শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুন পাড়া ও উরিরচরে করতোয়া নদীর বুকে বালির বাঁধ দিয়ে করতোয়া নদীর বৃহৎ একটি অংশ ভরাট ও দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও তীরবর্তী কতিপয় বসতিদের বিরুদ্ধে। বৃহৎ ওই অংশের কোথাও নেই সীমানা চিহ্ন বা পিলার। পাশাপাশি সংশ্লিষ্টদের এ বিষয়ে কোনো গরজ পরিলক্ষিত না হওয়ার ইচ্ছেমতো চলছে ভরাট ও দখলের কাজ। ঘটনার এখানেই শেষ নয়! ঈদগাহ, কবরস্থান, স্কুল আঙ্গিনা ও বসতবাড়িতে বালি ভরাটের নামে কৌশলে করতোয়া নদী তীর দখল করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্টদের জরুরী ভিত্তিতে খতিয়ে দেখা উচিৎ বলে বিজ্ঞমহল মনে করছেন। শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুন পাড়া ও উরিরচরে হারুনর রশীদ (৬৫), গোলজার হোসেন (৭৫), সোহেল রানা (৩০)সহ বেশ কয়েকজন এলাকাবাসী জানায়, 'গত কয়েকদিন ধরে ওই এলাকার প্রভাবশালী হাফিজুর রহমান, ওমর ফারুক, আরিফুল ইসলাম, খবির মেম্বর, পাবনার রুবেল, রতনকান্দির রমজান ও বাঁশির ছেলের নেতৃত্বে উরিরচর এলাকার সাঈদের বাড়ি থেকে থানারঘাট করতোয়া সেতু সংলগ্ন রাসেলের বাড়ী পর্যন্ত করতায়া নদীর বুকে বালির বাঁধ দিয়ে দখল ভরাটের কাজ শুরু করেছে। প্রভাবশালীদের পক্ষ থেকে করতোয়া নদী তীরের এ অংশ নিজস্ব মালিকানাভুক্ত সম্পত্তি দাবী করা হলেও করতোয়া নদীর পশ্চিমের সীমানা কোথায়? বা কতদূর পর্যন্ত? এমন প্রশ্নের জবাব না প্রভাবশালীরা, না নতুন বসতি; এলাকার একজন মানুষও বলতে পারেনি। সরেজমিন পরিদর্শনকালে একই এলাকার মৃত নূর আলমের ছেলে জামাল উদ্দিন বলেন,'আমরা নতুন বসতি। চৌহালী থেকে এসে বাড়ি করেছি। সবাই বলে এ জায়গা তো নদীর।' একই এলাকার জয়নাল মুন্সীর ছেলে মোতালেব বলেন,'নদীর সীমানা জানি না। ভরাটের স্থানগুলো নদীর না ব্যক্তির ; তাও জানি না।' দখল ও ভরাটের সাথে সংশ্লিষ্ট জনৈক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ‌‌ঈদগাহ, কবরস্থান, স্কুল আঙ্গিনা ও বসতবাড়িতে বালি ভরাটের অন্তরালে কৌশলে করতোয়া নদী তীর দখল করছি। এর কিছু জায়গা আমাদের । বাকিটা নদীর। এ বিষয়ে জানতে চাওয়া হলে হাফিজুর রহমানের ভাই হাফেজ মাওঃ শামছুল হক মুঠোফোনে বলেন, 'সামনে আমরা যারা আছি, তারাই আমরা বাড়ির জায়গা ভরাট করছি। পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ডিসির কাছ থেকে অনুমতি নিয়ে তা পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েই এ কাজ করছি।' শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মামুম মিয়া বলেন,'শুনেছি জায়গাটি ব্যক্তিমালিকানার। তবে আমরা ভরাটের কোন অনুমতি দেইনি। এ বিষয় শাহজাদপুর উপজলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা বলেন, ‘নদীর জায়গা দখল করে ভরাট করার কোন অনুমতি দেইনি। নদীর বা সরকারি জায়গা দখল করে ভরাট করল অবশ্যই তদন্তসাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ অন্যদিক, এ বিষয় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সরেজমিন না দেখে এ বিষয়ে মন্তব্য করতে তিনি রাজি হননি। আইন বিশেষজ্ঞ ও বিজ্ঞমহলের মতে,'সিএস নকশায় ১৯৪০ সালে যেটা নদী হিসেবে উল্লেখ রয়েছে, পরবর্তীতে সেটার শ্রেণি পরিবর্তন করা আইনগতভাবে সম্ভব নয়। নদী শিকস্তি ও নদী পয়স্তি আইনানুসারে মালিকানাভুক্ত জমি নদীগর্ভে বিলীন হলে এবং ৩০ বছর বলবৎ থাকলে সে জমি রাষ্ট্রের। এজন্য, উত্তরাঞ্চলের বুক চিরে বহমান করতোয়া'র মতো জনগুরুত্বপূর্ণ নদীর এ অংশের সীমানা নির্ধারণ অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

ধর্ম

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

গতকাল রোববার রাতে উপজেলার শেলাচাপড়ী পশ্চিমপাড় গ্রামের পূর্ব উত্তরপাড়া মহল্লার ‘মাশয়ারিল হারাম’ জামে মসজিদের উন্নতিকল্পে...

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

বাংলাদেশ

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

উপ-সম্পাদকীয়

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

মানুষের প্রয়োজনে দুনিয়ায় কত শত পেশা যে তৈরি হয়েছে তার ইয়ত্তা নাই । দেখুন না, জুতা সেলাই থেকে জাহাজ তৈরি কিংবা টিকা তৈরি...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...