রবিবা-তে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা,   মোঃ শাহ্ আলী।

প্রেস বিজ্ঞত্তিতে আরও উল্লেখ করা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে সোমবার(৩ জানুয়ারী) স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে"এ- ইউনিট"  এর মৌখিক এবং সংগীত বিভাগের চূড়ান্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৪ ও ৫ জানুয়ারি যথাক্রমে বি এবং সি-ইউনিটের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও জনানো হয়, গুচ্ছপদ্ধতিতে আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে স্কোর বিবেচনায় নির্দিষ্ট সংখ্যক ভর্তিচ্ছুকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আহ্বান জানানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মৌখিক পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা তত্ত্বাবধান করেন।

বিজ্ঞত্তিতে আরও বলা হয়, গুচ্ছপদ্ধতির অধীনে রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে  স্নাতক প্রথম বর্ষের "এ,বি,সি ইউনিট"-এর  ভর্তি পরীক্ষা যথাক্রমে ২০২১ সালের ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৫৫ টি আসনের বিপরীতে মোট ৮,২৬৪(আট হাজার দুইশত চৌষট্টি) জন পরীক্ষার্থী আবেদন করেন। ১(এক) টি আসনের বিপরীতে ৫৩(তিপ্পান্ন) জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।