বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
ঢাকা: দেশে প্রতিবছরই ঈদের দিন পানির দরে কাঁচা চামড়া বিক্রি হয়। বিগত বছরগুলোতে দাম না পেয়ে চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন অনেক ব্যবসায়ী। পচা চামড়া সিটি করপোরেশনকে অপসারণ করতে হয়েছে। কিন্তু এমন ঘটনা প্রতিবছর কেন ঘটছে? চামড়ার দাম স্বাভাবিক অবস্থায় ফিরছে না কেন? কারণ খুঁজতে গিয়ে সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ট্যানারি মালিকরা বলছেন, তারা ঠিকমতো ঋণ পান না বলেই চামড়ার দামের এই অবস্থা। আবার চামড়ার আড়তদাররা বলছেন, সব ঋণ ট্যানারি মালিকরাই পান। চামড়া নিয়ে সময়মতো দামও পরিশোধ করে না। কেউ বলছেন, মৌসুমী ব্যবসায়ীরা না বুঝেই বেশি দামে চামড়া কেনেন বলেই দাম পড়ে যায়। আবার কেউ কেউ বলছেন, ট্যানারি স্থানান্তরের কারণে দেশের চামড়া ব্যবসায়ীরা পুরোপুরি উৎপাদনে যেতে পারছেন না। আন্তর্জাতিক বাজারেও দাম পড়ে গেছে। সে কারণে দেশের চামড়ার বাজারে এত অস্থিরতা। চামড়ার বাজারের এই অস্থিরতা কাটাতে সরকার এবারও ঋণ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন হলো, ঋণ সুবিধা দেওয়া হলেও কি চামড়ার বাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে? ব্যাংকগুলো ঠিকমতো ঋণ দেয় না- ট্যানারি মালিকদের এমন অভিযোগ থাকলেও জানা গেছে, চামড়া খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ৮ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৫ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশে প্রতি বছর ১ কোটি ৬৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে ছাগলের চামড়া ১ কোটি, গরু ৫০ লাখ এবং ভেড়া ও মহিষ মিলে ১৫ লাখ। সব মিলিয়ে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। আর এই চামড়ার প্রায় অর্ধেকই পাওয়া যায় কোরবানি ঈদের সময়। এসব কথা মাথা রেখে চামড়া সংগ্রহের জন্য প্রতিবছর ট্যানারি মালিকদের ব্যাংক ঋণ দিয়ে থাকে সরকার। কিন্তু প্রতি কোরবানির ঈদের বিকেলে পানির দরে বিক্রি হয়ে থাকে কাঁচা চামড়া। বিগত কয়েক বছর ধরেই দেখা যায়, মৌসুমী চামড়া বিক্রেতারা চামড়া নিয়ে নানা ধরনের অভিযোগ করে থাকেন। মিরপুর ৬০ ফিটের বারেক মোল্লা মোড়ে বাস করেন আরিফুল ইসলাম। তিনি ঢাকা কলেজে বাংলায় অনার্স পড়ছেন। সামান্য কিছু আয়ের আশায় প্রতি কোরবানির ঈদে এই মহল্লায় থেকে কাঁচা চামড়া সংগ্রহ করেন। স্থানীয় ছেলে হওয়ায় অনেকের কাছ থেকে সহজেই কাঁচা চামড়া সংগ্রহ করতে পারেন তিনি। কিন্তু গত দুই কোরবানির ঈদে তিনি লোকসান গুণেছেন প্রায় ৪৫ হাজার টাকা। তাই সিদ্ধান্ত নিয়েছেন এবার আর কাঁচা চামড়ার ব্যবসা করবেন না। আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুই কোরবানির ঈদে চামড়ায় লোকসান হয়েছে। বিক্রি করতে গেলে লালাবাগ পোস্তার আড়তদারেরা নানা রকমের বাহানা করে। ট্যানারি মালিকেরাও চামড়ার সঠিক মূল্য দেয় না। তাহলে প্রতি বছর সরকার এদের কেন চামড়া কিনতে ঋণ দেয়? গতবছর ১ লাখ ২০ হাজার টাকায় কেনা গরুর চামড়াও ৫শ’ টাকায় বিক্রি হয়েছে। সাধারণ মাপের গরুর চামড়ার দাম ছিল না বললেই হয়। এচাড়া খাসি-ছাগল-ভেড়ার চামড়া বিক্রি হয়েছে ১০-১২টাকায়। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) দাবি, ২০১৫ সাল থেকেই আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন শুরু হয়। ফলে দেশেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব হোসেন বাংলানিউজকে বলেন, ২০১৫ সাল থেকে ঈদের দিন চামড়ার দাম পড়ে যাচ্ছে। এর আগে এমনটা ঘটেনি। এর প্রধান কারণ ব্যাংক ঋণ আড়তদাররা পান না। ঋণ সব সময় ট্যানারি মালিকেরা পেয়ে থাকেন। এছাড়া ঈদের দিন চামড়া নিয়ে যে ঝামেলা তৈরি এর জন্য দায়ী মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তারা না বুঝেই বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েন। জানা গেছে, এবারও (২০২০) চামড়া খাতের ঋণের প্রায় ৭০ শতাংশই খেলাপি হয়ে আছে। এ খাতের উদ্যোক্তারা নতুন করে ঋণ নিতে পারছেন না। এজন্য কোরবানি উপলক্ষে সহজ শর্তে ঋণ পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মাত্র ২ শতাংশ এককালীন জমা দিয়ে চামড়ার ঋণ পুনঃতফসিল করা যাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চামড়া খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ৮ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৫ হাজার কোটি টাকার বেশি। ঋণের বড় অংশই সরকারি ব্যাংকের। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বাংলানিউজকে বলেন, ২০১৭ সাল থেটে ট্যানারি স্থানান্তর করতে হচ্ছে। ফলে আমরা সঠিকভাবে উৎপাদনে যেতে পারিনি। আন্তর্জাতিক অনেক মার্কেট আমরা হারিয়ে ফেলেছি। এছাড়া ব্যাংক থেকে আমাদের সঠিকভাবে ঋণও দিচ্ছে না। এ কারণে ঈদের দিন চামড়া বেচাকেনায় সমস্যাগুলো হচ্ছে। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...