শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
দেশে করোনা ভাইরাস শুরুর পর থেকে একের পর এক সেবামূলক কাজ করে যাচ্ছেন সাকিব আল হাসান এবং তার ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। এবার করোনায় মৃতদের দাফনের জন্য অ্যাম্বুলেন্স সেবা দিতে এগিয়ে এলেন তিনি। এই কাজে মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে একত্রে কাজ করবে সাকিবের ফাউন্ডেশন।
সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন একত্রে সিদ্ধান্ত নিয়েছে যত দ্রুত সম্ভব অ্যাম্বুল্যান্স সেবা দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হওয়ার। অসহায়-সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে মাস্তুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি গরীব শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জুতা, মোজা, বই, খাতাসহ সকল শিক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। নতুন এই উদ্যোগ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সাকিব। দেশসেরা অলরাউন্ডার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘জনপ্রিয় অনলাইন ফান্ডরাইজিং ক্যাম্পেইন “অকশন ফর একশন” আমন্ত্রণ জানায় মাস্তুল ফাউন্ডেশনকে তাদের কোভিড-১৯ দুর্যোগ পরিস্থতিতে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।’ ‘প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান জানান, বর্তমানে তারা কোভিড-১৯ আক্রান্ত ১৯ জন করোনাতে মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রমও সম্পন্ন করেছে এবং এটি তারা নিজেদের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে চালাচ্ছে, যা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছিলো। সে আরো জানায় তাদের একটি নিজস্ব অ্যাম্বুলেন্স হলে করোনাতে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের দাফন কাজে সহযোগিতা করতে পারবে।’ ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবাল এটিকে সাকিব আল হাসানের নজরে এনেছিলেন, যিনি অতি দ্রুত সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনকে সহায়তা করার।’ সাকিবের ফেসবুক পোস্ট।মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্টার্ড সামাজিক প্রতিষ্ঠান। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল এবং এর বাইরে ২২ টি স্কুলে, ১২ জেলায় ১১০০ সুবিধাবঞ্চিত গরীব-শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জুতা, মোজা, বই, খাতা সহ সকল শিক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। এর পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। মাস্তুলে রয়েছে পিতামাতাহীন/অনাথ/এতিম বাচ্চাদের জন্য “মাস্তুল শেল্টার হোম”। এখানে প্রায় ২১ জন বাচ্চা রয়েছে। মাস্তুলের রয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাইরে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ৭০ জনকে স্বাবলম্বী করে তোলা হয়েছে। মাস্তুল ফাউন্ডেশন থেকে মৃত ব্যক্তিদের জানাজা, দাফন-কাফন কার্যক্রম ও সৎকার করা হয়ে থাকে। এই কোভিড-১৯ দুর্যোগে মাস্তুল থেকে করোনাতে আক্রান্ত মৃতদের দাফন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাস্তুলের রয়েছে অসহায় ও গরীবদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও স্বাস্থ্য সেবা। ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন একত্রে সিদ্ধান্ত নেয় যে, যত দ্রুত সম্ভব অ্যাম্বুল্যান্স সেবা দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে আমাদের এই সেবা নিয়ে হাজির হয়েছি। চাইলে দেশের এই ক্রান্তিলগ্নে আপনিও মাস্তুল ফাউন্ডেশনের এই সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।’ দুযোগে সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাকিব আরও লেখেন, ‘দাফনের কাপড়, পিপিই, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, গ্লাভস দিয়ে এগিয়ে এসে আপনিও আমাদের সঙ্গে দেশের এই দুর্যোগে সমাজের পাশে দাড়াতে পারেন। অ্যাম্বুলেন্স সার্ভিস ও মাস্তুল ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য এই নম্বরে যোগাযোগ করুন:  01730482279 , 01715097762 ।
তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

পড়াশোনা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

জাতীয়

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...

মহানবী (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ

ধর্ম

মহানবী (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ

এসময় মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) নিয়ে কুটুক্তি করায় সংসদে নিন্দা জানানোর আহবান জানানো হয়।এছারাও বক্তাদের পক্ষ থেকে ভারতী...

দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা বর্ষা

শাহজাদপুর

দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা বর্ষা

চিত্রনায়িকা বর্ষার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহ ইউনিয়নে। সেখানেই বেড়ে উঠেছেন এই নায়িকা। এদিকে নিজের এলাকায় এ...

শাহজাদপুরে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক হিরু'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রাজনীতি

শাহজাদপুরে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক হিরু'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজ শুক্রবার (২৮ মে) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ম...