রাতের আঁধারে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, মণিরামপুর বাজার ও দিলরুবা বাসষ্ট্যান্ডে থাকা অসহায় বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন শাহজাদপুর আসনের এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। রবিবার মধ্যরাতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বাসষ্ট্যান্ডে থাকা অসহায় বয়স্ক মানুষের সাথে আলাপকালে তারা বলেন, গত দুই দিন হলো নিম্নচাপের কারনে বৃষ্টি হচ্ছে একারনে আমরা কাজ করতে পারছিনা এছাড়া শীতও বেশি পড়েছে। এই বৃষ্টির মধ্যও রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় এমপি মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল করবেন। তারা আরো বলেন, এর আগে কোন এমপি এইভাবে রাতের আঁধারে খুঁজে খুঁজে অসহায় বয়স্ক ও কর্মজীবী মানুষের পাশে দাড়াননি। এমপি যে কম্বল দিয়ে গেলেন, তা আমরা কোনদিন ভুলব না।
এসময় প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি রাতের আঁধারে বয়স্ক মানুষদের ডেকে ডেকে বলেন আমাকে চিনতে পেরেছেন, আমি আপনাদের এমপি, আমি আপনাদের সেবা করতে এসেছি। আপনাদের জন্য এই কম্বল বিতরন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদ উল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, মনিরুল গণি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, আব্দুস সোবাহান, আশিক আহমেদ, শাকিল প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা
এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...
বাংলাদেশ
১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু
মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...
শাহজাদপুর
শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...
জাতীয়
শাহজাদপুরে বিশাল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ/স্থিরচিত্র, (ভিডিও সহ)
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম জানান, 'ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত... সোমবার (৯মে) দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিমল কুন্ডুর সভাপতিত্বে ও শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত।অপরাধ
শাহজাদপুরের বিষপানে যুবকের আত্মহত্যা
শাহজাদপুর
সভাপতি বিমল কুন্ডু সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