সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
ডেস্ক নিউজঃ উল্লাপাড়ায় পুলিশ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, সোমবার বিকালে তাদের প্রত্যেকের নামে ১০দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সূপ্রিয়া রহমান ৩দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হলো- উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের ২ ছেলে ওমর আলী আকন্দ (২৮), ইদ্রিস আলী আকন্দ (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার শাহান গাছা এলাকার বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবু (১৯)। মামলার বাদী উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৭টি জেহাদি বই ও একটি মোবাইলে সংরক্ষনকৃত জেএমবি প্রশিক্ষনের ভিডিও উদ্ধার করা হয়। রাতে নিজে বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩জনসহ মোট ১৭/১৮জনকে আসামি করে মামলা করেছি। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জ ডিবি পুলিশও তদন্ত করছে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান সোমবার দুপুরে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জেএমবি’র সদস্য বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই নের্টওয়ার্কের অন্যন্যা সদস্যদের সন্ধানে সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার দূর্গম চরাঞ্চলগুলোতে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইদ্রিস আলী আকন্দ অনেক আগ থেকেই জেএমবির সাথে জড়িত ছিল। তার ছোট ভাই ওমর আলী আকন্দ মালদ্বীপে ছিল। ২০১৩ সালে দেশে ফেরার পর থেকে সেও এই সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। আর সোয়াইব হোসেন বাবু কিছুদিন যাবত তাদের সাথে যুক্ত হয়েছে। ইতোমধ্যেই সে বিদেশে জঙ্গি প্রশিক্ষণের যাবার প্রস্তুতি হিসাবে এ সংগঠনের সিনিয়র সদস্যদের কাছে সে ৭ হাজার টাকাও জমা দিয়েছে।
  সূত্রঃ www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

খেলাধুলা

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু

রাজনীতি

সিরাজগঞ্জে নৌকা-ধানের শীষের লড়াই শুরু

ডেস্ক নিউজ: আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্তের পরই প্রার্থীর সমর্থক ও দলীয় কর্ম...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...