শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামের ৫'শতাধিক শিশু, কিশোর, যুবক, যুবতী, নারী, পুরুষ, বৃদ্ধসহ সব বয়সী জনগণ উল্লাপাড়া মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই আব্দুল জলিলের ১০ দিনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ প্রায় ১০ মাস পর তাদের নিজ গ্রামের নিজ নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছে। ওই গ্রামের চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার বাদীপক্ষের হামলার ভয়ে তারা এতদিন দেশের বিভিন্ন স্থানে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর, দুর্বিসহ দিনযাপনের মাধ্যমে পালিয়ে ফিরছিলেন। ১০ মাস পরে হলেও তারা অবশেষে গতকাল সোমবার বিকেলে নিজ গ্রামের নিজ বাড়িতে ফিরতে পারায় তাদের মধ্যে বাঁধভাঙ্গা জোয়ার বইছে। দু:সাধ্য ওই কাজটির জন্য গ্রামবাসী উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ন কবির লিটন, আবুল কালাম আজাদ মোক্কা ও বিশেষ করে প্রধান সমন্বয়ক এসআই আব্দুল জলিলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী ও জনপ্রতিনিধি এ প্রতিবেদককে জানিয়েছেন,‘গত ২১ জানুয়ারি খাস জমি নিয়ে বিরোধের জের ধরে উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসু ও জহুরুল এ দু’গোষ্ঠির মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে জহুরুল গোষ্ঠির মকবুল ও সাইদুল নামের ২ সমর্থক মারা যায় ও কমপক্ষে উভয় গোষ্ঠির ২০ জন আহত হয়। এ ঘটনায় চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দীনের ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে হাসু গোষ্ঠির নামীয় ৫১ জনসহ অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে পুলিশী গ্রেফতার এড়াতে ও জহুরুল গোষ্ঠির সমর্থকদের হামলার ভয়ে ওই গ্রামের হাসু গোষ্ঠির প্রায় ৫১ টি পরিবারের প্রায় ৫’শতাধিক শিশু, কিশোর, যুবক, যুবতী, নারী, পুরুষসহ আবাল-বৃদ্ধ-বণিতা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ফিরছিলো। এমনকি গত ৩/ ৪ মাস আগে উচ্চ আদালত থেকে ৪৮ জন জামিন নিলেও প্রতিপক্ষের ভয়ে নিজ গ্রাম, নিজ বাড়িতে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে, গত ১০ দিন আগে উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ও মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদের নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিগণকে সাথে নিয়ে মানবেতর, দুর্বিসহ দিনযাপনকারী ওইসব প্রায় ৫’শতাধিক এলাকাবাসীকে নিজ বুদ্ধিমত্তায় তাদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন থানার চৌকস পুলিশ অফিসার এস আই আব্দুল জলিল। এ ব্যাপারে প্রায় ১০ মাস পর নিজ গ্রামের নিজ বাড়িতে ফেরা চকপাঙ্গাসী গ্রামের বেলাল হোসেন, সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ইউনুস আলীসহ বেশ কয়েকজন এ প্রতিবেদককে জানান, ‘নিজ গ্রাম, নিজ বাড়ি ছেড়ে গত ১০ মাস কতটা কষ্ট, দু:খ সহ্য করে তারা দেশের বিভিন্ন স্থানে শিশু,নারীসহ পরিবারের সদস্যদের নিয়ে প্রতিটি দিন খেয়ে না খেয়ে কাটিয়েছেন, তা বলে শেষ করা যাবে না। অবশেষ থানার দারোগা জলিল ভাইয়ের সহযোগীতা ও প্রচেষ্টায় দীর্ঘ কষ্টময় জীবনের অবসান ঘটেছে। ধন্যবাদ দারোগা জলিল ভাইকে, ধন্যবাদ এ মহতী উদ্যোগের সাথে জড়িত সকলকে।’ অপরদিকে, এ বিষয়ে জানতে চাওয়া হলে এসআই আব্দুল জলিল এ প্রতিবেদককে জানান, ‘গত ১০ দিন পূর্বে দীর্ঘদিনের ওই বিরোধ নিষ্পত্তিপূর্বক গৃহহারা নারী, শিশুসহ ৫’শতাধিক নীরিহ গ্রামবাসীকে নিজ বাড়িতে তুলে দেয়ার জন্য স্থানীয় এমপি তানভীর ইমাম ও থানার সুযোগ্য অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ তার ওপর দায়িত্ব অর্পণ করেছিলেন। গতকাল সোমবার বিকেলে কঠিন বিরোধপূর্ণ ওই গ্রামে ভিটেমাটি ছাড়া ৫'শতাধিক মানুষকে নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিতে পেরে ও তাদের মুখে হাঁসি ফোটাতে পেরে, পুলিশের প্রতি সাধারণ মানুষের যে প্রত্যাশা, তা সঠিকভাবে পালনের মাধ্যমে এই জনকল্যাণমূলক কাজটি করতে পেরে, সমগ্র পুলিশ বাহিনীর ভাবমুর্তি উজ্জ্বল করতে পেরে এবং দুস্থ ওইসব মানুষের মুখের বাঁধভাঙ্গা হাঁসি, আত্মতৃপ্তি দেখে খুব ভালো লাগছে।’ এ কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরে স্থানীয় এমপি তানভীর ইমাম, থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ, ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির লিটন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোক্কার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চৌকস পুলিশ অফিসার এসআই আব্দুল জলিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামের ৫’শতাধিক আমজনতা নিজ বাড়িতে ফিরতে পারায় তাদের মধ্যে বাঁধভাঙ্গা আনন্দ পরিলক্ষিত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

শাহজাদপুর

শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...