

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ও রাউতারা গ্রাম দুটিকে বলা হয় পুকুরের গ্রাম। গ্রাম দুটির একদিকে রয়েছে বড়াল নদী অন্য পাশে রয়েছে গোহালা নদী । এ গ্রাম দুটিতে রয়েছে অনেক জেলে পরিবার। তাদের কাছে থেকে জানা যায় মাছ চাষের পাশাপশি হিন্দু ধমাম্বলীরা বার মাস পুকুরের জল দিয়ে পূজা অর্চণা জন্য পুকুর খনন করে। পুকুর খননের পর গ্রামের মানুষ নিত্যদিনের কাজে পুকুরের পানি ব্যবহার করতো ।
সরেজমিনে গিয়ে জানা যায়, শাহজাদপুর উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে পোতাজিয়া ও রাউতারা এলাকাটি ছিল হিন্দু বসতিপূর্ণ এলাকা। বহুকাল পূর্বে রাউতারার ঘোষ পরিবারের পক্ষ থেকে জনহিতকর কাজের অংশ হিসাবে রাউতারার পূর্বপাড়ার ১ একর ৩৫ শতাংশ জায়গার উপর বিশাল পুকুর খনন করা হয় । এ ছাড়া পোতাজিয়া গ্রামে একই সময় পুকুর খননের হিড়িক পরে যায় । শুধু পোতাজিয়াতেই ৫১টি পুকুর খনন করা হয়। রাউতারায় ১ একর ৩৫ শতাংশ জায়গার উপর যে পুকুরটি খনন করা হয় সেটি খনন করেন জোগেষ চন্দ্র ঘোষ । তিনি এলাকায় জোগেষ বাবু নামে পরিচিত । ১৯৪৬ সালে তিনি মারা যান ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোগেষ ঘোষের বড় ভাই গৌর ঘোষ। গৌর ঘোষের ছেলে সন্তোষ ঘোষ। তার ছেলে শোভন ঘোষ ও তার সহদরেরা করোনার সুযোগ নিয়ে প্রাচীন এই পুকুরটি ভরাট করলে এ নিয়ে এলাকায় হৈ-চৈ পরে যায় । পুকুরটি ভরাটের প্রতিবাদ জানিয়ে পুকুর খননকারী জোগেষ ঘোষের উত্তরসূরীরা পুকুরটি পুনরুদ্ধারের জন্য বিভিন্ন স্থানে লিখিত আবেদন করলেও পুকুর ভরাটকারিদের সাথে পেরে উঠতে পারছেন না । এজন্য তাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে । অভিযোগ রয়েছে ঘোষ পরিবারের শোভন ও তার সহদরেরা পুকুরের জায়গা বিক্রি করায় পুকুরের একটি বিশাল অংশ বেহাত হতে চলেছে ।
পুকুর ভরাট নিয়ে কথা হয় রাউতারার মৎস্যজীবি পরেশ হালদারের ছেলে উত্তম হালদার ও আবুল হোসেনের ছেলে আবু তালেবের সাথে । তারা জানান, ভারত পাকিস্থান ভাগের আগে ঘোষ পরিবারের জোগেষ চন্দ্র ঘোষ রাউতারাতে তিনটি পুকুর খনন করেন। এর মধ্যে ১ একর ৩৫ শতাংশ জায়গার উপর একটি বিশাল পুকুর খনন করেন । আমরা জানি এটা কালীর পুকুর হিসাবে। কালী প্রয়াত জোগেষ চন্দ্র ঘোষের মেয়ে। ঘোষ পরিবারের অন্য শরীক জোগেষ ঘোষের বড় ভাই গৌর ঘোষের নাতি সুবীর কুমার ঘোষ (কালা বাবু) ও শোভন ঘোষ এই দুই সহদর মিলে করোনা কালিন সময় ড্রেজার দিয়ে পুকুরটি ভরাট করে। ভরাটকৃত জায়গা এখন বিক্রি করা হচ্ছে ।
