১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে 'মুক্তিযুদ্ধ প্রতিদিন' নামের এই আয়োজন।
এবিনিউজ টোয়েন্টিফোর ডট কম পাঠকদের জন্য মুক্তিযুদ্ধের আজকের দিনে (৬ জুলাই) ঘটে যাওয়া কিছু ঘটনার বিবরণ তুলে ধরা হল-
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট স্পিরো অ্যাগ্নিউ এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ৬ জুলাই ভারতে বিক্ষোভের মুখে পড়েন। হেনরি কিসিঞ্জার দুই দিনের ভারত সফরে এদিন দিল্লিতে আসেন। ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা নিয়ে তিনি এসেছিলেন। বিমানবন্দরে নেমেই তিনি কালো পতাকাধারী সমবেত মানুষের প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েন।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা বিমানবন্দরে সমবেত হয়েছিলেন। কিসিঞ্জার বিমানবন্দর থেকে বের হয়ে আসামাত্র তারা স্লোগান দিতে শুরু করে, ‘মৃত্যুর কারবারি কিসিঞ্জার, ফিরে যাও, ফিরে যাও’, ‘পাকিস্তানে অস্ত্র পাঠানো, বন্ধ করো, বন্ধ করো’। পথের দুই পাশে পথচারীরাও এই ধ্বনি তোলে। এ বিক্ষোভের আয়োজন করে ভারতের কমিউনিস্ট পার্টি।
কুয়েত যাওয়ার পথে মুম্বাইয়ের সান্তাক্রুজ বিমানবন্দরে যাত্রাবিরতি করেছিলেন স্পিরো অ্যাগ্নিউ। তিনি বিমানবন্দরে পৌঁছালে প্রায় দুই হাজার লোক জড়ো হয়ে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। ডক ও বন্দর শ্রমিক, সিপিআই, পিএসপি ও এসএসসি প্রভৃতি সংগঠন সম্মিলিতভাবে এ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে নেতৃত্ব দেন নিখিল ভারত বন্দর ও ডক শ্রমিক ফেডারেশনের সভাপতি এস আর কুলকার্নি। কঠোর নিরাপত্তার মধ্যে বিক্ষোভকারীরা মিছিল করে বিমানবন্দরের দিকে এগোলে ১০০ মিটার দূরেই পুলিশ তাদের গতিরোধ করে।
ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বলেন, ফ্রান্স ও রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে, ২৫ মার্চের পর পাকিস্তানকে তারা কোনো অস্ত্র দেয়নি, আর দেবেও না। তিনি বলেন, ফরাসি সরকার জানিয়েছে পাকিস্তান বাংলাদেশে সামরিক ব্যবস্থা নেওয়ার পর তারা পাকিস্তানের সঙ্গে অস্ত্র নিয়ে নতুন কোনো চুক্তি করেনি। পুরোনো চুক্তিমতো অস্ত্র পাঠানোও বন্ধ করে দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন জানিয়েছে, তারাও ২৫ মার্চের পর পাকিস্তানকে কোনো অস্ত্র দেয়নি। তবে চীন, ইরান ও তুরস্ক পাকিস্তানকে প্রচুর অস্ত্র দিয়েছে।
ভারত সফররত কানাডার সংসদীয় প্রতিনিধিদলের সদস্য অ্যান্ড্রু ব্রেউইন, হিথ নেলসন ম্যাককোয়ারি ও রজেস লেচনাস দিল্লিতে বলেন, পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেওয়া তাঁরা সমর্থন করেন না। বাংলাদেশে যা ঘটেছে, তা সবার জন্যই উদ্বেগজনক।
৪ জুলাই ভারতীয় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অধিবেশনের শেষ দিনে গৃহীত প্রস্তাবে বলা হয়, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট বোঝা গিয়েছে, বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশকে স্বীকৃতি দিলে সরকারের পক্ষে ওই দেশকে অস্ত্র সাহায্যসহ নানাভাবে সাহায্য করার সুবিধা হবে। প্রস্তাবে সুস্পষ্টভাবে আরও বলা হয়, সিপিআই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায় না। সশস্ত্র আক্রমণ ছাড়াই বাংলাদেশকে সর্বতোভাবে সাহায্য করা।
