বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অন্তহীন সততা, অসাধারণ রাজনৈতিক দুরদর্শিতা ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রাণশক্তিতে পরিণত হয়েছে । আমাদের একজন শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে যা অল্প সময়ের মধ্যেই চালু হবে। এশিয়ান টাইগার বাংলাদেশ সমৃদ্ধ উন্নয়নের পথে ধাবিত হয়েছে। বাংলাদেশের যা কিছু উন্নয়ন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।’ শনিবার (২ এপ্রিল) দুপুরে খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এনায়েতপুর থানা ইয়ূথ ফোরাম কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন সংবর্ধিত নেতা স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপিকে এনায়েতপুর থানা ইয়ূথ ফোরাম বিশেষ সংবর্ধনা প্রদান করেছে । উপজেলার খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফিরোজ হাসান অনিকের সভাপতিত্বে ও এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ্ব আব্দুল মমিম মন্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, জনকণ্ঠ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ও এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম, ইউএনও শাহ মো. শামসুজ্জোহা, টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুছ সালাম, অরবিড এ্যাপারেলস লিঃ এর এমডি মোঃ আলীম আল রাজি প্রমূখ। সংবর্ধনা সভায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সভাপতি মোঃ জাকারিয়া তৌহিদ তমাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুল্লাহ তুষার, এনায়েতপুর থানা আ.লীগ সেক্রেটারি আজগর আলী বিএসসি, সাবেক সেক্রেটার রাশেদুল ইসলাম সিরাজ, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, প্রধান শিক্ষক আবদুস সালাম, অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান বিএসসি, ছাত্র ফাইয়াজ ফারদীন প্রমূখ। বক্তারা শাহজাদপুর এনায়েতপুর সড়কের উন্নয়ন, তাঁতসমৃদ্ধ এ অঞ্চলের রং সুতার দাম কমানো, খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন ইউপি পরিষদ সড়কের সংস্কার ও মাঠ ভরাটের দাবী জানালে সংবর্ধিত নেতা স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে খুকনী এলাকাকে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করার আহবান জানান। এর আগে সংবর্ধিত নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি ও আব্দুল মমিম মন্ডল এমপি ওই স্কুল এন্ড কলেজের মাঠ ভরাটের কাজের উদ্বোধন করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দ, শাহজাদপুর ও এনায়েতপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দরা অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্পর্কিত সংবাদ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

অপরাধ

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে মাদলা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাঘাবাড়ী কিংস চ্যাম্পিয়ন

খেলাধুলা

শাহজাদপুরে মাদলা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাঘাবাড়ী কিংস চ্যাম্পিয়ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রহ.) ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট ফাইনাল

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

রাজনীতি

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: আজ ২৫ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ...