শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

011শাহজাদপুর প্রতিনিধিঃ চৌহালী উপজেলার বেতিল ১নং ও এনায়েতপুর ২নং সলিড স্পারের পূনর্বাসন ও শক্তিশালীকরণের কাজ সমাপ্তির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত বেশির ভাগ অংশের কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান বগুড়ার লিয়াকত আলী কনস্ট্রাকশন। এ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এ কাজ এখনও শেষ না হওয়ায় যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে এলাকায় আবারোও ভাঙ্গন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে এনায়েতপুর মেডিকেল কলেজ এন্ড হাসপতাল, বিশ্ববিদ্যালয়সহ বহু তাঁত করাখানা। এদিকে বাঁধ দুটির সংস্কার কাজের ধীরগতি আর অনিয়ম নিয়ে এলাকাবাসী ক্ষুুব্ধ হয়ে উঠেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলেছেন, এতে আতংকিত হওয়ার কিছু নেই। খুব শীঘ্রই এই কাজ সমাপ্ত করা হবে।

সরেজমিন ঘুরে জানা যায়, এনায়েতপুরে প্রায় ১২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, নার্সিং ইন্সটিটিউট, মাজার শরীফ, কাপড়ের হাট, বেতিলের মৎস্য ডিপ্লোমা ইউন্সটিটিউট, নির্মাণাধীন সরকারী ভ্যাটেরিনারী কলেজ, বসতবাড়ীসহ শত শত তাঁত কারখানা ও আবাদী জমি রক্ষায় ২০০০-২০০১ অর্থ বছরে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই সলিড স্পার ২টি নির্মাণ করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নির্মাণের পর কয়েক বার ভাঙ্গনের কবলে পড়লেও গত দু’বছরে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে এই সলিড স্পার ২টি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। এই সলিড স্পার দু’টিকে পুনর্বাসন ও শক্তিশালীকরণের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বেতিল সলিড স্পারটির জন্য ৬ কোটি টাকা ও এনায়েতপুর সলিড স্পারের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ দিয়ে ২০১৪ সালের ১৫ মে থেকে ২০১৫ সালের ১৪ মে পর্যন্ত কার্য সময় নির্ধারণ করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শুরু না করায় তা এখনও শেষ করতে পারেনি। ওয়ার্ক অর্ডার অনুযায়ী গত এক মাস আগে কাজের সময় সীমা শেষ হলেও এখনও পর্যন্ত এ কাজের অর্ধেক কাজই শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। এদিকে বেতিল সলিড স্পারের যে কাজ হচ্ছে তা নিয়েও রয়েছে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ। এ দু’টি প্রকল্প মেরামতের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে। এছাড়া এ কাজের সাথে প্রভাবশালী ব্যক্তিবর্গ জড়িত থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে এলাকাবাসী কিছু বলতে সাহস পাচ্ছে না। ফলে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতিতে ক্ষুব্ধ এলাকাবাসী হয়ে উঠেছে। এলাকাবাসী এ প্রকল্প দুটির সংস্কার কাজ দ্রুত স¤পন্ন করা জোর দাবি জানিয়েছে। দ্রুত এই সংস্কার কাজ শেষ করতে না পারলে শিল্প প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়বে। এ বাঁধের ৩০ ভাগ কাজও এখনও শেষ হয়নি দাবি করে এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল তালুকদার সহ একাধিক ব্যক্তি জানান, এনায়েতপুর স্পার বাঁধে পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে এ কাজ এখনও শেষ হয়নি। বর্ষা মৌসুম শুরু হলেও কাজ শেষ না হওয়ায় এ এলাকা ভয়াবহ ভাঙন ঝুঁকিতে পড়েছে। খাাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রকৌশলী আনিসুর রহমান জানান- বার বার পানি উন্নয়ন বোর্ডকে কাজ শেষ করার জন্য তাগিদ দিলেও তারা কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। এ বাঁধের তদারকির দায়িত্বে নিয়োজিত পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী (এসও) জাকির হোসেন জানান, আতংকিত হবার কিছু নেই। আগামী ৩০ জুন পর্যন্ত স্পার ২টির কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সময় মতো কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে আরো ২ কোটি ৬০ লাখ টাকার আরেকটি প্রকল্পের কাজ শুররু করার কথা থাকলেও এখন পর্যন্ত তা শুরু করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান বগুড়ার লিয়াকত আলী কনস্ট্রাকশন কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের জন্য চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শরিফুল ইসলাম অনিয়ম দুর্নীতির বিষয় অস্বীকার করে বলেন- চলতি মাসের শেষের দিকে এই প্রকল্প দু’টির কাজ সমাপ্ত হয়ে যাবে। এতে আর কোন সমস্যা থাকবে না।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

শাহজাদপুর

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...

সভাপতি বিমল কুন্ডু সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ

শাহজাদপুর

সভাপতি বিমল কুন্ডু সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ

সোমবার (৯মে) দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিমল কুন্ডুর সভাপতিত্বে ও শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত।

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

বগুড়াসহ এ অঞ্চলের মানুষদের বহুল প্রতিক্ষিত বগুড়া- সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সম...