যুক্তরাজ্যের লেবার পার্টির বৈদেশিক বিষয়সমূহের মুখপাত্র কোনারড কলকাতার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বাংলাদেশের ঘটনাকে মানবতার চরম বিপর্যয় উল্লেখ করে বাংলাদেশ সম্পর্কে আলোচনার জন্য অবিলম্বে জাতিসংঘের জরুরি অধিবেশন ডাকার দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ভারতে আশ্রয় নেওয়ায় যে অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনার জন্য এ অধিবেশন একান্ত জরুরি হয়ে পড়েছে। নইলে বিপদ আরও ঘনিয়ে আসবে।
বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র দিল্লিতে সাংবাদিক বৈঠকে বলেন, বাংলাদেশের ব্যাপারে পরিষদ ভারতে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করছে। বিভিন্ন দেশের জাতীয় কমিটির সদস্যদের নিয়ে এই প্রতিনিধিদল গঠন করা হবে। নিজ নিজ দেশে সংহতি আন্দোলন জোরদার করার জন্য তারা ভারতে এসে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে।
ভারত সরকার জানায়, পাকিস্তান সেনাবাহিনীর চারজন বাঙালি কর্মকর্তা ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্ত পেরিয়ে ভারতের ছামর অঞ্চলে এসে আত্মসমর্পণ করেছেন। তাঁদের একজন মেজর ও তিনজন ক্যাপ্টেন। তাঁরা মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য মুজিবনগরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো দলের পাঁচ সদস্য নিয়ে এদিন করাচি থেকে ইরানের রাজধানী তেহরানে যান।
ব্রিটেনের সরকারি সূত্র জানায়, কমন্সসভা, সংবাদপত্র, বিবিসি ও অন্য প্রচারমাধ্যমে পাকিস্তানের সমালোচনা হওয়ায় দেশটি এর প্রতিবাদ করে। ব্রিটিশ সরকার পাকিস্তানের এই প্রতিবাদ অগ্রাহ্য করবে। তারা পাকিস্তানকে জানিয়ে দেবে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবাধ মতামত নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। বাংলাদেশ সংকটের রাজনৈতিক মীমাংসা না হওয়া পর্যন্ত পাকিস্তানকে সাহায্য বন্ধ করার অবস্থান থেকে সরে আসার সম্ভাবনাও তাদের নেই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র চালর্স ব্রে জানান, যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার মধ্যেই পাকিস্তান বিগত শরতে তাদের কাছে বেশ কিছু বি–৫৭ বোমারু বিমান চেয়েছিল, কিন্তু কোনো বিমান সরবরাহ করা হয়নি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা (ভারত), ৭ ও ৮ জুলাই ১৯৭১; ইত্তেফাক, ৭ ও ৮ জুলাই ১৯৭১।সম্পর্কিত সংবাদ
জাতীয়
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরুঃ সভাপতি চয়ন ইসলাম ও সহ-সভাপতি শহিদুল আলম সাচ্চু
নিজস্ব প্রতিবেদক : আজ জাতীয় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের সমন্বয়ে নবগঠিত স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ...
অপরাধ
লম্পট শিক্ষকের লালসায় ৯ম শ্রেণীর ছাত্রী ৯ মাসের অন্তসত্বাঃ লম্পট শিক্ষক পলাতক
রাজিব আহম্মেদঃ বেলকুচি উপজেলার বওড়া আকন্দপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ১৬ বছর বয়সী মেয়ে স্থানীয় ইকরা কোচিং সেন্টারে...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্বাচন- ঠান্ডু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত
শাহজাদপুর প্রতিনিধিঃ আজ রোববার শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। এতে সভ...
রাজনীতি
'নৌকায় ভোট ও দোয়া ভালোবাসা চাই'- জননেতা শেখ আব্দুল হামিদ লাবলু
নিজস্ব প্রতিবেদক : মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...