স্বামী ও ৬ মেয়েকে নিয়ে ছোট্ট একটি পুরোনো ভাঙা ঘরে বসবাস নুরজান বেগমের(৪০)। ভ্যানচালক স্বামীর সামান্য উপার্জন দিয়ে খেয়ে না খেয়ে বড় কষ্টে টিকে আছেন জীবনযুদ্ধে। দীর্ঘদিন ধরে ৮ জনের থাকার একমাত্র ঘরটি ভেঙে থাকলেও টাকার অভাবে মেরামত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে নতুন ঘর করার আশায় বুক বাঁধেন তারা। আর স্বপ্নের সেই নতুন ঘর তৈরির জন্য এনজিও থেকে নেন ৪৫ হাজার টাকা ঋণ।
কিন্তু বিধিবাম, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পথেই হলো ভঙ্গ। ঋণের সেই ৪৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরা যে হবে না কে জানত। সড়কে টাকাগুলো হারিয়ে এখন পাগলপ্রায় নুরজাহান বেগম। শিশু মেয়েকে কোলে নিয়ে দরিদ্র নুরজাহানের আর্তনাদে ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম।
সরেজমিনে উপজেলার নরিনা ইউনিয়নের নারায়নদহ গ্রামের নুরজাহানের বাড়িতে গিয়ে জানা যায়, গতবুধবার (১৬ ফেব্রুয়ারি) তালগাছি বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি এনজিও থেকে ঋণের ৪৫ হাজার টাকা একটি পুটলিতে নিয়ে ৩টি শিশু মেয়ে সন্তানসহ বাঘাবাড়িতে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অটোভ্যানে ওঠেন। পথিমধ্যে পারকোলা নামক স্থানে এসে নুরজাহান বেগম বুঝতে পারেন যে তার টাকার পুটলিটা হারিয়ে গেছে। তৎক্ষনাত তিনি কান্নাকাটি শুরু করে দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে তার কাছে বিষয়টি জানতে পেরে সড়কে খোঁজ শুরু করেন তারা। কিন্তু ৪৫ হাজার টাকার সেই পুটলিটা আর পাওয়া যায়না। পরে কান্না করতে করতে নুরজাহান বেগম মেয়েদের নিয়ে বাড়ি ফিরে যান। প্রতিবেশীরা জানায়, বাড়িতে এসে নুরজাহান বেগম টাকার শোকে বারবার জ্ঞান হারাতে থাকেন।
নুরজাহান বেগমের বাড়িতে দেখা যায়, পাটখড়ের দীর্ঘদিন পুরনো একটি ঘর রয়েছে। এই ঘরেই গাদাগাদি করে ৬ মেয়েকে নিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করে থাকেন। ঘরটির বাশের খুটিগুলো মাটির নিচ থেকে নষ্ট হয়ে যাওয়ার ফলে আলাদা হালকা বাঁশের খুটি দিয়ে বাইরে থেকে ধাক্কা দিয়ে রাখা হয়েছে যেনো পড়ে না যায়। ঘরের পাট খড়ের বেড়াটি নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে ঘরের ভেতরে দেখা যায় তাই চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
নুরজাহান বেগমের স্বামী ভ্যানচালক সফিজ কান্নাজড়িত কন্ঠে বলেন, গরিবের কপালে সুখ সহ্য হয়না। ৬টি মেয়ে ও বৌ কে নিয়ে কষ্টে জীর্ণ ঘরে জীবনযাপন করি তাই আমার কুড়ে ঘর থেকে একটা নতুন ঘর করার স্বপ্ন দেখেছিলাম, নতুন ঘর হলে বড় মেয়ের একটা বিয়ে দিতে পারতাম আর অন্যান্য মেয়েদের ঝড় বৃষ্টিতে নিরাপদে থাকতে পারতাম।
তিনি তার অসহায়ত্ব থেকে মুক্তি ও একটি ঘরের জন্য সমাজের বিত্তশালী মানুষদের কাছে আবেদন জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...
অপরাধ
শাহজাদপুরে ফসলী জমি রক্ষায় আদালতের কারণ দর্শানোর নোটিশ; বন্ধ হয়নি বালু ভরাট কাজ
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, ১২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার পাড়কোলা মৌজায় টেকনিক্যাল স্কুল এন্...
জাতীয়
ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন
কভিড-১৯ এর প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ...
জাতীয়
খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ
করোনা আক্রান্ত সন্দেহে: মাকে ঢামেকের গেটে ফেলে গেছেন ছেলে
করোনা আক্রান্ত সন্দেহে এক মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটের সামনে ফেলে রেখে গেছেন তার ছেলে। ঘটনা জানাজানি...
পড়াশোনা
অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী আলামিনের
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জয়পুরা গ্রামের নির্মাণ শ্রমিক আলামিন হোসেন জিপিএ ৫ পেয়েছে। সে ওই গ্রামে...
