কণ্ঠশিল্পী তাহসানের ‘আবার বিয়ে’

03

শাহজাদপুর সংবাদ ডটকমঃ আবার বিয়ে করছেন তাহসান! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ১৯ সেপ্টেম্বর এমন ঘোষণা দিয়েছেন এই কণ্ঠশিল্পী ও অভিনেতা।
তাহসানের এমন পোস্ট দেখে অনেকেই জানতে চেয়েছেন এ ধরনের পোস্টের কারণ। তার মানে এই তারকা কি আবারও বিয়ে করতে যাচ্ছেন? এমন ধারণাও পোষণ করেছেন কেউ কেউ। তবে পোস্টটিতেই কৌশলে এ প্রশ্নের উত্তর দিয়েছেন তাহসান।
কীভাবে? তিনি পোস্টটির প্রথম লাইনে লিখেছেন ‘আবার বিয়ে?’
দ্বিতীয় বাক্য- ‘এই ঈদে চোখ রাখুন এনটিভির পর্দায়।’
প্রিয় পাঠক, এবার হয়তো আপনারও বুঝতে বাকি নেই যে এই ঈদে তাহসান অভিনীত কোনো নাটক বা টেলিফিল্ম হয়তো প্রচারিত হবে এনটিভিতে। এ তারই প্রচারণা!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ আবার বিয়ে করছেন তাহসান! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ১৯ সেপ্টেম্বর এমন ঘোষণা দিয়েছেন এই কণ্ঠশিল্পী ও অভিনেতা। তাহসানের এমন পোস্ট দেখে অনেকেই জানতে চেয়েছেন এ ধরনের পোস্টের কারণ। তার মানে এই তারকা কি আবারও বিয়ে করতে যাচ্ছেন? এমন ধারণাও পোষণ করেছেন কেউ কেউ। তবে পোস্টটিতেই কৌশলে এ প্রশ্নের উত্তর দিয়েছেন তাহসান। কীভাবে? তিনি পোস্টটির প্রথম লাইনে লিখেছেন ‘আবার বিয়ে?’ দ্বিতীয় বাক্য- ‘এই ঈদে চোখ রাখুন এনটিভির পর্দায়।’ প্রিয় পাঠক, এবার হয়তো আপনারও বুঝতে বাকি নেই যে এই ঈদে তাহসান অভিনীত কোনো নাটক বা টেলিফিল্ম হয়তো প্রচারিত হবে এনটিভিতে। এ তারই প্রচারণা! তাহসান পোস্টটির সঙ্গে স্ত্রী মিথিলার এবং তার একটি ছবিও পোস্ট দিয়েছেন। ছবিতে মিথিলাকে বউয়ের সাজে দেখা যাচ্ছে এবং তাহসানের পরনে খয়েরি রঙের সেরোয়ানি দেখা যাচ্ছে। তার মানে এই তারকা দম্পতি আবারও কোনো নাটকে একসঙ্গে অভিনয় করছেন, যেখানে তাদের আবারও বিয়ে হবে। নাটকের গল্পটি হয়তো এমনি। তবে এমনটাও নাও হতে পারে।