শাহজাদপুর সংবাদ ডটকমঃ বয়স মাত্র ১৪। এতটুকু বয়সেই পৃথবি শাহ ভারতীয় ক্রিকেট ইতিহাসে রেকর্ডই গড়ে ফেললেন।
এসজি কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়েছে ৩৬ লাখ রুপির। এই কোম্পানিটি পৃথবিকে তিন-চার বছর ধরে ক্রিকেটের যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে আসছে। আর দেবেই না বা কেন? তার প্রতিভার বিচ্ছুরণ যে দেখা গেছে গত বছর আন্তঃস্কুল প্রতিযোগিতাতে। পৃথবি ওই প্রতিযোগিতায় ৫৪৬ রান করে বিশ্ব রেকর্ড গড়ে।
খুব সাদামাটা পরিবার থেকে উঠে আসা পৃথবি যে একদিন ‘টিম ইন্ডিয়া’র হয়ে মাঠ কাঁপাবে সেটা আগেভাগেই বুঝে গিয়েছে এসজি কোম্পানি। ছয় বছরের চুক্তি হওয়ার পর এসজি মার্কেটিং ডিরেক্টর পরশ আনন্দ বলেছেন,‘ গত তিন-চার বছর ধরে পৃথবি আমাদের কাছ থেকে সব ধরণের সুযোগ সুবিধা পাচ্ছে। ও লাইম লাইটে এসেছে যখন গত বছর বিশ্ব রেকর্ড করলো। আমাদের বিশ্বাস পৃথবির ভারতের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা চেয়েছি তার স
শাহজাদপুর সংবাদ ডটকমঃ বয়স মাত্র ১৪। এতটুকু বয়সেই পৃথবি শাহ ভারতীয় ক্রিকেট ইতিহাসে রেকর্ডই গড়ে ফেললেন।
এসজি কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়েছে ৩৬ লাখ রুপির। এই কোম্পানিটি পৃথবিকে তিন-চার বছর ধরে ক্রিকেটের যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে আসছে। আর দেবেই না বা কেন? তার প্রতিভার বিচ্ছুরণ যে দেখা গেছে গত বছর আন্তঃস্কুল প্রতিযোগিতাতে। পৃথবি ওই প্রতিযোগিতায় ৫৪৬ রান করে বিশ্ব রেকর্ড গড়ে।
খুব সাদামাটা পরিবার থেকে উঠে আসা পৃথবি যে একদিন ‘টিম ইন্ডিয়া’র হয়ে মাঠ কাঁপাবে সেটা আগেভাগেই বুঝে গিয়েছে এসজি কোম্পানি। ছয় বছরের চুক্তি হওয়ার পর এসজি মার্কেটিং ডিরেক্টর পরশ আনন্দ বলেছেন,‘ গত তিন-চার বছর ধরে পৃথবি আমাদের কাছ থেকে সব ধরণের সুযোগ সুবিধা পাচ্ছে। ও লাইম লাইটে এসেছে যখন গত বছর বিশ্ব রেকর্ড করলো। আমাদের বিশ্বাস পৃথবির ভারতের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা চেয়েছি তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি।’ এসজি কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পৃথবিও। সে বলেন,‘চার-পাঁচ বছর ধরে এসজি আমাকে পোশাক এবং ব্যাট দিয়ে আসছে। এসজির সমর্থন আমাকে স্বস্তিতে খেলতে সাহায্য করেছে।’