শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্প্রদায়িক, শৃঙ্খলমুক্ত, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মানুষকে মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালে দীর্ঘদিন পশ্চিম পাকিস্তানে কারাবরণ শেষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে ফিরে এসেছিলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তাকে অশ্রুসিক্ত নয়নে গ্রহণ করেছিল। তিনি বলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্টে ঘাতকদের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যা সংঘটিত হওয়ার কারনে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাড়ে ছয় বছর পর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, সেদিনও লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি।

রবিবার ১৫ মে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত 'শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুননির্মাণ' শীর্ষক সেমিনার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

রবি ভিসি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের মানুষ যেভাবে স্বাগত জানিয়েছিল সেভাবেই শেখ হাসিনাকেও এদেশের মানুষ স্বাগত জানিয়েছিল। প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন শেখ হাসিনা দেশে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন এবং অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি দলকে সংগঠিত করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আবারও সোচ্চার করলেন, আন্দোলন রচনা করলেন স্বৈরাচারের বিরুদ্ধে। তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ সময়  বাংলাদেশের প্রধানমন্ত্রীর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন, এটা কে তিনি অন্ধকার থেকে আলোর পথে যাত্রা বলে উল্লেখ করেন ।

রবি ভিসি বলেন, শেখ হাসিনা দেশে আসার পরে নিরলস পরিশ্রম করে তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিয়ে এসেছেন যুদ্ধাপরাধী ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘাতকদের বিচার করার মাধ্যমে। যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন সফল করার পথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যা ইতিহাসের পূর্ননির্মাণ হিসেবে উল্লেখ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রফেসর ড. মোঃ শাহ্ আজম নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি উক্তি তুলে ধরে বলেন "শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের মূল কারণ"।

এক প্রেস বিজ্ঞত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মোঃ শাহ্ আলী।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান, মূল প্রবন্ধ পাঠ করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও কলামিস্ট  অধ্যাপক আবদুল মান্নান, স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...