শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই করা হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ছাদ ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মোঃ তোফাজ্জল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. রেজাউল করিম রাখাল, সাধারণ সম্পাদক এড. মোঃ নাসিম সরকার হাকিম , শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেন, এড. আব্দুস সাত্তার মোল্লা, এড. আব্দুল আজিজ জেলহক, এড. একেএম মতিয়ার রহমান, এড. ওয়াজেদ আলী, এড. মালিক আব্দুর রহিম, দৈনিক মানবজমিন পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার আদালত প্রতিবেদক মোঃ হান্নান শেখ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ‘ শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. রেজাউল করিম রাখাল আইনজীবী সমিতির ছাদ ঢালাই কার্যক্রমে ২০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান ও ভবিষ্যতে বেশী পরিমান অর্থ সহায়তার আশ্বাস প্রদান করেন।’ ছাদ ঢালাই কার্যক্রম উদ্বোধন শেষে দোয়া খায়ের ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
