বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসায় দুইটি পদে প্রায় ২২ লাখ টাকা নিয়ে নিয়োগে দেওয়ার অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল বাশার, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. শাহিন ও উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম. শাহাদত হোসেন এর বিরুদ্ধে।

শনিবার(১১ফেব্রুয়ারী) সকালে পরিক্ষা শুরু হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ২২ লাখ টাকা ও নিরাপত্তা প্রহরী প্রার্থী সুজন আহম্মেদ ও আয়া প্রার্থী রাজিয়া খাতুনের নাম ভাসতে থাকে। এবং পরিক্ষা শেষে তাদেরই নিয়োগ দেওয়া হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১২টার সময়ও শুরু হয়নি নিয়োগ পরিক্ষা। মাদ্রাসার প্রশাসন ভবনে গিয়ে অভিযোগের বিষয়ে ডিজির প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে সংবাদিকদের বলা হয় সে নাস্তা করছে আপনারা অপেক্ষা করেন। এরপর অপেক্ষারত গণমাধ্যমকর্মী ডিজির প্রতিনিধি বগুড়ার সরকারী আলিয়া মাদ্রাসার হালিম্মুজ্জামান খন্দ্রকার সাথে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে অত্র পতিষ্ঠানের সভাপতি ও সুপার তাকে জোর করে পরিক্ষা হলে নিয়ে যায় ও কেচিগেট তালা দিয়ে দেয়। এবং তারা অপেক্ষারত গনমাধ্যমকর্মীদের সাথে খারাপ আচরণ করে। ডিজির প্রতিনিধি পরিক্ষা শেষে যেতে নিয়ে এলাকাবাসী তার গাড়ী প্রায় আধাঘন্টার মত অবরুদ্ধ করে রাখে।

এব্যপারে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. দুলালসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করেন মাদ্রাসার সুপার, সভাপতিসহ নিয়োগে জরিতরা নিরাপত্তাকর্মীর জন্য ১৩ লাখ টাকা ও আয়া পদের জন্য ৯ লাখ টাকা নিয়ে পাতানো পরিক্ষা দেখিয়ে তাদের নিয়োগ দিয়েছে আজ। এ নিয়োগ বাতিলসহ পুরঃনায় স্বচ্ছ পরিক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আশুদৃষ্টি কামনা করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম. শাহাদত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিধি মোতাবেক নিয়োগ পরিক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ২২ লাখ টাকা নেওয়ার বিষয়ে তিনি কোন সদুত্তর দেননি। অপরদিকে মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল বাশার গণমাধ্যমকর্মীদের সভাপতির সাথে কথা বলেন. আপনাদের নাস্তার ব্যবস্থা আছে। পরিক্ষা শেষে সভাপতি শাহিন সটকে পড়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

সুরা আল ইমরানের বিষয়বস্তু

ধর্ম

সুরা আল ইমরানের বিষয়বস্তু

সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

বাংলাদেশ

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

একটি সংগঠনের উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও যাকাত নেওয়া মানু...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...