বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
ডেস্ক নিউজঃ উল্লাপাড়ায় পুলিশ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, সোমবার বিকালে তাদের প্রত্যেকের নামে ১০দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সূপ্রিয়া রহমান ৩দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হলো- উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের ২ ছেলে ওমর আলী আকন্দ (২৮), ইদ্রিস আলী আকন্দ (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার শাহান গাছা এলাকার বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবু (১৯)। মামলার বাদী উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৭টি জেহাদি বই ও একটি মোবাইলে সংরক্ষনকৃত জেএমবি প্রশিক্ষনের ভিডিও উদ্ধার করা হয়। রাতে নিজে বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩জনসহ মোট ১৭/১৮জনকে আসামি করে মামলা করেছি। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জ ডিবি পুলিশও তদন্ত করছে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান সোমবার দুপুরে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জেএমবি’র সদস্য বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই নের্টওয়ার্কের অন্যন্যা সদস্যদের সন্ধানে সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার দূর্গম চরাঞ্চলগুলোতে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইদ্রিস আলী আকন্দ অনেক আগ থেকেই জেএমবির সাথে জড়িত ছিল। তার ছোট ভাই ওমর আলী আকন্দ মালদ্বীপে ছিল। ২০১৩ সালে দেশে ফেরার পর থেকে সেও এই সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। আর সোয়াইব হোসেন বাবু কিছুদিন যাবত তাদের সাথে যুক্ত হয়েছে। ইতোমধ্যেই সে বিদেশে জঙ্গি প্রশিক্ষণের যাবার প্রস্তুতি হিসাবে এ সংগঠনের সিনিয়র সদস্যদের কাছে সে ৭ হাজার টাকাও জমা দিয়েছে।
  সূত্রঃ www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”

সম্পাদকীয়

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...