মুজিববর্ষ উপলক্ষে ২১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার চারা গাছ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লার নূরজাহান ভবনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এ চারাগাছ তুলে দেন তিনি।এ বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জব্বার, মনিরুল গনি চৌধুরী শুভ্র, শফিকুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী।
এ সময় প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন , ‘সবুজ বৃক্ষ ও নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের অংশ হিসেবে এ কর্মসূচি অব্যাহত থাকবে।