

সিরাজগঞ্জ শাহজাদপুরে নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসায় দুইটি পদে প্রায় ২২ লাখ টাকা নিয়ে নিয়োগে দেওয়ার অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল বাশার, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. শাহিন ও উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম. শাহাদত হোসেন এর বিরুদ্ধে।
শনিবার(১১ফেব্রুয়ারী) সকালে পরিক্ষা শুরু হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ২২ লাখ টাকা ও নিরাপত্তা প্রহরী প্রার্থী সুজন আহম্মেদ ও আয়া প্রার্থী রাজিয়া খাতুনের নাম ভাসতে থাকে। এবং পরিক্ষা শেষে তাদেরই নিয়োগ দেওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১২টার সময়ও শুরু হয়নি নিয়োগ পরিক্ষা। মাদ্রাসার প্রশাসন ভবনে গিয়ে অভিযোগের বিষয়ে ডিজির প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে সংবাদিকদের বলা হয় সে নাস্তা করছে আপনারা অপেক্ষা করেন। এরপর অপেক্ষারত গণমাধ্যমকর্মী ডিজির প্রতিনিধি বগুড়ার সরকারী আলিয়া মাদ্রাসার হালিম্মুজ্জামান খন্দ্রকার সাথে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে অত্র পতিষ্ঠানের সভাপতি ও সুপার তাকে জোর করে পরিক্ষা হলে নিয়ে যায় ও কেচিগেট তালা দিয়ে দেয়। এবং তারা অপেক্ষারত গনমাধ্যমকর্মীদের সাথে খারাপ আচরণ করে। ডিজির প্রতিনিধি পরিক্ষা শেষে যেতে নিয়ে এলাকাবাসী তার গাড়ী প্রায় আধাঘন্টার মত অবরুদ্ধ করে রাখে।
এব্যপারে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. দুলালসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করেন মাদ্রাসার সুপার, সভাপতিসহ নিয়োগে জরিতরা নিরাপত্তাকর্মীর জন্য ১৩ লাখ টাকা ও আয়া পদের জন্য ৯ লাখ টাকা নিয়ে পাতানো পরিক্ষা দেখিয়ে তাদের নিয়োগ দিয়েছে আজ। এ নিয়োগ বাতিলসহ পুরঃনায় স্বচ্ছ পরিক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আশুদৃষ্টি কামনা করেন।
অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম. শাহাদত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিধি মোতাবেক নিয়োগ পরিক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ২২ লাখ টাকা নেওয়ার বিষয়ে তিনি কোন সদুত্তর দেননি। অপরদিকে মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল বাশার গণমাধ্যমকর্মীদের সভাপতির সাথে কথা বলেন. আপনাদের নাস্তার ব্যবস্থা আছে। পরিক্ষা শেষে সভাপতি শাহিন সটকে পড়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ

শিক্ষাঙ্গন
কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়
ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে... মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্... প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...
জীবনজাপন
সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা
শাহজাদপুর
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
রাজনীতি
আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
বিনোদন
মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