শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
PHOTO- 02 মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত বিপিসি’র পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানী থেকে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় পুলিশ প্রহরায় ডিজেল ও ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে। টানা ১৭ দিনের অবরোধে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ডিজেল ও ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি হলে শাহজাদপুর উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে এ সংকট নিরসনে পুলিশ প্রহরায় সার ও ডিজেল সরবরাহ নিশ্চিত করে। অবরোধকারীদের পেট্রোল বোমা হামলার আশংকায় সরবাহী ট্রাক ও ডিজেলবাহী ট্যাংকলরী উত্তরবঙ্গে যাতায়াতে অনিহা প্রকাশ করলে সার ও ডিজেল সরবরাহ অশ্চিত হয়ে পড়ে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সার ও ডিজেলর কৃত্রিম সংকট সৃষ্টি হয়। ফলে চলতি সেচ মৌসুমে ইরি-বোরোর চারা রোপনের কাজ হুমকির সম্মুখিন হয়ে পড়ে। বিষয়টি শাহজাদপুর উপজেলা প্রশাসনের নজরে এলে এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ তড়িৎ ব্যবস্থা নিয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দীনের সহযোগিতায় পুলিশ প্রহরায় উত্তরাঞ্চলে সার ও ডিজেল সরবরাহ নিশ্চিত করে। প্রতিদিন বাঘাবাড়ি বাফার গুদাম থেকে পুলিশ প্রহরায় ৬০ থেকে ৭০টি ট্রাক যোগে ১ হাজার মেট্রিক টন থেকে দেড় হাজার মেট্রিক টন ইউরিয়া সার পুলিশ প্রহরায় উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় পৌঁছে দেয়া হচ্ছে। অপরদিকে বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত বিপিসি’র পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে প্রতিদিন ২০ লাখ ৮৪ হাজার লিটার ডিজেল উত্তরাঞ্চলের ১৬ জেলার বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হচ্ছে। এতে সার ও ডিজেল সংকট ৬০ ভাগ কমে এসেছে। স্থানীয় প্রশাসন আশা করছে আগামী ১ সপ্তাহের মধ্যে সংকট পুরোপুরি নিরসন হবে। অবরোধকারীদের দ্বারা যাতে ডিজেল ও সারবাহী ট্রাক আক্রান্ত না হয় সে জন্য মহাসড়কের সর্বত্র পুলিশ প্রহরা ও টহল জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। বাঘাবাড়ি অয়েল ডিপো যমুনা অয়েল কোম্পানীর ব্যবস্থাপক আব্দুল মজিদ জানান, তাদের যমুনা অয়েল কোম্পানীর বাঘাবাড়ি অফিসের মজুদাগারে ১ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার লিটার, পদ্মা আয়ল ডিপোর ১ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার লিটার এবং মেঘনা পেট্রলিয়ামের ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছে। এ পরিমাণ ডিজেল দিয়ে আগামী ২০ থেকে ২৫ দিন পর্যন্ত উত্তরাঞ্চলের ১৬ জেলার চাহিদা পূরণ করা যাবে। যেহেতু চট্টগ্রাম থেকে জাহাজ যোগে প্রতিদিন ডিজেল সরবরাহ অব্যহত রয়েছে সেহেতু উত্তরাঞ্চলে ডিজেলের কোন সংকট হবে না বলে তিনি জানান। অপর দিকে পদ্মা অয়ের ডিপোর ব্যবস্থাপক আশরাফ উদ্দিন বলেন, বাঘাবাড়িতে চাহিদা অনুযায়ী ব্যাপক মুজদ থাকায় উত্তরাঞ্চলে ডিজেলের কোন সংকট হবে না। এখনও পর্যন্ত ডিজেলের কোন সংকট সৃষ্টি হয়নি। চাহিদা অনুযায়ী ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মেঘনা অয়েল ডিপোর ব্যবস্থাপক শাহিদ হোসেন জানান, মেঘনা ডিপোতে ডিজেলের পর্যান্ত মজুদ রয়েছে এবং চাহিদা অনুযায়ী চট্টগ্রাম থেকে ডিজেল সরবরাহ অব্যহত রয়েছে। ফলে উত্তরাঞ্চলে ডিজেল সংকটের কোন সম্ভবনা নেই। এদিকে বিপিকি’র বাঘাবাড়ি নৌ-বন্দরের সার মনিটরিং অফিসার আব্দুল গফুর জানান, উত্তরাঞ্চলে এ বছর সাড়ে ৪ লাখ মেট্রিকটন ইউরিয়া সারের চাহিদা নির্ধারণ করে সে অনুযায়ী গত অক্টোবর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে ইউরিয়া সারের মজুদ কাজ শুরু করা হয়। ইতিমধ্যেই সিংহভাগ মজুদের কাজ সম্পন্ন হয়েছে। বাঘাবাড়ি নৌ-বন্দর ঘাটে ৪৭ হাজার মেট্রিক টন উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহের অপেক্ষায় রয়েছে। ফলে উত্তরাঞ্চলে ইউরিয়া সারের কোন কৃত্রিম সংসট সৃষ্টি হবে না। এছাড়া পুলিশ প্রহরায় বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রতিদিন ৬০ থেকে ৭০টি ট্রাক যোগে ১ হাজার মেট্রিক টন থেকে দেড় হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে। ফলে কোনভাবেই উত্তরাঞ্চলে ইউনিয়া সারের সংকট সৃষ্টি হবে না। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, অবরোধ স্বত্ত্বেও নির্বিঘ্নে সার সরবরাহে সব ধরণের ব্যবস্থা নিয়েছেন। ফলে উত্তরাঞ্চলে সার সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন উত্তরাঞ্চলে সার এবং ডিজেলের কোন সংকট নেই। যে সকল অসাধু ব্যবস্থায়ীরা সার ও ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করছে ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার : মামলা দায়ের

আইন-আদালত

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার : মামলা দায়ের

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নি...

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র রেজিষ্টার ড.আব্দুল ওয়াহাবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

শিক্ষাঙ্গন

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র রেজিষ্টার ড.আব্দুল ওয়াহাবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

শামছুর রহমান শিশির : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র রেজিষ্টার ড. আব্দুল ওয়াহাব হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার বিকেল...

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

সাংবাদিক শামছুর রহমান শিশিরের নানীর ইন্তেকাল

আমরা অত্যন্ত গভীর শোকাহত অবস্থায় জানাচ্ছি ‍যে, সাংবাদিক মো. শামসুর রহমান শিশির এর নানী ও মরহুম কুতুব উদ্দিন মোল্লার স্ত্...