সিরাজগঞ্জ শাহজাদপুরে নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসায় দুইটি পদে প্রায় ২২ লাখ টাকা নিয়ে নিয়োগে দেওয়ার অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল বাশার, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. শাহিন ও উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম. শাহাদত হোসেন এর বিরুদ্ধে।
শনিবার(১১ফেব্রুয়ারী) সকালে পরিক্ষা শুরু হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ২২ লাখ টাকা ও নিরাপত্তা প্রহরী প্রার্থী সুজন আহম্মেদ ও আয়া প্রার্থী রাজিয়া খাতুনের নাম ভাসতে থাকে। এবং পরিক্ষা শেষে তাদেরই নিয়োগ দেওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১২টার সময়ও শুরু হয়নি নিয়োগ পরিক্ষা। মাদ্রাসার প্রশাসন ভবনে গিয়ে অভিযোগের বিষয়ে ডিজির প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে সংবাদিকদের বলা হয় সে নাস্তা করছে আপনারা অপেক্ষা করেন। এরপর অপেক্ষারত গণমাধ্যমকর্মী ডিজির প্রতিনিধি বগুড়ার সরকারী আলিয়া মাদ্রাসার হালিম্মুজ্জামান খন্দ্রকার সাথে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে অত্র পতিষ্ঠানের সভাপতি ও সুপার তাকে জোর করে পরিক্ষা হলে নিয়ে যায় ও কেচিগেট তালা দিয়ে দেয়। এবং তারা অপেক্ষারত গনমাধ্যমকর্মীদের সাথে খারাপ আচরণ করে। ডিজির প্রতিনিধি পরিক্ষা শেষে যেতে নিয়ে এলাকাবাসী তার গাড়ী প্রায় আধাঘন্টার মত অবরুদ্ধ করে রাখে।
এব্যপারে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. দুলালসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করেন মাদ্রাসার সুপার, সভাপতিসহ নিয়োগে জরিতরা নিরাপত্তাকর্মীর জন্য ১৩ লাখ টাকা ও আয়া পদের জন্য ৯ লাখ টাকা নিয়ে পাতানো পরিক্ষা দেখিয়ে তাদের নিয়োগ দিয়েছে আজ। এ নিয়োগ বাতিলসহ পুরঃনায় স্বচ্ছ পরিক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আশুদৃষ্টি কামনা করেন।
অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক অফিসার এস.এম. শাহাদত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিধি মোতাবেক নিয়োগ পরিক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ২২ লাখ টাকা নেওয়ার বিষয়ে তিনি কোন সদুত্তর দেননি। অপরদিকে মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল বাশার গণমাধ্যমকর্মীদের সভাপতির সাথে কথা বলেন. আপনাদের নাস্তার ব্যবস্থা আছে। পরিক্ষা শেষে সভাপতি শাহিন সটকে পড়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
শিক্ষাঙ্গন
শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত
শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...
আইন-আদালত
শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ
এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা...
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে গত বৃহস্পতিবার রাতে লোকনাট্য উৎসবের আয়োজন করা হয় । শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর...
শাহজাদপুর
শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ
মোঃ শফিকুল ইসলাম ফারুক : প্রায় সাড়ে আট শত বছরের পুরাতন হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর পবিত্র মাজার সংলগ্ন মখদ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...