চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের প্রচেষ্টা

21993

শাহজাদপুর সংবাদ ডটকমঃ চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করার প্রচেষ্টা করেছে তিন ছিনতাইকারী। জানাযায় গত বুধবার গভীর রাতে তিন ছিনতাই কারী শাহজাদপুরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড বিসিক এলাকা থেকে তিন ছিনতাইকারী তাড়াশ যাবার কথা বলে সিএনজি মালিক ও চালক উপজেলার নগড়ডালা গ্রামের আমজাদ হোসেনের পুত্র রিপন (৩৫) এর সিএনজি এক হাজার টাকায় ভাড়া করে। যাবার পথে তারাশ মহিষলুটি এলাকায় পৌছা মাত্র পেছন থেকে চালকের গলায় গামছা পেচিয়ে ধরে। এসময় চালক শক্তি প্রয়োগের চেষ্টা করলে ছিনতাইকারীরা হাতুর ও চাকু দিয়ে উপর্যপুরি তার ওপর আঘাত করে। এসময় চালক চিৎকার দিলে এলাকাবাসী ও পথচারীদের আগমন ঘটতে থাকে। এসময় তিন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে এলাকাবাসী চালককে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে চালকের বাড়ীর লোকজনদের মোবাইল ফোনে খবর দিলে তারা তাড়াশ গিয়ে চালক আহত রিপনকে বাড়ী নিয়ে আসে। আহত র

শাহজাদপুর সংবাদ ডটকমঃ চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করার প্রচেষ্টা করেছে তিন ছিনতাইকারী। জানাযায় গত বুধবার গভীর রাতে তিন ছিনতাই কারী শাহজাদপুরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড বিসিক এলাকা থেকে তিন ছিনতাইকারী তাড়াশ যাবার কথা বলে সিএনজি মালিক ও চালক উপজেলার নগড়ডালা গ্রামের আমজাদ হোসেনের পুত্র রিপন (৩৫) এর সিএনজি এক হাজার টাকায় ভাড়া করে। যাবার পথে তারাশ মহিষলুটি এলাকায় পৌছা মাত্র পেছন থেকে চালকের গলায় গামছা পেচিয়ে ধরে। এসময় চালক শক্তি প্রয়োগের চেষ্টা করলে ছিনতাইকারীরা হাতুর ও চাকু দিয়ে উপর্যপুরি তার ওপর আঘাত করে। এসময় চালক চিৎকার দিলে এলাকাবাসী ও পথচারীদের আগমন ঘটতে থাকে। এসময় তিন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে এলাকাবাসী চালককে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে চালকের বাড়ীর লোকজনদের মোবাইল ফোনে খবর দিলে তারা তাড়াশ গিয়ে চালক আহত রিপনকে বাড়ী নিয়ে আসে। আহত রিপন চিকিৎসাধীন অবস্থায মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।