বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ২নং ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আওয়াল সরকার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামারখন্দ উপজেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ও তাদেরকে দলীয় কাজে অংশ নিতে নির্দেশ প্রদান করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি। ৬ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী আলাদা দুটি চিঠির মাধ্যমে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামকে নির্দেশক্রমে আওয়াল-আলীমের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ও তাদেরকে দলীয় কাজে অংশ নিতে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক ও দপÍর সম্পাদকের দায়িত্ব সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জেলা বিএনপির প্রেরিত চিঠি দুটিতে উল্লেখ করা হয়েছে,সংশ্লিষ্ঠ বিষয়ে জেলা বিএনপির অবগতির জন্য প্রেরিত চিঠিপত্রের তথ্য সূত্র পর্যালোচনা করে জানা যায় যে,২২.০৪.২০১৬ ইং তারিখে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২ নং ঝাঐল ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি মোঃ আব্দুল আওয়াল সরকার ও তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল আলীম সেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের ২নং ঝাঐল ইউনিয়নের ৯টি ওয়ার্ড শাখার বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ দলের বৃহত্তর স্বার্থে মোঃ আব্দুল আওয়াল সরকার ও আব্দুল আলীম সেখের বিরুদ্ধে আনীত কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবী জানিয়ে নিজেরা স্বাক্ষর করে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পত্র প্রদান করেন। অপরদিকে মোঃ আব্দুল আওয়াল সরকার ও আব্দুল আলীম সেখ আলাদা আলাদা ভাবে নিজেদেরকে নির্দোষ দাবী করে তাদের কোন অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে কোন ভুল যেন না হয় তার জন্য সতর্ক থাকার অঙ্গিকার করে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করেন। উপরোক্ত তথ্য-উপায়ত্ত পর্যালোচনা,বিচার-বিশ্লেষন ও বাংলাদেশী জাতীয়তাবাদ,বিএনপির নীতি- লক্ষ্যে পূর্ণ বিশ্বাসী মোঃ আব্দুল আওয়াল সরকার ও আব্দুল আলীম সেখের দলের প্রতি তাদের অতীত ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করে এবং দলের বৃহত্তর স্বার্থে তাদের বিরুদ্ধে আনীত কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে তাকে দলীয় সকল সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ ও দায়িত্ব পালনে সহযোগিতা করতে কামারখন্দ উপজেলা বিএনপিকে অনুরোধ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোকাদ্দেছ আলী। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যও চিঠি দুটির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

জেলার বেলকুচি উপজেলায় কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রতাঁতী ও তাঁত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্...

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

রাজনীতি

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ প্রয়াত ড. মযহারুল ইসলামের বাসভবনে কেন্দ্রীয় আও...