শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

নদী খননের বালি কৃষি জমি ভরাটের নামে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্রশাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের নতুন চয়রা নামক স্থানে হুরাসাগর নদী থেকে বালু উত্তোলন করে অবৈধ ভাবে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের ফসলি জমি ভরাট করে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে করীম গ্রুপ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একইসাথে জায়গা সমন্বয়কারীকে বিলাসবহুল মোটর সাইকেল উপটৌকন দেয়ারও অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, করিম গ্রুপ নামের ঠিকাদার প্রতিষ্ঠানের  খনন কাজের দ্বায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার ও  মাহবুব এই কাজের সাথে সরাসরি যুক্ত থেকে নাগডেমরার আইনুল হকের মাধ্যমে পার্শ্ববর্তী সাথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের দেড় থেকে দুইশত বিঘা আবাদি জমি জোড় করে ঘেরাও দিয়ে প্রতি শতক বাবদ ৬/৭ হাজার করে টাকা নেয়ার ও বালু বিক্রির অভিযোগ করেছে এলাকাবাসী।  চক্রটি প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে হুরাসাগর নদী থেকে বালু তুলে বিক্রির উদ্দেশ্যে পাইপ টানানোর নামে ইতোমধ্যেই অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেইসাথে রাতের অন্ধকারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বড় বড় স্তুপ করে ড্রাম ট্রাক দিয়ে দেদারসে আশপাশের এলাকায় বালি বিক্রি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে কেউ কেউ। এ বিষয়ে একাধিক লিখিত অভিযোগ দেয়া হলেও দেদারসে চলছে বালু বিক্রি। এতে করে  একদিকে যেমন সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে জোড় করে অসহায় কৃষকদের ফসলি জমি কেড়ে নিয়ে চরম দূর্বিসহ করে তুলবে কৃষকদের জীবন।

শাহজাদপুর  উপজেলার রুপবাটি, চয়রা ও পার্শবর্তী  এলাকা ঘুরে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে আরো জানা যায়, শাহজাদপুরে  করতোয়া, হুরাসাগর ও ফুলজোড় নদী খনন করা হচ্ছে। বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী সরকারি ড্রেজিংয়ের বালু শুধু সরকারি সম্পত্তি, স্কুল, কলেজ, মসজিদ-মন্দির বা খেলার মাঠ ভরাটের জন্য ব্যবহার করা যাবে। কিন্তু  এই বালি পার্শ্ববর্তী  সাথিয়া  উপজেলার নাগডেমরা ইউনিয়নের আয়নুল হকের  তত্ত্বাবধানে করিম গ্রুপ নামের প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত মাহবুব ও রবিউল সাথিয়া  উপজেলার ভিটাপাড়া এলাকায় প্রায়  কৃষিজমি জবরদখল করে ও জোরপূর্বক  লাখ লাখ সেএফটি বালু স্তূপ করার পায়তারা করছেন। এছাড়াও এই চক্রটি চয়রাতে  ৩ থেকে ৪ টাকা সেএফটি হিসাবে প্রতিদিন লাখ লাখ টাকার বালু রাতের আধারে বাল্কহেডের মাধ্যমে  বিক্রি করছে চক্রটি। একই সঙ্গে  এলাকা থেকে নদীর মাটি ভেকু মেশিনের মাধ্যমে কেটে বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে বেড়া উপজেলার নাগ ডেমরা   ইউনিয়নের আয়নুল হক  বলেন, আমি করিম গ্রুপ নামের প্রতিষ্ঠানের কাছ থেকে বালি নিয়ে এলাকার মানুষের কাছে পৌছে দিচ্ছি আর এ বালি বাবদ প্রতি শতক ৬ হাজার করে টাকাও দিচ্ছি।  বৈধ-অবৈধের বিষয়টি তারাই ভালো বলতে পারবেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম  জানান,  বালু বিক্রির বিষয়ে আমি অবগত নই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

শাহজাদপুর

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

জাতীয়

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট)...

এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার

অপরাধ

এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের এনায়েতপুরে সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাককে (৫৬)...

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

শাহজাদপুরে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক হিরু'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রাজনীতি

শাহজাদপুরে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক হিরু'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজ শুক্রবার (২৮ মে) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ম...