একাধিক সুত্রে জানা গেছে, তৎকালিন অবিভক্ত ভারতবর্ষে বৃহত্তর পাবনা জেলার শাহজাদপুর থানার পোতাজিয়া ও রাউতারা গ্রামের জোতদার পরিবারের (বাবুরা নামে পরিচিত) পক্ষ থেকে এ পুকুরগুলো খনন করা হয়। অধিকাংশ পুুকুর খনন করেন ঘোষ পরিবারের লোকজন। তখন থেকেই গ্রাম দুইটি পুকুরের গ্রাম হিসেবে পরিচিতি লাভ করে । এ সব পুকুর বা জলাধার গুলো দেখতে এক সময়ের ভ্রমন পিপাসুরা বর্ষা এলেই বজড়া নৌকায় চরে এখানে বেড়াতে আসতেন । বজড়া নৌকা গুলো ছিল পোতাজিয়া ও রাউতারা গ্রামেরই। সেগুলো এখন সবই অতীত । এখনও পোতাজিয়া গ্রামের পুকুর গুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও রাউতারার তিনটি পুকুরের বিশাল একটি পুকুর টাকার লোভে ভরাট করে ফেলা হয়েছে। ভরাটের বিষয়টি স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার হয়নি । রাউতারা প্রাচীন এই পুকুরটি ভরাট নিয়ে কথা হয় রাউতারার ঘোষ পরিবারের অবসর প্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ প্রণব কুমার ঘোষের সাথে । তিনি এলাকায় পনু বাবু নামেই পরিচিত। তিনি জানান, ভরাটকৃত পুকুরটির পুরো জায়গা আমাদের । তিনি আরও জানান, করোনার মধ্যে সবাই যখন বিপদগ্রস্থ তখন আমারই জ্ঞ্যাতিগোষ্ঠির লোকেরা প্রাচীন এই শতবর্ষী পুকুরটি ভরাট করে। পুকুর ভরাটের কথা যখন জানতে পারি তখন আমি ঢাকায় । করোনা মহামারির কারনে আমি ঢাকা থেকে সে সময় আসতে পারিনি । এই সুযোগটিই নিয়েছে আমার গ্যাতিগোষ্ঠির লোকজন । এখন তারাই ভরাটকৃত পুকুরের জায়গা বিক্রিও করছে। আর এগুলো হচ্ছে জাল কগজের মাধ্যমে । জানা গেছে, পুকুর ভরাটের বিষয়টি অবহিত করে ডাঃ প্রণব কুমার সাহা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব বরাবর পুকুরটি পুনরুদ্ধারের জন্য আবেদন করেছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে সহকারি কমিশনার ভুমি ও ইউএনও’র পক্ষ থেকে তদন্ত করা হয় ।
উপজেলা নির্বার্হী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, যারা পুকুর ভরাট করেছেন তারা আইনের বড়খেলাপ করেছে । তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । এদিকে শোভন কুমার ঘোষ জানান, ডাঃ প্রণব কুমার ঘোষের সাথে জমি জমা বাটোয়রা করেই দীর্ঘ প্রায় এক বছর ধরে পুকুরটি ভরাট করা হয় । তবে পুকুরটিতে আমাদের ৫৪ শতাংশ জায়গা রয়েছে। দাদা প্রনব কুমার ঘোষের সাথে আলোচনা করেই পুকুর ভরাটের কাজ শুরু করি। এখন তিনি কেন এর বিপক্ষে অবস্থান নিলেন তা আমাদের বোধগম্য নয় ।
সম্পর্কিত সংবাদ

ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুর
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

খেলাধুলা
শাহজাদপুরে মাদলা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাঘাবাড়ী কিংস চ্যাম্পিয়ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রহ.) ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট ফাইনাল

জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

অর্থ-বাণিজ্য
শাহজাদপুর কোরবানীর গরু যাচ্ছে ঢাকাসহ সারাদেশে
শামছুর রহমান শিশির : পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রতি বছর কোরবানির ঈদের আগে গবাদীপশুর রাজধানী শাহজাদপুরসহ আশেপাশের গবাদী পশ...