বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
শামছুর রহমান শিশির ও সাগর বসাক, হাটপ্রাঁচিল,(কৈজুরি)থেকে ফিরে : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী দুর্গম ভাঙ্গন কবলিত এলাকা কৈজুরী ইউনিয়নের হাটপাঁচিল গ্রামটি ঝুরি গ্রাম বলে পরিচিত। ওই গ্রামের সিংহভাগ নারী-পুরুষ বর্তমানে ঝুরি তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছে। প্রতিদিন পাবনা-সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাটপ্রাচীল গ্রামে তৈরি ঝুরি পাইকারী বিক্রি করা হচ্ছে। জানা গেছে, প্রবলা, প্রমত্তা, প্রগলভা, রাক্ষুসী যমুনার কড়াল গ্রামে বারবার জমি-জমা, ঘরবাড়ি, সহায়-সম্বল সব হারিয়ে পথের ভিখারীতে পরিণত শতশত উদ্বাস্তুরা হাটপ্রাঁচিল গ্রামসহ পার্শ্ববর্তী বাঁধের দু’পাশে আশ্রয় নিয়ে মানবেতর দিনযাপন করে আসছিলো। প্রত্যন্ত পল্লী এলাকা হওয়ায় হাটপ্রাঁচিল গ্রামের অসহায় এসব মানুষের হাতে জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম তেমন একটা ছিলো না। ওই গ্রামের বেশ কয়েকজন দুঃস্থ নারীরা প্রথমে ঝুরি তৈরির কাজ শুরু করে। সারাদেশে ঝুরির বেশ কদর থাকায় ও পেশাটি লাভজনক হওয়ায় দিনদিন ওই দুঃস্থ নারীরা একে অপরের দেখাদেখিতে ঝুরি তৈরির কাজ শুরু করে। ঝুরি প্রস্তুতকারক দুঃস্থ ওইসব নারীদের পাশাপাশি যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের লোকেরা নিজেদের এ পেশার সাথে সম্পৃক্ত করেছে। এ গ্রামে তৈরি ঝুরি সারাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীন মেলায় সরবরাহ করা হচ্ছে। কিন্তু যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে প্রাচীন এ শিল্পটি আজও মুখ থুবড়ে পড়ে আছে। হাটপাচিল গ্রামে মদিনা বেগম, মমতা বেগম, আয়নাল হকসহ বেশ কয়েকজন ঝুরি প্রস্তুতকারক জানান, ‘অতীতে গ্রামবাসীর হাতে তেমন কোন কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে প্রতিনিয়ত খেয়ে না খেয়ে তাদের মানবেতর দিনযাপন করতে হতো। কিন্তু ঝুরি তৈরি করে বিক্রি করার পর থেকে তারা পরিবার পরিজন নিয়ে দু’বেলা দু’মুঠো ভাত পেটপুরে খেতে পারছে। ঝুরি তৈরির কাজে সরকারি-বেসরকারিভাবে যদি সুদমুুক্ত অর্থসহায়তা করা হতো, তাহলে এ শিল্পটি বৃহৎ একটি শিল্পে পরিণত করা সম্ভব হতো।’ এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘হাটপ্রাঁচীল গ্রামের ঝুরি প্রস্তুকারক নারীরা বেশ কর্মঠ। তারা ঝুরি তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে ঝুরি তৈরির এ শিল্পটি আজও বৃহৎ শিল্পে রূপান্তর হতে পারেনি। এসব ঝুরি প্রস্তুতকারক নারীদের যদি সরকারি-বেসরকারিভাবে সুদমুক্ত অর্থসহায়তা দেয়া হলে এ গ্রামের কর্মঠ নারীরা ঝুরি তৈরি করে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটানোর পাশাপাশি শিল্পটিকে বৃহৎ শিল্পে রূপদান করতে পারবে।’ অন্যদিকে, ঝুরি শিল্পটিকে সমৃদ্ধশালী করতে প্রয়োজনীয় সুদমুক্ত ঋণের দাবি জানিয়েছে হাটপ্রাঁচিল গ্রামের ঝুরি প্রস্তুতকারক নারীরা।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...