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...

শাহজাদপুরে চুরি হওয়া শাড়িসহ গ্রেফতার ৪

শাহজাদপুর

শাহজাদপুরে চুরি হওয়া শাড়িসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে কাপরের হাটের গোডাউন থেকে চুরি হওয়া শাড়িসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- পৌর...

বরিশালে করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৪ রোগীর মৃত্যু

বাংলাদেশ

বরিশালে করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৪ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে করোনা ওয়ার্ডে চারজন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার ব...

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...